সকল পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য Nabanna Scholarship বা নবান্ন স্কলারশিপ নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে। ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে একটি বড় ধরনের সুখবর। মাধ্যমিক পাশ (Madhyamik Passed) করা ছাত্র ছাত্রীদের রাজ্য সরকার এবার একটি স্কলারশিপ দিতে চলেছে। স্কলারশিপটির নাম দেওয়া হয়েছে নবান্ন স্কলারশিপ। মূলত আর্থিকভাবে অভাবী এবং মেধার দিক থেকে এগিয়ে থাকা ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্যই রাজ্য সরকার এই স্কলারশিপটি (Government Scholarship) প্রদান করতে চলেছে।
West Bengal Nabanna Scholarship 2023.
কারা কারা এই Nabanna Scholarship এর জন্য আবেদন করতে পারবে? আবেদনের পদ্ধতি কি? আবেদন করার জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে? এই সমস্ত কিছুর উত্তর পেতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। পশ্চিমবঙ্গে বহু ছাত্র ছাত্রী আছে যারা পড়াশোনায় অত্যন্ত দক্ষ কিন্তু আর্থিক সঙ্গতি না থাকার কারণে বেশিদিন পড়াশুনা চালিয়ে যেতে পারে না। এক সময় অর্থনৈতিক অবস্থার জন্য তাদের পড়াশুনা বন্ধ হয়ে যায়।
বিশেষত এই সমস্ত পড়ুয়াদের কথা মাথায় রেখে রাজ্য সরকার Nabanna Scholarship দেওয়ার ঘোষণা করেছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশের পর উচ্চশিক্ষার জন্য ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারে। নবান্ন স্কলারশিপের আবেদনের যোগ্যতা, নবান্ন স্কলারশিপের আবেদন জানানোর জন্য ছাত্র ছাত্রীদের কিছু যোগ্যতা থাকতে হবে সে গুলি হল।
- ছাত্র বা ছাত্রীটিকে পশ্চিমবঙ্গের (West Bengal) স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পড়ুয়াদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় পড়ুয়াতের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
- পড়ুয়ার নামে নিজস্ব একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে কারণ Nabanna Scholarship টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে যাবে।
কিভাবে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করা যাবে (How To Apply Nabanna Scholarship)
১) নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে www.cmrf.wb.gov.in এই সাইটে ভিজিট করতে হবে।
২) এরপর আবেদন ও রিনিউয়াল করার অপশনে গিয়ে ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করবেন।
৩) সমস্ত তথ্য ইনপুট করা হলে আবেদন সমাপ্ত করার জন্য সাবমিট অপশনে ক্লিক করবেন।
নবান্ন স্কলারশিপে আবেদনের নথিপত্র (Nabanna Scholarship Apply Document)
১) আধার কার্ডের কপি।
২) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ করা রেজাল্টের কপি।
৩) পারিবারিক আয়ের সার্টিফিকেটের কপি।
৪) ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি।
৫) একটি পাসপোর্ট মাপের ছবি।
এবারের মাধ্যমিক পরীক্ষা AI প্রযুক্তির ব্যবহার। পরীক্ষার্থী ও শিক্ষকদের এলার্ট করলো মধ্যশিক্ষা পর্ষদ।
নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক করার পদ্ধতি (Nabanna Scholarship Status Check)
১) এই স্কলারশিপটির স্ট্যাটাস চেক করতে হলে প্রথমে www.cmrf.wb.gov.in সাইটে যেতে হবে।
২) হোমপেজে গিয়ে ‘Applicant Services’ অপশনের অন্তর্গত ‘Check Application Status’ অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর যেখানে স্কলারশিপের রেজিস্ট্রেশন নম্বার ইনপুট করতে বলা আছে সেখানে সেটি নির্ভুলভাবে ইনপুট করুন। রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি যথাস্থানে পূরণ করুন।
৪) সিকিউরিটি কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পাওয়া যাবে। Written by Nupur Chattopadhyay.