এবার সরকারি পরিষেবা পাওয়ার কাজ হল আরো সহজ। বাংলা সহায়তা কেন্দ্র বা Bangla Sahayata Kendra গুলি মোট 282 টি পরিষেবা প্রদান করবে বলে জানিয়েছে রাজ্য সরকার (Government Of West Bengal). এতদিন পর্যন্ত বাংলা সহায়তা কেন্দ্র (BSK) গুলি কেবল রেশন সংক্রান্ত কাজকর্মই করত, কিন্তু এখন থেকে এগুলোকে অনেকটা সাইবার ক্যাফের (Cyber Cafe) মতো করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। কেন এই উদ্যোগ? রাজ্যের বহু মানুষের কাছে স্মার্টফোন বা কম্পিউটার নেই।
Bangla Sahayata Kendra New Benefits In West Bengal.
এই সমস্ত অসহায় ব্যক্তিদের বিনা ঝক্কিতে অনলাইনে সরকারি পরিষেবা পাইয়ে দেওয়াই Bangla Sahayata Kendra মূল লক্ষ্য। যাই হোক, এরপর থেকে সুবিধা হতে চলেছে কোটি কোটি মানুষের। কি কি সুবিধা পাবেন? কিভাবে পাবেন? এক নজরে দেখে নিন। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) কর্তৃক আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের (Duare Sarkar Camp) মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষ বিনামূল্যে দোরগোড়ায় সরকারি পরিষেবা পেয়ে যান।
কিন্তু দুয়ারে সরকার তো আর সব সময় হয় না। তাই মানুষের বিভিন্ন সরকারি কাজ আটকে থাকে অনেক সময়। সেই অসুবিধা দূর করতে এবার এই সিদ্ধান্ত নিল রাজ্য। Bangla Sahayata Kendra গুলিকে সাইবার ক্যাফেতে পরিণত করায় যে কোন ব্যক্তি, যখন চাইবেন, যে কোনো সরকারি সুবিধা সহজে পেতে পারবেন। রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা ৩,৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্রে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলা সহায়তা কেন্দ্রে কি কি সুবিধা পাবেন
- আধার কার্ড নিবন্ধীকরণ।
- জমি বাড়ির দলিল দস্তাবেজ রেজিস্ট্রেশন, অনুসন্ধান ও ই পেমেন্ট।
- NBSTC এবং SBSTC বাসের টিকিট বুকিং।
- স্ট্যাম্প ডিউটি জমা দেয়া।
- বিদ্যুতের বিল জমা দেওয়া
- পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন।
- আরো অনেক সুবিধা।
এক কর্মকর্তা জানিয়েছেন, “প্রযুক্তি অসচেতন মানুষদের অনলাইনে সমস্ত সরকারি সুবিধা পাইয়ে দেওয়াই এর প্রধান উদ্দেশ্য। এখনও পর্যন্ত Bangla Sahayata Kendra গুলি ৫.৯ কোটি মানুষকে ১১.৫ কোটি পরিষেবা প্রদান করেছে। তবে অনেক ক্ষেত্রেই মানুষকে এখনো সমস্যায় পড়তে হয়। যেমন, প্রায়শই অনেকের তাদের অর্থ প্রদানের পরেও তাদের দলিল পাওয়ার ক্ষেত্রে একটি নেতিবাচক অভিজ্ঞতা হয়। কিন্তু এবার এটি আরও সহজ হয়ে যাবে।
ডবল রেশন পাওয়া যাবে। নতুন বছরে খুশির খবর। সবার জন্য এই সুবিধা।
এমনকী যদি কেউ তাদের দলিল হারিয়ে ফেলেন, তারা Bangla Sahayata Kendra এর মাধ্যমে তা খুঁজতে সক্ষম হবেন। রাজ্য সরকার ইতিমধ্যেই ট্রায়াল পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে এইভাবে। যেখানে স্ট্যাম্প ডিউটি (Stamp Duty) কালেকশন করা হয়েছে এবং ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে বর্তমানে। এছাড়াও আরও অনেক ধরণের নতুন নতুন সুবিধা পাওয়া যাবে রাজ্য সরকারের Bangla Sahayata Kendra গুলিতে। আপনারা অবশ্যই গিয়ে সব কিছু সম্পর্কে জেনে নিতে পারবেন।
Written by Nabadip Saha.
দুয়ারের সরকার কেম্পে জমির খতিয়ান,রেকড হবে কী ?