Mobile Recharge Offer বা মোবাইলে প্রতিমাসে টাকা ভরা আমাদের একটা নিয়মের মত হয়ে উঠেছে। কারণ আখঙ্কারদিনে ইন্টারনেট (Internet) ছাড়া আমরা মূল বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাব। আর এই জন্যই ভারতের সকল টেলিকম কোম্পানি (Telecom Company) গুলো নিজেদের সকল গ্রাহকদের জন্য একাধিক লোভনীয় Mobile Recharge Offer নিয়ে এসেছে মার্কেটে নিজেদের আধিপত্য বিস্তার করার লক্ষ্যে।
Mobile Recharge Offer For End Of The Year.
বর্তমান সময়ে টেলিকম বাজারে যে কোম্পানিটির নাম সবার উপরে থাকে সেটি হল Reliance Jio. তারপরই যার স্থান রয়েছে সেটি Bharti Airtel. আর BSNL এবং VI কোম্পানির অবস্থা খুবই সঙ্কটজনক। তবে ভারত সঞ্চার নিগম লিমিটেড আবার বেশ কিছু আকর্ষণীয় প্ল্যান (Mobile Recharge Offer) নিয়ে টেলিকম বাজারে প্রবেশ করেছে। এই আর্টিকেলের মাধ্যমে BSNL বেশ কিছু দুর্দান্ত প্ল্যান নিয়ে আলোচনা করা হবে।
BSNL Recharge offer
বিএসএনএল এর যে প্রিপেড প্লানটি (Mobile Recharge Offer) নিয়ে এখন আলোচনা করা হবে তার দাম খুব বেশি না হলেও অন্যান্য টেলিকম কোম্পানি গুলি এই দামে এত সুবিধা দেবে না। বিএসএনএল এর এই প্রিপেড প্ল্যানটি (BSNL Prepaid Plan) হল ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানের সাথে আপনি পেয়ে যাবেন ৮৪ দিনের বৈধতা এবং প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেটের সুবিধা।
তবে এখানেই শেষ নয় এছাড়াও আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস ও আনলিমিটেড কলের সুবিধা পেয়ে যাবেন। হিসাব করলে দেখা যায় প্ল্যানটির (Mobile Recharge Offer) জন্য প্রতিদিনের খরচ হল মাত্র তিন টাকা। আর এক মাসের খরচের হিসাব করলে দাঁড়ায় ২০০ টাকা। যদি কেউ মনে করেন যে ৫৯৯ টাকার প্ল্যানটি বেশি দামের হয়ে যাচ্ছে তাহলে তিনি ২২৯ টাকার প্ল্যান রিচার্জ (BSNL Mobile Recharge Plan) করতে পারেন।
BSNL Unlimited Recharge Plan
২৯৯ টাকার প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটি ও ১০০ টি এসএমএস করার সুবিধা থাকছে। আর 2GB Internet Pack প্যাক শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস (40Kbps) গতিতে ইন্টারনেট চালানো যাবে। ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট চললে Whats App ব্যবহার করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্যান্য অ্যাপ্লিকেশন কিছু ব্যবহার করা যাবে না ওই স্পিডের ইন্টারনেটে। টেলিকম বাজারে (Mobile Recharge Offer) যখন জিও প্রথম প্রবেশ করে তখন কিছুদিনের জন্য ফ্রি সার্ভিস দিয়েছিল কাস্টমারদের।
সেই সময় কোটি কোটি কাস্টমার বিএসএনএল ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল ছেড়ে জিওতে চলে আসে। তাই টেলিকম বাজারে বিএসএনএল এবং ভিআই কোম্পানির অবস্থা খুবই শোচনীয় হয়ে দাঁড়ায়। তবে জিওর পাশাপাশি এয়ারটেলের বাজার এখনো ভালো রয়েছে। বহু কাস্টমারদের টেনে নেওয়ার পর থেকেই রিলায়েন্স জিও ক্রমশ তাদের প্ল্যান (Mobile Recharge Offer) এর দাম বাড়াতে থাকে।
বর্তমান সময়ে এত বেশি টাকা দিয়ে রিচার্জ (Mobile Recharge Offer) করা বহু মানুষের পক্ষেই কষ্টসাধ্য হয়ে উঠেছে। তবে এর মধ্যে বিএসএনএল আবার কম টাকায় প্রিপেড প্ল্যান আনায় মনে করা হচ্ছে তাদের আবার কাস্টমার বাড়তে পারে। এছাড়াও আরও অনেক ধরণের প্ল্যান আপনারা BSNL (Bharat Sanchar Nigam Limited) এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পেয়ে যাবেন।
Written by Nupur Chattopadhyay.
বাইকে টক্কর দিতে বাজারে আসতে চলেছে নতুন ই স্কুটার। ফিচার, মাইলেজ, দাম