মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল টেস্ট পেপার (WBCHSE HS Test Paper). জানুয়ারি পড়লেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কয়েক দিন পরেই বসবে স্কুল জীবনের এই গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষায়। স্কুল জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam) শুরু হতে চলেছে ১৬ ই ফেব্রুয়ারি থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনুশীলনের জন্য WBCHSE HS Test Paper এর গুরুত্ব অপরিসীম।
Which Is The Best WBCHSE HS Test Paper 2024.
মাধ্যমিক পরীক্ষার ছাত্র ছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার (WBCHSE HS Test Paper) দেওয়া হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু কোনো টেস্ট পেপার দেওয়া হয় না। তাদের দোকান থেকে গিয়ে কিনে নিতে হয় টেস্ট পেপার। এই টেস্ট পেপার কেনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সে গুলি আলোচনা করা হবে এই প্রতিবেদনের মাধ্যমে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে টেস্ট পেপার গুলি বাজারে আসে সেই গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকাশনা সংস্থার টেস্ট পেপার গুলি হল ABTA, WBTA এবং WBHA.
উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার
টেস্ট পেপার (WBCHSE HS Test Paper) কেনার সময় কোন কোন বিষয় গুলি দেখে কিনতে হবে সে গুলি নিয়ে এবার আলোচনা করা যাক। কখনো কোম্পানির নাম দেখে টেস্ট পেপার বাছাই করা উচিত নয়। বহু মানুষ টেস্ট পেপারের কোম্পানির নাম দেখে টেস্ট পেপার (WBCHSE HS Test Paper) কিনে নেন কিন্তু এক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতি নিতে গিয়ে অসুবিধার সঞ্চার হতে হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে টেস্ট পেপারের (Test Paper) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাই কোম্পানির নাম না দেখে WBCHSE HS Test Paper ভেতরে কোন কোন স্কুলের প্রশ্ন রয়েছে সে গুলি ভালো করে দেখে কেনা উচিত। অনেক পড়ুয়া আছেন যারা টেস্ট পেপারে গুরুত্ব বোঝেন না। মনে করেন মানে বই বা টিউশনের নোটস গুলি পড়লেই উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করা যায়। কিন্তু এই যুক্তিটি একদমই ভুল। উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে টেস্ট পেপার এর প্রশ্ন গুলো প্রতিদিন অনুশীলন করা অত্যন্ত প্রয়োজনীয়।
কিছু কিছু কোম্পানির টেস্ট পেপার রয়েছে যারা টেস্টের প্রশ্ন না দিয়ে মডেল সেটের প্রশ্ন উত্তর দিয়ে দেয় এক্ষেত্রে এই WBCHSE HS Test Paper বর্জন করে যে টেস্ট পেপার গুলিতে বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন দেওয়া আছে সে গুলি দেখে কিনবেন। টেস্ট পেপার কেনার সময় দেখে নেবেন যে বিভিন্ন জেলার নামকরা স্কুল এবং রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুল গুলির টেস্টের প্রশ্নপত্র রয়েছে কিনা। এই ধরনের স্কুলের প্রশ্ন গুলি অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। সায়েন্স, আর্টস এবং কমার্স শাখার জন্য কোন টেস্ট পেপারটি ভালো সেটি দেখে নেওয়া যাক।
সায়েন্স বিভাগ (Science Stream)
যে সমস্ত ছাত্রছাত্রীরা সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক শাখায় পড়াশোনা করছেন তাদের জন্য বলি যে টেস্ট পেপার কেনার আগে বাজারে যে কটি টেস্ট পেপার বেরিয়েছে সে গুলি দেখে কোনটি ভালো মানের টেস্ট পেপারটা নির্বাচন করা উচিত। WBCHSE HS Test Paper কেনার আগে শিক্ষকের পরামর্শ নেওয়া উচিত যে কোন টেস্ট পেপারটি ভালো সেই বিষয়ে।
আর্টস বিভাগ (Arts Stream)
আর্টস বিভাগের ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য টেস্ট পেপার কেনার আগে দেখে নেবেন যে আর্টস বিভাগের জনপ্রিয় স্কুল গুলির প্রশ্নপত্র দেওয়া আছে কিনা। যে WBCHSE HS Test Paper ওই স্কুল গুলির প্রশ্নপত্র দেওয়া আছে সে গুলোই দেখে টেস্ট পেপারটি কিনবেন।
আধার কার্ডের বদলে, চালু হলো এই কার্ড। সকল সুবিধা পেতে এইভাবে আবেদন করুন।
কমার্স বিভাগ (Commerce Stream)
বাণিজ্য বিভাগের টেস্ট পেপার গুলির মধ্যে সব থেকে সেরা টেস্ট পেপার হল BB Kundu টেস্ট পেপার। টেস্ট পেপারটি সকল বাণিজ্য শাখার পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WBCHSE HS Exam) অনুশীলনের জন্য কিনতে পারেন। আর আপনারা অবশ্যই কেনার আগে দেখে বুঝে কিনবেন।
উপরোক্ত টেস্ট পেপার গুলো একাধিক স্কুলের বিশিষ্ট শিক্ষক মন্ডলীর দ্বারা মনোনীত। এই বিষয়ে মতভেদ থাকতে পারে। কোনও রকম প্রচার EK24 News এর লক্ষ্য নয়।
Written By Nupur Chattopadhyay.