আয়কর তথা Income Tax নিয়ে আমরা সকলেই অনেক কিছু জানি। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষের রোজগার কম হওয়ার জন্য অনেকেই এই করের আওতায় পরেন না। কিন্তু যারা এই Income Tax দেন তাদের ক্ষেত্রে অনেক ধরণের নিয়ম আছে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা দেশের ন্যায্য পাওনা দেশকে না দিয়ে কর ফাঁকি দেন। কিন্তু এবারে তাদের জন্য এক নতুন নিয়ম শুরু করলো কেন্দ্রীয় সরকার (Government Of India). আর কেন্দ্রীয় অর্থমন্ত্রক সুত্রে জানা গেছে, আগামী বছর থেকে আয়কর আইন আরও কড়া হতে চলেছে।
Income Tax Return Latest News In India.
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ডিসেম্বর মাস। এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে চলতি মাসের। ২০২৪ সাল আসতে দেরি মাত্র হাতে গোনা কয়েক সপ্তাহের। নতুন বছরের শুরুর আগেই সরকারকে যারা কর দেন সেই সমস্ত করদাতাদের (Income Tax Payers) জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি খবর। এই কাজটি যদি তারা না করেন তবে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে। বিস্তারিত খবরটি জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
এখন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। ১লা জানুয়ারি আসছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। যে সমস্ত ব্যক্তিরা সরকারকে কর দিয়ে থাকেন তাদের কাজ হল ২০২২-২৩ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন (Income Tax) অর্থাৎ আইটিআর ফাইল করা। করদাতাদের আয়কর রিটার্ন অর্থাৎ আরটিআই ফাইল করবার শেষ দিনটি হল ৩১শে ডিসেম্বর ২০২৩। ৩১শে ডিসেম্বরের মধ্যে আইটিআর ফাইল (ITR File) যদি না করা হয় সে ক্ষেত্রে করদাতাদের উপর নির্দিষ্ট পরিমাণ জরিমানা ও সাথে সুদ নেওয়া হবে।
Income Tax rules
যদি সরকারকে Income Tax দিয়ে থাকেন তাহলে চলতি বছরের ৩১ শে ডিসেম্বরের মধ্যেই আইটিআর ফাইলের কাজটি সম্পন্ন করুন। আয়কর আইনের (Income Tax Laws) ২৩৪ ধারায় বলা হয়েছে যে যদি কোনো করদাতা নির্ধারিত সময়ের পরে আয়কর রিটার্ন ফাইল করেন সে ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করার জন্য তার ৫০০০ টাকা জরিমানা হতে পারে। এছাড়াও থাকবে সুদের পরিমাণ।
তবে যে সব করদাতাদের (Income Tax) বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনকাম তাদের আয়করের নিয়ম লঙ্ঘন করার জন্য জরিমানা হতে পারে ১০০০ টাকা।জরিমানার সাথে সুদও দিতে হবে করদাতাদের। আয়কর আইনের ২৩৪ ধারাতে বলা আছে যদি কোন ব্যক্তি দেরিতে আইটিআর ফাইল করেন তবে আয়কর রিটার্ন ফাইল দেরিতে করার জন্য ওই করের উপর এক শতাংশ সুদ ধার্য হবে।
যদি কোনো Income Tax দাতা ৩১ শে ডিসেম্বর তারিখটি মিস করেন তবে তার উপর জরিমানা এবং সুদ উভয়ই ধার্য করা হবে। পরবর্তী ২৪ মাসের মধ্যেই ওই করদাতা সংশ্লিষ্ট বছরের জন্য আইটিআর ফাইল করতে পারবেন। একজন করদাতা যদি নির্ধারিত তারিখের ২৪ মাসের মধ্যে ইনকাম ট্যাক্স ফাইল না করতে পারেন সে ক্ষেত্রে তিনি এই আর্থিক বছরের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (Income Tax Returen e-filing) আর করতে পারবেন না।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক পরিবারের কতজন মহিলা টাকা পাবে? বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।
যদি আয়কর বিভাগ থেকে ফাইলটি করার নোটিশ পান তবেই তিনি ফাইলটি দাখিল করতে পারবেন। ওই ব্যক্তিটি যদি কেন নির্ধারিত সময়ের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দাখিল করতে পারেননি সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আয়কর দপ্তরের (IT Department) কাছে আবেদন করেন সে ক্ষেত্রে তার আবেদনটি মঞ্জুর হতে পারে। ওই করদাতাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ভালো পরিমাণের সুদ দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দাখিল করতে হবে।
Written By Nupur Chattopadhyay.
প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পাবে ফ্রিতে টেস্ট পেপার। কবে থেকে
ভারতের মত দরিদ্র দেশের অর্থমন্ত্রি ট্যাক্স সংক্রান্ত বিষয়ে যে ভাসায় কথা বলছেন,দেখে মনে হবে উনি এবং উনার মোদি সরকার ছেঁড়া কাঁথায় শুয়ে জাদুগর সাজছেন।দেশের বেকারত্য ঘোচাতে পারে না,সাধারণ মানুষের অভাব অনটন ঘোচাতে পারে না,শুধু বাতেলা মেরে সাধারণ নাগরিক কে ধোকা দিয়ে যাচ্ছে।যে দেশের মানুষ প্রাণ টিকিয়ে রাখার জন্য রেশনের লাইনে হা হুতাশ করে,আর সেই দেশের প্রধানমন্ত্রী ও অন্যান্যরা গায়ে লক্ষ লক্ষ টাকার কোট চাপিয়ে দামি দামি গাড়ির মধ্যে ঘুরে বাতেলা মারে । বহুল সম্পদে ভূষিত ভারতের মানুষকে কেন রেশন নির্ভর হতে হচ্চে?কেন দুমুঠো অন্ন জোগাড় করতে হিমসিম খেতে হয়?কেন বেকারত্য বাড়ছে?কেন কর্মসংস্থান এর পরিকাঠামো অপরিজাপ্ত করা যাচ্ছে না?বিচার ব্যবস্থায কেন অর্থের দালালি হয়?দোষী ছাড়া পায় কোন বিচারে?
মোট জনসংখ্যার কয়েক শতাংশ কর্মচারীর উপর ট্যাক্স এর লাঠি ঘুরানো,এটা কোন বাহাদুরির লক্ষণ?আসল কাজে মন দিলে ভারত উন্নত হতে পারে ।
ভারতের মতো গরীবের দেশে যেখানে একজন মানুষ রেশনে গম পান না সেখানে inome tax নিয়ে এত কড়াকড়ি ঠিক নয়। দেশের উন্নয়ন অবশ্যই চাই সেটা প্রকৃত উন্নয়ন হোক। রেশন কার্ড প্রতি চাল গম সম পরিমাণ দেওয়া হোক। এক দেশ ,এক আইন ,এক রেশন ব্যবস্থা ধার্য্য হোক। বিভিন্ন কার্ড সাদা,লাল,নীল ,সবুজ ইত্যাদি বাতিল হোক । জনগণের সম অধিকার চালু হোক । Income tax file return নিয়ে এত কড়াকড়ি ঠিক নয়। বছরে ৫ লাখ টাকা ইনকাম যাতে সকলের হয় সেই বিষয়ে সরকার নজর দিক তারপর income tax নিয়ে কড়াকড়ি হোক।