আমাদের দেশে আপার কার্ড বা APAAR Card নামক এক নতুন সরকারি নথিপত্র শুরু হল। তাহলে কি আবার লাইনে দাঁড়াতে হবে সকল দেশবাসীকে? বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে ভারতবর্ষের মানুষের সব থেকে বড় পরিচয় হল আধার কার্ড। আধার কার্ড (Aadhaar Card) ছাড়া বর্তমান সময়ে কোনো সরকারি অফিসিয়াল কাজ হয় না। সিম কার্ড (SIM Card) কেনা থেকে ব্যাংকের বা পোস্ট অফিসের একাউন্ট (Post Office Account) খুলতে গেলে আধার কার্ডের ব্যবহার অপরিহার্য।
New APAAR Card Apply Process In India.
আধার কার্ডের সাথে ভোটার কার্ড (Voter Card) এবং রেশন কার্ডের (Ration Card) লিংক করার কাজটি শেষ হয়েছে। আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক করার ফলে একজন ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে রেশনের ব্যবস্থা উপভোগ করতে পারবেন। তবে শিশুদের জন্য আধার কার্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে APAAR CARD. কি এই আপার কার্ড? এই আপার কার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য আর্টিকেলটি ভালো করে পড়ুন।
What is the full form of apaar card?
APAAR CARD এর ফুলফর্ম হল Automated Permanent Academic Account Registry. এই কার্ড করলে প্রত্যেক পড়ুয়ার এক অভিন্ন তথা ইউনিক নম্বর রেজিস্টার হবে। আর সেই নম্বর দিয়ে ছাত্র ছাত্রীদের যাবতীয় তথ্য পাওয়া যাবে। আর এর ফলে সরকারী সাহায্য ও বিভিন্ন প্রকল্প ও স্কলারশিপের টাকা সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে সুবিধা হবে।
What is APAAR Card?
এই আপার কার্ডের মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রীর পরিচয় এর সাথে একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত তথ্য পাওয়া যাবে। একটি শিশু যখন প্রাথমিক স্কুলে ভর্তি হবে তখন তার নামে APAAR কার্ড তৈরি হবে। আপার কার্ড জারি করবে স্বয়ং শিক্ষা মন্ত্রণালয়। আপার কার্ড এর মধ্যে শিশুর সমস্ত পরিচয় বিদ্যালয়ের রিয়াল টাইম ডেটা সংরক্ষিত থাকবে।
What is the use of Apaar ID card?
এই কার্ডের মাধ্যমে শিশুর একাডেমিক রেকর্ড কেমন সেই বিষয়ে পর্যবেক্ষণ করতে পারবে কেন্দ্র সরকার। শিক্ষার্থী স্কুলে ভর্তি হওয়া, ড্রপ আউট হওয়ার সমস্ত বিবরণ এক পোর্টালের মধ্যে সংরক্ষিত থাকবে। পাশাপাশি APAAR Card মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় জানতে পারবে যে এই শিক্ষার্থীটি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে বা শিক্ষার্থীটি কোনো বৃত্তিমূলক কোর্স করেছে কিনা, এছাড়াও একাডেমিক স্কোর সম্পর্কে নানা তথ্য জানা যাবে এই কার্ডের মাধ্যমে।
Apaar Card for Students
APAAR CARD আধার কার্ডের মতো ১২ ডিজিটের একটি নম্বর থাকবে। আবার এটি আধার কার্ডের সাথে লিঙ্ক (Aadhaar Card Link) থাকার ফলে ছাত্র ছাত্রীদের পরিচয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। ভারতে অবস্থিত প্রায় ১৪ লাখেরও বেশি স্কুলে অধ্যয়নরত ২৬ কোটি ৫০ লাখ শিশু এবং প্রায় ৯৫ লাখ শিক্ষকের সম্পূর্ণ পরিচয় থাকবে এই সিস্টেমের মধ্যে। সিস্টেমটি অপারেট করবে কোনো একটি সরকারি সংস্থা।
পশ্চিমবঙ্গে আর কেউ বেকার থাকবে না। ঘরে ঘরে চাকরি! ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের।
আর এই সিস্টেমের মধ্যে সমস্ত পরিচয় থাকলে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করাও খুবই সহজ সাধ্য হয়ে উঠবে। যারা এখনো ঘরের শিশুটির জন্য আপারকার্ণ করাননি তারা অতি শীঘ্রই এই APAAR Card করার ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু কবে থেকে এই পরিচয়পত্র দেশের বা রাজ্যের সকল স্কুলে তৈরি শুরু হবে সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। এই অপেক্ষায় রয়েছেন সকলে।
এই ধরনের গুরুত্বপুর্ন তথ্যের জন্য EK24 News ফলো করুন।
Written by Nupur Chattopadhyay.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার?