LPG Cylinder বা রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে ফের একবারের জন্য বড় খবর পাওয়া গেল। আমাদের সকল গরীব ও মধ্যবিত্তের সকল চিন্তার মধ্যে রান্নার গ্যাস (LPG Gas) অন্যতম। কারণ এর দাম (LPG Gas Price) একবার বৃদ্ধি পেলে সকলের বাড়ির বাজেট একেবারে পাল্টে যায়। আর এই নিয়ে এক খুশির খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মারফত মঙ্গলবারেই চালু হলো দেশবাসীর জন্য বড় এক সুবিধা, কি?
Free LPG Cylinder News In India.
এই মুহূর্তে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার (Central Government) কর্তৃক শুরু করা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ (Ujjwala Yojana 2.0). উজ্জ্বলা যোজনার এই ভাগের মাধ্যমে দেশের আরো ৭৫ লক্ষ মহিলাকে বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার (Free LPG Cylinder) দেওয়ার অঙ্গীকার করেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে জানানো হয়েছে আগামী দিনে আরো মহিলা এর সুবিধা পাবেন। গত বছর আগস্ট মাসেই LPG Cylinder সম্পর্কে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi).
আর নতুন বছর শুরু হতে না হতেই সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি LPG Cylinder নিয়ে এই ঘোষণা করে। একাংশের মতে, আর কয়েক মাস পরেই ভারতের লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024). তার আগে কোটি কোটি দেশবাসীর উদ্দেশ্যে এই উপকার বিজেপি সরকারকে (BJP Government) নির্বাচনে অনেকটাই আগে রাখতে পারে। চলুন এই সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।
Pradhan Mantri Ujjwala Yojana 2.0
এই স্কিমটি ভারত সরকার (Government Of India) দ্বারা চালু করা একটি স্কিম যা দেশের সমস্ত দরিদ্র অসহায় মহিলাদের এর সুবিধা দেওয়ার আওতায় কভার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরই ২০১৬ সালে এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ছিল যে সমস্ত দরিদ্র মা বোনেরা কষ্ট করে কাঠ কয়লার উনুন জ্বেলে রান্না করেন, তাদেরকে বিনামূল্যে একটি করে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) দেওয়া সরকারের তরফ থেকে।
যাই হোক, প্রথম ভাগ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল এই প্রকল্পের। দেশের কোটি কোটি উপযুক্ত মহিলা তখন এর সুবিধা পেয়েছিলেন। সম্প্রতি আবারো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর দ্বিতীয় ভাগ শুরু করার। যার নাম কেন্দ্রীয় সরকার (Central Government) দিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০। আর এবার দেশের আরো ৭৫ লক্ষ্য মহিলাকে এই সুবিধা দেওয়ার জন্য নির্বাচন করেছেন তারা (LPG Cylinder).
কারা এর সুবিধা পাওয়ার যোগ্য?
১. প্রথমেই মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কেবল মহিলাদের উদ্দেশ্যে চালু করা হয়েছে।
২. এক্ষেত্রে কোন নির্দিষ্ট জাতি নেই, সমস্ত সম্প্রদায় ভুক্ত মহিলারাই আবেদনের যোগ্য।
৩. তবে বয়স সীমা রয়েছে, যা হল ন্যূনতম ১৮ বছর, কোন ঊর্ধ্বসীমা নেই।
৪. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় গ্রামীণ এলাকায় 1 লাখের কম এবং শহরাঞ্চলে 2 লাখের কম হওয়া উচিত।
৫. একই পরিবারে আর অন্য কারোর নামে কোন LPG Cylinder থাকা চলবে না।
উজ্জ্বলা যোজনা প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
- উজ্জ্বলা যোজনা সুবিধা নিতে, প্রথমে অফিসিয়াল পোর্টাল www.pmuy.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
- উপরে দেওয়া Apply For New Ujjwala 2.0 Connection জন্য আবেদন করুন।
- এখানে আপনি পৃষ্ঠার নীচে তিনটি বিকল্প পাবেন। Indane, Bharat Petroleum, এবং HP.
- আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি বিকল্প নির্বাচন করে এবং নতুন সংযোগের জন্য অনুরোধ করা তথ্য পূরণ করে জমা দিন (LPG Cylinder).
- এছাড়া, আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিকটস্থ গ্যাস এজেন্সির ডিলারের কাছে জমা দিতে পারেন।
- নথি যাচাইয়ের পরে, আপনাকে সরকার কর্তৃক এলপিজি গ্যাস সংযোগ (LPG Cylinder Connection) প্রদান করা হবে।
- এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কী নথি লাগবে?
১. কেওয়াইসি লাগবে (KYC Document).
২. বৈধ মোবাইল নম্বর (Mobile Number).
৩. বয়সের প্রমাণ পত্র (Birth Certificate).
৪. আধার কার্ড (Aadhaar Card).
৫. বিপিএল রেশন কার্ড (BPL Ration Card).
৬. বিপিএল তালিকায় থাকা নামের প্রিন্ট।
৭. রঙিন পাসপোর্ট সাইজ ছবি
৮. ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার ফটোকপি।
আসছে রান্নার গ্যাসের নতুন সিলিন্ডার। বায়োমেট্রিক আপডেট এর পর খরচ বেড়ে গেল।
এই বিনামূল্যে রান্নার গ্যাস বা LPG Cylinder শুধুমাত্র উজ্জ্বলা যোজনার গ্রাহকদের দেওয়া হবে। বাকি সকল গ্রাহকদের জন্য এই সুবিধা নয়। এছাড়াও অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে LPG Cylinder নিয়ে আগামী বাজেটে কিছু বড় ঘোষণা করতে চলেছে মোদী সরকার। এবারে দেখার অপেক্ষা যে এই নিয়ে কি বড় ঘোষণা হতে চলেছে। আর এর দাম কমলে শেষমেশ আমজনতার সুবিধা হতে চলেছে।
Written by Nabadip Saha.
রান্নার গ্যাস এবার অর্ধেক দামে মাস চলবে। মা বোনেদের মুখে হাসি।