রান্নার গ্যাস বুকিং বা Gas Cylinder Booking এর নিয়ম নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানতে পাওয়া গেল। আগামী মাস তথা জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এই নিয়ম সমগ্র দেশে শুরু হতে চলেছে। নতুন বছরের সাথে অনেক বিষয়েই নতুন নিয়ম চালু হবে। এবার Gas Cylinder Booking এবং ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে চলেছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই নতুন নিয়মে গ্যাস ডেলিভারি নেওয়ার ফলে গ্যাসের কানেকশন নিয়ে কারচুপি রোধ করা যাবে।
Gas Cylinder Booking New Rule.
তবে আজকে গ্যাস সিলিন্ডার ডেলিভারি এবং Gas Cylinder Booking এর বিষয়ে নতুন যে নিয়ম চালু হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেব এই আর্টিকেলের মাধ্যমে। গ্যাস বুকিং (LPG Gas Booking) এর যে নতুন নিয়ম চালু হতে চলেছে এই মাসের মধ্যে আপনাকে সেই বিষয় গুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে হবে। কারণ এই বিষয়গুলিকে যদি আপনি রপ্ত না করতে পারেন সে ক্ষেত্রে গ্যাস বুকিং করতে আপনার বেশ সমস্যার সম্মুখীন হতে হবে।
কেন্দ্রীয় সরকার ডিসেম্বর মাসটা ছাড় দিলেও জানুয়ারি মাস থেকে নতুন নিয়মেই গ্যাস বুকিং এবং ডেলিভারি নিতে হবে। রান্নার বা বাড়ি হোক, হোটেল, রেস্তোরাঁ, বর্তমানে সর্বত্রই জ্বালানির মূল উৎস হয়ে উঠেছে গ্যাস। এবার এই গ্যাস ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে। Gas Cylinder Booking এর নিয়মটা মোটামুটি একই থাকছে। বদলে যাচ্ছে গ্যাস ডেলিভারি নেওয়ার নিয়মটা।
প্রথমে আপনাকে ডিলারের কাছে গিয়ে নিজের আধার কার্ড সহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। Gas Cylinder Booking এর নিয়ম আগের মতই থাকছে। যেমন ধরুন আপনি যেমন আগে নিজের ফোন বা ওয়েবসাইট বা ডিলার এর কাছে গিয়ে গ্যাস যেমন ভাবে বুক করতেন ওই ভাবেই বুক করতে পারছেন। কিন্তু নিয়ম বদলে যাচ্ছে ডেলিভারি নেওয়ার সময়। ডেলিভারি নেয়ার সময় যার নামে গ্যাস থাকবে সেই ব্যক্তির বায়োমেট্রিক তথ্য যাচাই করিয়ে তবেই ডেলিভারি বয় গ্যাস ডেলিভারি দেবে।
আগের নিয়ম অনুসারে যে কারোর নামে গ্যাস থাকুক না কেন পরিবারের যে কোনো ব্যক্তি মোবাইলটি নিয়ে Gas Cylinder Booking করতেন। ডেলিভারির সময় যার নামে গ্যাসের কানেকশন থাকতো সেই ব্যক্তি না উপস্থিত থাকলেও গ্যাস ডেলিভারি (LPG Gas Delivary) নেওয়া যেত। এবার নতুন নিয়মের ফলে যার নামে গ্যাসের কানেকশন রয়েছে সেই ব্যক্তিকে উপস্থিত থাকতেই হবে। কারন সেই ব্যক্তির আঙ্গুলের ছাপ এবং মুখ মণ্ডল স্ক্যান করে বায়োমেট্রিক তথ্য যাচাই করার পরে ডেলিভারি বয় গ্যাস ডেলিভারি দেবে।
আর যদি বায়োমেট্রিক তথ্য না মেলে সে ক্ষেত্রে গ্যাস ডেলিভারি পাওয়া যাবে না। পরিশেষে বলি যাদের রান্নার গ্যাসের কানেকশন (LPG Gas Connection) রয়েছে তাদের এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই এই নিয়ম লাগু হতে চলেছে যাদের উজ্জ্বালা যোজনার গ্যাস (Ujjwala Yojana LPG Gas) আছে তাদের ক্ষেত্রে অর্থাৎ ভারতবর্ষে দশ কোটি মহিলারা যে উজ্জ্বালা গ্যাস ব্যবহার করছেন তাদের এবার নতুন নিয়মে গ্যাস ডেলিভারি পেতে হবে।
কৃষকদের জন্য সুখবর অকাল বৃষ্টিতে, যাদের ফসলের ক্ষতি হয়েছে। তাদের ক্ষতিপূরণ দেবেন মমতা।
আর এই নতুন পদ্ধতি ও নিয়ম মেনেই সকলকে এই Gas Cylinder Booking করতে হবে এবং নতুন বছরে সকলকে এই নতুন নিয়ম মেনেই চলতে হবে। আর আপনারা এই সম্পর্কে এখন থেকেই প্রস্তুত হন এবং নিজেদের গ্যাস ডিলারদের (LPG Gas Dealer) কাছে গিয়ে আরও বিস্তারিত জেনে নিন। কারণ অনেক বাড়িতেই কর্তাদের নামে গ্যাস থাকে আর তারা কাজে চলে গেলে হয়তো এই গ্যাস পেতে কোন সমস্যা হতে পারে।
Written By Nupur Chattopadhyay.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার
বুঝতে পারছি এমন সিদ্ধান্ত কোন বোকা… না না, এর পরে আর কোন শব্দ ব্যবহার করে সেই শব্দের অপমান করতে চাই না। তো যে টা বলছিলাম, জানি না কোন আকাট, মূর্খদের এমন পাতা খোর খাওয়া বুদ্ধি, যদি কোন ব্যক্তি কাজের সূত্রে বাইরে বা অফিসে থাকে, বা অনেকেই প্রাইভেট সংস্থায় চাকরি করেন, তারা গ্যাস ডেলিভারি দেওয়ার সময় কি ভাবে উপস্থিত থাকতে পারবেন? গ্যাস ডেলিভারি দেওয়ার দিন তিনি কি সরকারি বা বেসরকারি যেকোন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, ঐ দিন কি ছুটি পাবেন? কানা ভক্ত বাঁদর গুলোর কি বক্তব্য? প্রত্যেক ব্যক্তি গ্যাস ডেলিভারি দেওয়ার সময় উপস্থিত থাকতে হলে ওনার ছুটি ঘোষণা করা হবে? গো মূত্র পান করতে করতে বুদ্ধিটাও গোবরে পরিনত হয়ে গেছে? গ্যাস ডেলিভারি দেওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না। তাহলে কর্ম সূত্রে তিনি অফিস বা বাড়ির বাইরে থাকলে গ্যাস পাবেন না? এসব মূর্খ বুদ্ধি কোন অর্বাচীন দিয়েছেন? ঘুঁটের মালা পরিয়ে নৃত্য করুন পা চাটা দালাল দের উদ্দেশ্যে বলছি। 🤣🤣🤣🤣🤣
উজ্জ্বলা গ্যাস আমার চাই।