ভোটের আগে রাজ্যবাসীর কথা মাথায় রেখে আরো এক DigiShakti Scheme বা ডিজিশক্তি প্রকল্প এনে কল্যাণকর কর্মসূচি নিল দেশের বিভিন্ন রাজ্য সরকার (State Government). বর্তমানের যুগ স্মার্টফোনের (Smartphone) যুগ। কিন্তু এখনো অনেক অসহায় মানুষ রয়েছে যাদের স্মার্টফোন কেনার সামর্থ্য নেই। তাদের জন্য এবার রাজ্যে চালু হলো ‘ডিজি শক্তি’ প্রকল্প। যার মাধ্যমে সরকার বিনামূল্যে স্মার্টফোন প্রদান করবে, যে কেউ পাবে? শুধু আবেদন করলেই পাওয়া যাবে এই সুবিধা। এমনটাই জানা গেছে সরকার সূত্রে।
Free Smartphone DigiShakti Scheme In Uttar Pradesh.
এর আগে সাধারণ মানুষের স্বার্থে বহু ধরনের জনমুখী প্রকল্প গ্রহণ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। যার মাধ্যমে উপকৃত হয়েছেন কোটি কোটি রাজ্যবাসী। এবার তাদের জন্য আরো একটি নতুন সুবিধা (DigiShakti Scheme) চালু করা হলো। কারা সুবিধা পাওয়ার যোগ্য? কিভাবে পাবেন? দেখে নিন। উল্লেখ্য অতিমারীর সময়ই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) উচ্চমাধ্যমিক পড়ুয়াদের ১০ হাজার টাকা বা স্মার্টফোন কেনার টাকা দেওয়ার রীতি শুরু করেছিলেন। আজও সেই তরুনের স্বপ্ন প্রকল্প চালু আছে।
প্রধানত দুস্থ পড়ুয়ারা যাদের স্মার্টফোন বা ট্যাবলেট না থাকায় পড়াশোনায় ক্ষতি হয়, তাদেরকে সেই জিনিসটি কেনার জন্য এই টাকা দেয় সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গের এই প্রকল্পের অনুসরণে ভারতের অন্য একটি রাজ্য উত্তর প্রদেশ সরকারও এই রকম কর্মসূচি গ্রহণ করল। এর নামই ডিজিশক্তি প্রকল্প (DigiShakti Scheme). আসুন জেনে নিই এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে।
DigiShakti Scheme benefits
সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath) নেতৃত্বাধীন সরকারের দ্বারা এই প্রকল্প শুরু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত তিনিও স্কুল পড়ুয়াদের জন্য এই DigiShakti Scheme শুরু করেছেন। তারমধ্যে বর্তমানে ইন্টারনেটের যুগে পড়ুয়াদের হাতে যদি একটি স্মার্টফোন বা ট্যাবলেট থাকে তাহলে তাদের অনেক উপকার হবে। যেমন, প্রথমত, তাদের পড়াশোনায় সাহায্য হবে।
দ্বিতীয়ত, ছাত্ররা বিভিন্ন স্কলারশিপ (Scholarship) ও শিক্ষামূলক বিভিন্ন খবর, চাকরির খবর সম্বন্ধে সহজে মোবাইলের সাহায্যে জানতে পারবে। তৃতীয়ত, রাজ্যে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা বাড়বে। ফলে উন্নত হবে রাজ্য। আর এছাড়াও এই DigiShakti Scheme এর মাধ্যমে বিনামূল্যে মোবাইল দিলে দেশের যুব সমাজ আরও উন্নতির পথে অগ্রসর হবে বলে মনে করছেন অনেকে।
DigiShakti Scheme কারা সুবিধা পাবে?
- এই প্রকল্পের (Government Scheme) সুবিধা কেবল ছাত্রদের মানে ছেলেদের দেওয়া হবে। কোনো মেয়ে এখানে নাম নথিভুক্ত করতে পারবে না।
- প্রার্থীকে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারী ছাত্রকে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা (ডিপ্লোমা), আইটিআই, মেডিকেল ইত্যাদি কোর্স অনুসরণ করতে হবে।
যুবশ্রী প্রকল্পের টাকা পেতে হলে এই কাজ করতে হবে। নতুন পুরনো সকলের জন্য।
How to apply for DigiShakti Scheme?
ডিজিশক্তি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পড়ুয়া ছাত্রদের অনলাইনে আবেদন করার দরকার নেই। তারা বর্তমানে যে কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, সেখানেই উদ্যোগ নিয়ে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে। নির্দিষ্ট সময় হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে আবেদন পদ্ধতি জানিয়ে দেওয়া হবে। আর এই সুবিধা শুধুমাত্র উত্তরপ্রদেশ রাজ্যের ছেলেদের জন্য।
Written by Nabadip Saha.