আমাদের দেশে বর্তমানে প্রায় ৪০ কোটির বেশি WhatsApp গ্রাহক আছে। আর এই সকল গ্রাহকেরা WhatsApp এর মাধ্যমে বিনামূল্যে চ্যাট আর কলিং করে থাকে। আর প্রতিদিন অন্তর এই সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি শীতকালীন অধিবেশনে সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) টেলিকমিউনিকেশন বিল পেশ করেছে। অনেকদিন আগে থেকেই টেলিকমিউনিকেশন বিল ২০২৩ নিয়ে জল্পনার সঞ্চার হয়েছিল। অবশেষে এই বিল পেশ করা হয়েছে সংসদে। এই বিলের মধ্যে এবার অনেক কিছুই অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
WhatsApp Calling Charges News In India.
অ্যামাজন (Amazon) এবং নেটফ্লিক্সের (Netflix) OTT প্ল্যাটফর্মের অফার নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা এই বিলের মধ্যমে পেশ করা হয়েছে। স্যাটেলাইট স্পেকট্রাম এর ক্ষেত্রে টেলিকম নিয়ন্ত্রকদের দেওয়া ক্ষমতা বজায় রাখার কথা বলা হয়েছে এই বিলের মাধ্যমে। WhatsApp এর ফ্রি ভিডিও কলিং ও কলিং বিষয়ে সরকারের অন্তর্দৃষ্টি পরিস্কার করা হয়েছে।
এর আগে দেখা গেছিল Airtel ও JIO সংস্থা মিলে WhatsApp উপর অভিযোগ এনেছিল। হোয়াটস অ্যাপের মধ্যে ফ্রি ভিডিও কল এবং ফ্রি ভয়েস কল নিয়ে ছিল তাদের অভিযোগটি। এয়ারটেল ও জিও এর মত হল WhatsApp যেন ফ্রিতে ভিডিও কল এবং ভয়েস কল করা বন্ধ করে দেয়। হোয়াটসঅ্যাপের কাস্টমারদের ভিডিও কল এবং ভয়েস কল করার জন্য যেন কিছু অর্থ ব্যয় করতে হয়।
তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা কেন্দ্র সরকারের এই টেলিকমিউনিকেশন কোম্পানি (Telecommunication Companys) গুলিকে জানায়নি অর্থাৎ এখনো পর্যন্ত মানুষেরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ফ্রিতে ভিডিও কল এবং ভয়েস কল করতে পারবেন।এর আগের বছরে টেলিকমিউনিকেশন বিলে কেন্দ্র সরকার হোয়াটসঅ্যাপ এবং Skype এর মত প্লাটফর্মে ভিডিও কলিং এর জন্য কিছু নীতি নির্ধারণ করেছিল কিন্তু এবার সেই বিলে ওই নীতিগুলি বাতিল করা হয়েছে।
এই বিলে WhatsApp ছাড়াও টেলিকম সংস্থা গুলির জন্য একটি বড় ধরনের সুখবর রয়েছে। আগে নিয়ম ছিল টেলিকম সংস্থা গুলি যদি সরকারের কোনো নিয়ম লঙ্ঘন করে সে ক্ষেত্রে ৫০ কোটি টাকা জরিমানা দিতে হবে ওই কোম্পানি গুলিকে। এবার এই জরিমানার পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কমানো হয়েছে। এবার টেলিকম বিল ২০২৩ এ বলা হয়েছে যদি কোনো টেলিকম সংস্থা গুলি সরকারের কোনো নিয়ম নীতি লংঘন করে সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
আবার টেলিকমিউনিকেশন পরিষেবা থেকে OTT (Over The Top) প্লেয়ার বা অ্যাপ গুলিকে সরানোর পরামর্শ দেওয়া হয়েছে। অনেক টেলি কমিউনিকেশন কোম্পানিগুলি তাদের বিভিন্ন প্ল্যানে ওটিটি পরিষেবার অফার দিতো। এবার থেকে টেলিকমিউনিকেশন কোম্পানি গুলি তাদের প্ল্যানে ওটিটি পরিষেবা অফার করতে পারবে না। বিভিন্ন প্ল্যানে ওটিটি পরিষেবার অফার চালায় সে গুলি মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল।
কম দামে ভারতীয় বাজারে মোবাইল ফোন আনল JIO. দুর্দান্ত ফিচার্সের সঙ্গে আরও আকর্ষণীয় অফার।
আর এই ওটিটি পরিষেবা গুলি টেলিকমিউনিকেশন কোম্পানি গুলির প্ল্যান থেকে বন্ধ করে দেওয়ার ফলে বেশি করে ইন্টারনেটের প্ল্যান রিচার্জ করতে চাইবেন সাধারণ মানুষ। আর ইন্টারনেট ব্যবহার করে WhatsApp ও Telegram এর মত অ্যাপ গুলি তারা ব্যবহার করবে। কিন্তু WhatsApp কে টাকা নেওয়ার কোন নির্দেশ এই বিলে দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে।
Written by Nupur Chattopadhyay.
বাইকে টক্কর দিতে বাজারে আসতে চলেছে নতুন ই স্কুটার। ফিচার, মাইলেজ, দাম