আমরা প্রত্যেকেই কিছু না কিছু টাকা বিনিয়োগ করি বিভিন্ন অর্থলগ্নি সংস্থার একাধিক সঞ্চয় প্রকল্পে (Savings Scheme). কিন্তু সঠিক তথ্য না থাকার জন্য আমরা বুঝে উঠতে পারি না যে কোন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করলে আমাদের সুদূর ভবিষ্যতে বেশি লাভ হবে। ব্যাংক, পোস্ট অফিস তো আছেই, এরই সঙ্গে এখন কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফেও নানান ধরণের নতুন Savings Scheme ba সঞ্চয় প্রকল্প নিয়ে আসা হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে। প্রতিটি মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনের সময় অর্থই মানুষকে সাহায্য করে অন্য কেউ নয়।
Mahila Samman Savings Scheme Certificate Benefits
সেই জন্য প্রতিটি মানুষই নানান ধরনের স্কিম করে থাকে যাতে প্রয়োজনের সময় তারা টাকাটি ব্যবহার করতে পারে। প্রয়োজনের সময় মানুষর যাতে আর্থিক সহায়তা পায় সেই কারণে সরকার যে সমস্ত সঞ্চয় প্রকল্প (Savings Scheme) চালু করেছে তার মধ্যে জনপ্রিয় স্কিম হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC) স্কিম। এই স্কিমের মাধ্যমে মহিলারা ২ বছরের জন্য অর্থ জমা রাখতে পারেন। দু’বছর পর তারা মোটা অংকের টাকা সুদ সমেত ফেরত পাবেন। এই স্কিমের বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কোথায় আবেদন করবেন?
প্রতিটি মহিলা ব্যাংকে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে মহিলা সম্মান সেভিংস স্কিম (Mahila Samman Savings Certificate Scheme) করতে পারেন। নাবালিকাদেরও এই একাউন্ট খোলা যায়। তবে সে ক্ষেত্রে মেয়েদের অভিভাবকরা একাউন্টটি ওপেন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, কোনও ব্যাক্তি বেশি সুদ পেতে চাইলেও নিজের পরিবারের কন্যা বা মহিলাদের নামে এই একাউন্ট করতে পারেন।
Mahila Samman Savings Certificate Calculator
বর্তমান সময়ে এই স্কিমে ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে৷ স্কিমের মাধ্যমে ব্যক্তিরা ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবে অর্থাৎ মহিলারা ন্যূনতম ৫০ হাজার টাকা জমা রাখতে পারবে এই Savings Scheme এর মাধ্যমে আর সর্বোচ্চ জমা রাখা যাবে ২ লক্ষ টাকা।
এবার দেখে নেওয়া যাক কিভাবে এই স্কিমের Savings Scheme এর হিসাবটি নির্ণয় করা হয়। ২০২৩ সালের মহিলা সম্মান সেভিংসের সুদ অনুযায়ী ৫০ হাজার টাকা জমা রাখলে ২ বছর পর ৭.৫ শতাংশ হারে পাওয়া সুদ আসল সমেত পাওয়া যাবে ৫৮,০১১ টাকা অর্থাৎ ২ বছরের সুদ পাওয়া যাবে ৮০১১ টাকা ৷ এই হিসাব অনুযায়ী যদি কেউ ১ লক্ষ টাকা এই স্কিমে জমা রাখেন তবে ২ বছর পর টাকাটি ম্যাচিওর (Savings Scheme Maturity) হলে পাওয়া যাবে ১,১৬০২২ টাকা।
আবার অপরদিকে ১,৫০,০০০ টাকা জমার ক্ষেত্রে পাওয়া যাবে ১,৭৪,০০০ টাকা। ২ লক্ষ টাকা ইনভেস্ট করলে সে ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৩২,০৪৪ টাকা। তাহলে দেখা যাচ্ছে ২ লক্ষ টাকার ক্ষেত্রে ২ বছর পর রিটার্ন পাওয়া যাবে ২,৩২,০৪৪ টাকা। কেউ যদি চায় ম্যাচিওরের আগে তার জমানো টাকা তুলতে তবে ১ বছর পর টাকা তোলা যেতে পারে। তবে সে ক্ষেত্রে Mahila Samman Savings Scheme এর পুরো টাকাটি তোলা যাবে না টাকার মাত্র ৪০ শতাংশ তোলা যেতে পারে।
পশ্চিমবঙ্গের শিক্ষকদের চাকরির নতুন নীতিমালা। জানুয়ারি থেকে চালু হচ্ছে।
যদি একাউন্ট হোল্ডারের মৃত্যু ঘটে বা অসুস্থ হয়ে পড়ে সে ক্ষেত্রে ছয় মাস পর একাউন্টটি বন্ধ করা হবে। তবে সে ক্ষেত্রে সুদের পরিমাণ ২ শতাংশ কম দেওয়া হবে। এই স্কিমটি ব্যাংক (Bank) বা পোস্ট অফিসে (Post Office) খোলা যেতে পারে। Savings Scheme একাউন্ট খোলার সময় গ্রাহকের আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ছবি প্রভৃতি প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে।
আরও বিস্তারিত জানতে নিকটবর্তী ব্যাংক বা পোষ্ট অফিসে যোগাযোগ করুন। এবং নিচে কমেন্ট করতে পারেন।
এবং প্রতিদিন গুরুত্বপুর্ন খবর ও অর্থনৈতিক পোস্ট পেতে EK24 News ফলো করুন।
Written by Nupur Chattopadhyay.
মাত্র 5000 টাকায় পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে, সারাজীবন সুখে কাটান।