নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত করোনার ধাক্কায় বাতিলই হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার টেস্ট। শুক্রবার অর্থাৎ আজ থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ায় ইন্ডিয়া মাঠে দল নামাতে চায়নি। বিসিসিআই ও ইসিবি আলোচনার পর শেষমেষ ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের সিদ্ধান্তে উপনীত হয়।
এই প্রসঙ্গে বিসিসিআই বলছে যে, ইসিবির সঙ্গে তারা একাধিকবার বৈঠক করে ম্যঞ্চেস্টার টেস্ট খেলার একটা রাস্তা বার করার চেষ্টা করেছিল। কিন্তু সেটা অরা সম্ভব হয়নি কোভিডের কারণেই একপ্রকার তারা এই ম্যাচ বাতিল করে। তবে এই ম্যাচ পুণরায় আয়োজন করার চেষ্টা চালাবে দুই বোর্ড। বিসিসিআই আবারও জানিয়ে দিয়েছে যে, তাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা ও ভাল থাকা সবার ওপরে সেই দিকটাই মাথায় রেখেছে। এই সিরিজ শেষ না করতে পারার জন্য বোর্ড সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে।