সম্প্রতি কৃষকদের PM Kisan Yojana নিয়ে জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government). যেমনটা আগেই বলা হয়েছে, PM Kisan Yojana আওতায় ১৬ তম কিস্তির টাকা খুব শীঘ্রই দেওয়া হতে চলেছে। কিন্তু জানা যাচ্ছে অনেক কৃষকের একাউন্টেই নাকি এবারের টাকা ঢুকবে না। কিন্তু কেন? কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে এবারে কিষান যোজনার (PM Kisan) টাকা পেতে গেলে প্রথমে সারতে হবে গুরুত্বপূর্ণ চারটি কাজ।
PM Kisan Yojana 16Th Installment Date.
যারা মধ্যেই এই কাজ গুলি করে নিয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন। কিন্তু যারা করেননি তারা মনে রাখবেন, এই কাজ না করলে কিন্তু এবার থেকে আর কোন টাকা পাবেন না আপনি। ভারতবর্ষ (India) সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। রোদে পুড়ে জলে ভিজে কৃষকরা মাঠে ফসল উৎপাদন করেন। সেই ফসল একদিকে যেমন আমাদের দেশের জন জীবনের খাদ্যের প্রধান উৎস তেমনি অন্যদিকে আবার এই কৃষিজাত পণ্যই রপ্তানি করে এদেশের ব্যবসা বাণিজ্যের ভিত তৈরি হয় (PM Kisan Yojana).
তাই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত কেন্দ্রীয় তথা বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক ধরনের প্রকল্প চালু করা হয়েছে। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojana). এর আওতায় নথিভুক্ত কৃষকদের বছরে তিনটি কিস্তিতে ২০০০ করে টাকা দেওয়া হয় এখন অর্থাৎ মোট 6000 টাকা। কিন্তু চলতি বছর থেকে আরো একটি কিস্তি বাড়িয়ে মোট ৮০০০ টাকা কৃষকদের (Farmers) দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।
কবে আসবে ১৬ তম কিস্তির টাকা?
PM Kisan Yojana বা কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৫ তম কিস্তির টাকা গত বছরের নভেম্বর মাসে দেওয়া হয়েছিল। তার আগে আবার সেই বছরে জুলাই মাসে কৃষকরা (Indian Farmers) পেয়েছিলেন ১৪ তম কিস্তিটি। এবার যে টাকা দেওয়া হবে তা ১৬ তম কিস্তির টাকা। দুই এক মাসের মধ্যেই এটি ছাড়বে কেন্দ্র (Government Of India). অনেকে মনে করছেন আগামী লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে এই টাকা দেওয়া হবে। আর এই জন্য অনেকেই মনে করছে যে আগামী নির্বাচনে মোদী সরকারের (Modi Government) সুবিধা হতে চলেছে।
PM Kisan Yojana টাকা পেতে হলে কী করণীয়?
- PM কিষান যোজনার আওতায় সুবিধা পেতে গেলে সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- PM Kisan Yojana পোর্টালে OTP ভিত্তিক eKYC উপলব্ধ রয়েছে।
- এছাড়া বায়োমেট্রিক ভিত্তিক eKYC এর জন্য, নিকটতম CSC কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে৷
- eKYC নিজের মোবাইল থেকে বাড়িতে বসেও করে নিতে পারেন।
- এজন্য প্লে স্টোর থেকে পিএম কিষান অ্যাপটি ডাউনলোড করে ফেস রিকগনেশন এর মাধ্যমে কাজটি করতে হবে।
- কিষান যোজনার টাকা পেতে হলে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা আবশ্যক। যাদের এখনো একাউন্টে আধার সংযুক্ত নেই তাদেরকে দ্রুত তা করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।
- যাদের আধার লিঙ্ক করা আছে তাদের অবশ্যই DBT প্রকল্প একাউন্টে সক্রিয় থাকতে হবে।
- PM Kisan Yojana পোর্টালে গিয়ে Know Your Status অপশন এ ক্লিক করে আধার সিডিং করতে হবে।
- যে কোনও ধরনের সাহায্যের জন্য সুবিধাভোগীরা PM Kisan Samman Nidhi হেল্পলাইন নম্বর 155261/ 011- 24300606 ডায়াল করতে পারেন।
PM Kisan Yojana টাকা ঢুকেছে কিনা চেক করুন
- প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষান যোজনার (PM Kisan Yojana) অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in এ যেতে হবে।
- এর পর হোম পেজে Farmers কর্নারে ক্লিক করুন।
- তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন। এখানে আপনি রাজ্য, জেলা, উপজেলা, ব্লক বা গ্রাম নির্বাচন করতে পারেন।
- এরপরে, স্ট্যাটাস (Online Status Check) জানতে আপনাকে Get Report বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন আপনার একাউন্টে টাকা ঢুকেছে কিনা।
পিএম কিষান যোজনার 16 তম কিস্তির টাকা কবে পাবেন? কৃষক বন্ধুরা এবার আরও বেশি টাকা পাবেন।
PM Kisan Yojana বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের টাকা পেতে হলে দেশের সকল কৃষকদের ওপরে উল্লেখিত সকল নিয়ম গুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে নইলে আর কেউ কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাবে না। আর খুব শীঘ্রই এই প্রকল্পে (Government Scheme) টাকা ঢোকানো শুরু করা হবে বলে মনে করা হচ্ছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Nabadip Saha.