PPF vs SIP – পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি মিউচুয়াল ফান্ড, কোন স্কিমে বিনিয়োগ করলে কম সময়ে বেশি রিটার্ন পাবেন? বুদ্ধিমানের সঞ্চয় প্রকল্প।

আমরা সকলেই কোন স্কিমে বিনিয়োগ করে থাকি, তার মধ্যে PPF vs SIP বা প্রভিডেন্ট ফান্ড বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অন্যতম। কিন্তু আমরা অনেকেই মনে করি যে PPF হল সরকারি প্রকল্প। তাই ১০০% ঝুকি মুক্ত। আর SIP তে বিনিয়োগ!! বাপ রে বাপ!! সব টাকা ডুবে যাবে। কিন্তু সেটা নয় সঠিক পদ্ধতি বা কায়দা জেনে PPF vs SIP এর মধ্যে যে কোন একটিতেও বিনিয়োগ করলে আপনারা সেরা রিটার্ন পাবেন।

PPF vs SIP Investment Comparison.

জীবনে চলার পথে অর্থের প্রয়োজন হয় সকল মানুষেরই। আর জীবনে বেশি পরিমাণ অর্থের অধিকারী হতে গেলে সঠিক জায়গায় ইনভেস্টমেন্টের দরকার অবশ্যম্ভাবী। আজকে আমরা ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে PPF vs SIP সম্পর্কে একটু আলোকপাত করবো এই আর্টিকেলের মাধ্যমে। টাকা ইনভেস্ট বা বিনিয়োগ করতে গেলে মানুষের প্রথমে মাথায় যে প্রশ্নটি আসে সেটি হল PPF বেশি লাভজনক না SIP বেশি লাভজনক।

কোথায় অর্থ বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া যাবে। আপনি যদি একজন বিনিয়োগকারী বা ইনভেস্টর হন আর সুরক্ষিত জায়গায় আর্থিক বিনিয়োগ করে লাভবান হতে চাইলে PPF VS SIP নিয়ে আলোচনা করা এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। টাকা জমা করার ক্ষেত্রে PPF vs SIP দুটোই স্কিমই খুবই জনপ্রিয় স্কিম। তবে এই দুটি স্কিম এর মধ্যে কোনটিতে বেশি টাকার রিটার্ন পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পিপিএফ এবং এসআইপি স্কিম সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

PPF সম্পর্কে কিছু তথ্য

PPF বা Public Provident Fund কোনো ব্যক্তি যদি প্রতিদিন ২০০ টাকা করে অর্থ জমান তাহলে মাসের শেষে তার জমানো অর্থের পরিমাণ হয় ছয় হাজার টাকা। এই ৬০০০ টাকা যদি একজন ব্যক্তি ৬০ বছর পর্যন্ত জমাতে পারেন তবে মেয়াদ শেষে বহু টাকার রিটার্ন পাওয়া যাবে। ইনভেস্টর যদি তহবিলে ৭২ হাজার টাকা জমা করেন তাহলে তিনি ১,৫০,০০০ টাকার কর ছাড় পাবেন। যদি কুড়ি বছর ধরে প্রতিদিন দুশো টাকা করে পিপিএফ বিনিয়োগ করে থাকেন তবে তিনি রিটার্ন হিসেবে ৩১ লক্ষ ৯৫ হাজার ৯৭৮ টাকা পাবেন। কোন ব্যক্তি এই স্থহ ২৫ বছর এই স্কিমে বিনিয়োগ করেও অংক কোটির ঘরে নাও পৌঁছাতে পারে ।

SIP সম্পর্কে কিছু তথ্য

PPF vs SIP এর মধ্যে SIP তে বিনিয়োগ করার জন্য একজন ব্যক্তি যদি প্রতি মাসে ৬০০০ টাকা করে SIP তে বিনিয়োগ করেন ও ১০% করে রিটার্ন পাওয়ার পরে মেয়াদ পূর্তি হবার সময় তার বিনিয়োগ করা অর্থের মূল্য দাঁড়াবে ৮০ লক্ষ ২৭ হাজার ৩৪২ টাকা। তবে ইনভেস্টের যদি তার বিনিয়োগে ১২ থেকে ১৫% রিটার্ন পেয়ে লাভবান হতে চান তবে তিনি প্রায় দু কোটি টাকার তহবিল জমানোর সুযোগ পাবেন।

Bandhan Bank (বন্ধন ব্যাংক)

দেশের নাগরিকদের জন্য LIC এর সর্বশ্রেষ্ঠ পলিসি। একবার বিনিয়োগে সারা জীবন নিশ্চিত রিটার্ন।

Interest Calculation – PPF vs SIP Calculator

১২ শতাংশ লাভ অনুপাতে ইনভেস্টার এর ২৫ বছরের টাকার পরিমান হবে ১ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৮১১ টাকা আর ৩০ বছর পরে এর পরিমাণ হবে ২ কোটি ১১ লক্ষ ৭৯ হাজার ৪৮৩ টাকা। PPF vs SIP এর মধ্যে SIP এর মাধ্যমে আপনারা ভালো অঙ্কের টাকা এককালীন পাবেন। কিন্তু আপনাদের বিনিয়োগের আগে এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিয়ে এগোতে হবে।

Conculusion

সমস্ত আলোচনার পর পরিশেষে বলা যেতে পারে যে PPF vs SIP মানুষের কাছে সমান জনপ্রিয় হলেও PPF এর থেকে SIP তে বিনিয়োগ করা বেশি ভালো কারণ এসআইপিতে বিনিয়োগ করে বেশি লাভের মুখ দেখা যায়। তবে মনে রাখবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ বাজারজাত ঝুকি সাপেক্ষ। বিনিয়োগের আগে সমস্ত নিয়ম ও নথি পড়ে নেবেন। SIP তে বেশি লাভের আশা থাকলেও বাজার খারাপ হলে লস ও হতে পারে। অপরদিকে PPF সরকারী স্কীম তাই কম হোক আর বেশি, নিশ্চিত রিটার্ন পাবেন। এবার আপনার ঝুকি নেওয়ার ক্ষমতা ও লাভ এর সমন্বয় করে আপনার জন্য যে স্কীম বেশি উপযোগী, সেই প্রকল্পেই বিনিয়োগ করা শ্রেয়।
Written by Nupur Chattopadhyay.

দ্রুত টাকা বাড়াতে হলে এবং অবসর বয়সে নিশ্চিন্তে কাটাতে হলে এই

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment