বর্তমান সময়ে পাবলিক এবং প্রাইভেট দুটো সেক্টরের ব্যাংকেই দাবিহীন আমানতের (Unclaimed Deposits) টাকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। ২০২২ সালের থেকে ২০২৩ এর অর্থবর্ষে এই দাবিহীন আমানতের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ ব্যাংক তথা RBI এর পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে ব্যাংকে জমা থাকা দাবিহীন আমানতের সংখ্যা ছিল ৩২ হাজার ৯৩৪ কোটি টাকা, সেটা বেড়ে ২০২৩ সালের মার্চের শেষের দিকে দাঁড়িয়েছে ৪২ হাজার ২৭২ কোটি টাকায়।
SBI PNB Unclaimed Deposits Money News In India.
কেন্দ্র সরকারের (Government Of India) তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে গত অর্থবর্ষের তুলনায় এই অর্ধবর্ষের দাবিহীন আমানতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ২৮%। ২০২৩ সালের মার্চের পরিসংখ্যান অনুসারে ব্যাংকে দাবিহীন জমা থাকা আমানতের (Unclaimed Deposits) পরিমাণ হল ৪২ হাজার ২৭০ কোটি টাকা। ১৯শে ডিসেম্বর সংসদের (Indian Parliament) অধিবেশনে কেন্দ্র সরকারের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
২০২২ এর অর্থবর্ষের তুলনায় ২০২৩ সালের অর্থবর্ষে গভমেন্ট এবং পাবলিক সেক্টরের দুটি ব্যাংকেরই দাবিহীন আমানতের (Unclaimed Deposits) সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে। ২০২৩ এর দাবীহীন আমানতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ২৭০ কোটির দিকে। আর অপরদিকে ২০২২ এর অর্থবর্ষের পরিসংখ্যান অনুযায়ী দাবিহীন আমানতের সংখ্যা ছিল ৩২ হাজার ৯৩৪ কোটি টাকা।
কোন কোন ব্যাংক টাকা দেবে?
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)
- সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- সিটি ব্যাংক
- ধনলক্ষ্মী ব্যাংক লিমিটেড
- সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড
- ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড
২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী Unclaimed Deposits ৪২ হাজার কোটি টাকার মধ্যে ৩৬ হাজার ১৮৫ কোটি টাকা ব্যাংকে জমা আছে, আবার ৬ হাজার ৮৭ কোটি টাকা রয়েছে দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) নিয়ম বলা আছে যদি এক দশক বা তার বেশি সময় ধরে কোনো একাউন্টের যদি দাবিদার না থাকে এবং সেই একাউন্টে যদি টাকা থাকে তাহলে সেই টাকা রিজার্ভ ব্যাংকের ডিপোজিটর এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস ফান্ডের অন্তর্গত হয়ে যাবে।
এই বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী ভগবত কে করাদ জানান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) দিনে দিনে Unclaimed Deposits সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সমস্ত ব্যাংককে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের আন্ডারে যে একাউন্ট (Bank Account) গুলির কোনো দাবিদার নেই সেই একাউন্ট গুলির একটি তালিকা ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করতে।
বাম্পার পলিসি। হাতখরচের টাকা জমিয়ে প্রতিমাসে পান সারাজীবন 11000 টাকা।
টাকা কিভাবে দেওয়া হবে?
আর এই কাজের মাধ্যমে একাউন্ট হোল্ডারদের (Savings Account Holders) উত্তরাধিকারীকে খুঁজে তাদের হাতে টাকা তুলে দেওয়া সম্ভব হতে পারে। Unclaimed Deposits শুধুমাত্র ব্যাংকের গ্রাহকদের নমিনি (Bank Nominee) খুঁজে তাদের হাতে তুলে দেওয়া হবে, সকলে এই টাকা পাবে না। এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনাদের নিজেদের ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন।
Written by Nupur Chattopadhyay.