পশ্চিমবঙ্গের সকল শিক্ষকদের পদোন্নতি বা West Bengal Teacher Promotion নিয়ে এক নতুন খবর জানতে পাওয়া গেছে। প্রতিটি ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ গড়ার কাজে যে মানুষটির সব থেকে বড় ভূমিকা থাকে তাহলে শিক্ষক। অচেনা এক পৃথিবীর সঙ্গে ছাত্রদের পরিচয় ঘটায় একজন শিক্ষক বা শিক্ষিকা। একজন শিক্ষক বা শিক্ষিকা এই কাজে যুক্ত হয়ে সারা জীবন একই পদে রয়ে যান। অবসর গ্রহণের সময়ও তারা সহকারী শিক্ষক বা শিক্ষিকা হিসেবেই অবসর নেন।
Teacher Promotion News In West Bengal.
অপরদিকে কিন্তু প্রতিটি কলেজের প্রফেসরের পদোন্নতি হয়। প্রফেসরদের পদোন্নতি হওয়ার পরও কেন শিক্ষকদের কোনো পদোন্নতি (Teacher Promotion) হয় না? এই প্রশ্ন ছিল আমাদের সকলের মনে। বহু শিক্ষকও এই বিষয়ে সংগ্রাম চালিয়েছেন। অবশেষে তাদের এই সংগ্রামের ফলাফল আসতে চলেছে। এবার শিক্ষকদের পদোন্নতির কথা ভাবছে রাজ্য সরকার। খুব শীঘ্রই প্রকাশিত হবে এর বিজ্ঞপ্তি।
ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের পথ সুদৃঢ় করার কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করেন তারা হলেন শিক্ষক। কিন্তু শিক্ষক এবং প্রফেসরদের মধ্যে পদোন্নতি (Teacher Promotion) করার ভাগাভাগি কেন হবে। প্রফেসরদের যদি পদোন্নতি হয় তাহলে শিক্ষকদেরও পদোন্নতি করানো উচিত। এই নিয়ে একদল শিক্ষকদের বহুদিনের দাবি হল প্রফেসরদের মতো তাদেরও সমান গুরুত্ব দিতে হবে। একজন প্রফেসর কলেজে চাকরি পাওয়ার পরে তার কাজের অভিজ্ঞতা, জার্নাল পাবলিশ প্রভৃতির ভিত্তিতে একজন প্রফেসরের পদোন্নতি হয়।
প্রথমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপর অ্যাসোসিয়েট প্রফেসর তারপর প্রফেসরের পদে উন্নীত হয়। কিন্তু স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে এমন কোনো পদোন্নতি হয় না। শিক্ষকদের এবার পদোন্নতি করানোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). খুব তাড়াতাড়ি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। নবান্ন থেকে খবর পাওয়া গেছে শিক্ষকদের পদোন্নতির (Teacher Promotion) জন্য রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে।
ওই কমিটির সদস্যরা অক্টোবর মাসে রাজ্য সরকারের কাছে শিক্ষকদের পদোন্নতি (Teacher Promotion) করার ব্যাপারে রিপোর্ট পেশ করেছে। ওই কমিটির এক সদস্য সংবাদ মাধ্যমকে বলেছেন প্রফেসরদের পদোন্নতি যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন মেনে হয় ঠিক তেমন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের Academic Performance Indicator এর উপর ভিত্তি করে স্কুলের শিক্ষকদের পদোন্নতি করার কথা চিন্তা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
LPG Gas Subsidy – রান্নার গ্যাসে ভর্তুকি পেতে নতুন নিয়ম চালু। এই কাজ না করলে ব্যাংকে টাকা ঢুকবে না।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রফেসরদের পদোন্নতির ক্ষেত্রে যেমন অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন গবেষণাপত্র প্রকাশ, লেকচারাল প্যাটার্ন এক্সপেরিয়েন্স, বিভিন্ন বিদেশি রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টাল জার্নাল পড়া প্রভৃতি বিষয় গুলিকে গুরুত্ব দেওয়া হয়। অপরদিকে শিক্ষকদের পদোন্নতির (Teacher Promotion) ক্ষেত্রে দেখা হবে শিক্ষকদের বই লেখার অভিজ্ঞতা, শিক্ষক শিক্ষিকার ক্লাস পরিচালনা পদ্ধতি, নির্দিষ্ট বিষয়ের শিক্ষকটি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকছেন কিনা প্রভৃতি বিষয় গুলি।
Written By Nupur Chattopadhyay.
House Rent Rules – পশ্চিমবঙ্গে বদলে গেল বাড়ি ভাড়ার নিয়ম। বাড়ির মালিকের জুলুমের দিন