পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য Bangla Shasya Bima বা বাংলা শস্য বীমা প্রকল্প নিয়ে আসা হয়েছে। ২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে নানান ধরণের প্রকল্প নিয়ে আসা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি, খাদ্য সমাজের সকল ধরণের মানুষের সব প্রয়োজনের কথা মাথায় রেখে অনেক প্রকল্প (Government Scheme) নিয়ে আসা হয়েছে।
Bangla Shasya Bima Scheme Gives Financial Assistant.
অসময়ের বৃষ্টিতে চাষের ক্ষতি হোক বা খরার জন্য ফসল না ফললে চিন্তার কোনো কারণ নেই। আমাদের অন্নদাতা কৃষকদের (WB Farmers) এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। জীবন বিমার মতোই চাষীদের করাতে হবে শস্য বীমা। আর এই শস্য বিমা (Bangla Shasya Bima) যদি কৃষকরা করে তবে কোনো কারণে চাষের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।
তবে জীবন বিমার যেমন প্রিমিয়াম নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিতে হয় শস্য বিমার (Bangla Shasya Bima) জন্য কিন্তু চাষীদের কোনো প্রকার প্রিমিয়াম জমা দিতে হবে না। সেই প্রিমিয়ামটি দিয়ে দেবে রাজ্য সরকার। প্রতিবছরই শীতের শুরুতে অল্প বিস্তার বৃষ্টি হতে দেখা যায়। কিন্তু ডিসেম্বর মাসের শুরুতে টানা দুই তিন দিন বৃষ্টি দক্ষিণবঙ্গে বিরল ঘটনা বলেই মনে করা হয়। এই বৃষ্টি হয়েছিল নিম্নচাপ মিগজাউম এর প্রভাবে। বৃষ্টির ফলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের (Bangla Shasya Bima).
এই সময় চাষিরা নতুন ধান কেটে ঘরে তোলে। আবার আলু রোপন করে, শীতের সবজি চাষ করে। কিন্তু বৃষ্টির ফলে এই সমস্ত চাষের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। কৃষকদের এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) এক বড় ধরনের সুখবর জানিয়েছেন। Bangla Shasya Bima কৃষকদের করা থাকলে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষের কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।
যে সমস্ত কৃষকরা Bangla Shasya Bima ইতিমধ্যেই করিয়েছেন তারা এই বছর চাষের ক্ষতি পূরণের টাকা পেয়ে যাবেন। আর যারা এখনো শস্য বীমা করাননি, তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করুন। আর এই প্রকল্পে আপনারা বিনা কোন সমস্যা ছাড়াই খুবই কম সময়ের মধ্যে আবেদন করে নিতে পারবেন।
কীভাবে বাংলা শস্য বিমাতে আবেদন করবেন
Bangla Shasya Bima আবেদন করার জন্য সমস্ত কৃষকদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য ফর্ম নিয়ে আসতে হবে। তারপর ওই ফর্মটি যথাযথভাবে পূরণ করে ডকুমেন্টস সমেত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করে আসলে এই প্রকল্পের নাম নথিভুক্ত হয়ে যাবে। গত ১৫ ই ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে ভালো করে দেখে নেবেন আপনার এলাকায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে।
বাংলা শস্য বীমা করতে কি কি নথি লাগবে
কৃষকের আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংকের পাস বইয়ের কপি, জমির কাগজপত্রের রেকর্ড অথবা দলিলের কপি, KCC (Kisan Credit Card) একাউন্ট নম্বর এর কপি, কৃষক বন্ধু আইডি (Krishak Bandhu ID) নম্বর থাকলে এর কপি। দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা দেওয়ার কিছুদিন পরে বাংলা শস্য বীমা পোর্টালে গিয়ে আবেদনের কী স্ট্যাটাস (Bangla Shasya Bima Status Check) রয়েছে তা চেক করে নেবেন।
Written By Nupur Chattopadhyay.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার