পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নিয়ম বা Primary School Admission এর ক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে চলেছে বলে এক জরুরি খবর জানতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকেরই শিক্ষার্থী জীবনের প্রথম ধাপ হল প্রাথমিক স্কুল (Primary School). আর আমাদের দেশে বা রাজ্যে বেশিরভাগ পড়ুয়ারাই সরকারি বিদ্যালয়ে (Government School) ভর্তি করিয়ে থাকে। আর এই কারণের জন্য সরকারের তরফে অনেক ধরণের নতুন নতুন সুবিধাও দেওয়া শুরু হয়েছে এই খুদে পড়ুয়াদের জন্য।
Primary School Admission New Rule In West Bengal.
চলতি বছরের মার্চ মাসের দিকে আমরা দেখেছিলাম স্কুল শিক্ষা দপ্তর (WB Education Department) নিয়ম করেছিল সরকারি প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়াতে গেলে কোনো পরীক্ষা দিতে হবে না। সম্প্রতি স্কুলে ভর্তি সংক্রান্ত আরো কিছু নির্দেশিকা প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। এবার থেকে প্রাইমারি স্কুলে ভর্তির বা Primary School Admission সময় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছে স্কুল শিক্ষা দপ্তর।
প্রাইমারি স্কুলে ভর্তি সংক্রান্ত নিয়মাবলীকে (Primary School Admission Guidelines) সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। গত মঙ্গলবার অর্থাৎ ১৪ ই নভেম্বর স্কুল শিক্ষা দপ্তর ভর্তির নিয়মাবলী সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাইমারি স্কুলে ভর্তির সময় ১০% আসন সংরক্ষিত থাকবে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য।
এই আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে রয়েছে তফসিলি জাতির ২২ শতাংশ, তফসিলি জনজাতিরা ৬ শতাংশ, অনগ্রসর শ্রেণি (A) এর ১০ শতাংশ, অনগ্রসর শ্রেণি (B) এর জন্য ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এর আগে স্কুলে ভর্তি সময় (Primary School Admission) সংরক্ষিত শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণের দাবি তুলেছিল স্কুল শিক্ষা দপ্তর। কিন্তু বেশ কিছু সমস্যার জন্য এতদিন এই বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেনি স্কুল শিক্ষা দপ্তর। এবার সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা।
আসন সংরক্ষণের পাশাপাশি বিজ্ঞপ্তিতে ছাত্র ছাত্রীদের বয়সের কথা উল্লেখ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে শিক্ষার অধিকার আইন বা Education For All (২০০৯) অনুসারে ৬ থেকে ১৪ বছর বয়সী পড়ুয়ারা প্রাথমিক স্কুলের নির্দিষ্ট ক্লাসে ভর্তি (Primary School Admission) হতে পারবে। সক্ষম শিক্ষার্থীরা ৬ থেকে ১৮ বছর বয়সের মধ্যে স্কুলে ভর্তি হতে পারবে। ২০২৪ সালে প্রাক-প্রাথমিকে (Pre Primary) ভর্তি হওয়ার জন্য ছাত্র ছাত্রীদের বয়স হতে হবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে।
কোন শ্রেণীতে ভর্তি (Primary School Admission) হতে গেলে কত বছর বয়স লাগবে তা জানিয়ে দেওয়া হল। প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬-৭ বছর, দ্বিতীয় শ্রেণিতে ৭-৮ বছর, তৃতীয় শ্রেণিতে ৮-৯ বছর, চতুর্থ শ্রেণিতে ৯ থেকে ১০ বছর, পঞ্চম শ্রেণিতে ১০ থেকে ১১ বছর, ষষ্ঠ শ্রেণিতে ১১ থেকে ১২ বছর, সপ্তম শ্রেণিতে ১২ থেকে ১৩ বছর, অষ্টম শ্রেণিতে ভর্তি হতে ১৩ – ১৪ বছর।
Written By Nupur Chattopadhyay.
Primary TET Exam – টেট পরীক্ষায় কড়া নিয়ম চালু। দুর্নীতি রুখতে বায়োমেট্রিক পদ্ধতি। এবার