ভারতবর্ষের নাগরিকদের কাছে সব থেকে বড় পরিচয়পত্র হলো আধার কার্ড। এবারে এই Aadhaar Card Update বা আধার কার্ড আপডেট নিয়ে বড় খবর সামনে আসছে। আধার কার্ডের মধ্যে একটি ১২ ডিজিটের নম্বর (Aadhaar Card 12 Digit Number) থাকে, ব্যক্তি বিশেষে এই নম্বরটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা সকলেই জানি এই নম্বরের গুরুত্ব অপরিসীম। ব্যাংক বা পোস্ট অফিসে একাউন্ট (Post Office Account) খোলা বলুন বা নতুন ফোনের কানেকশন নেওয়া হোক বা এই আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজ এখন হয় না। বর্তমান সময়ে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক (Aadhaar Ration Link) করা হয়েছে।
10 Years Old Aadhaar Card Update News In India.
প্রধানমন্ত্রীর ‘এক দেশ এক রেশন’ (One Nation One Ration Card) প্রকল্পের মাধ্যমে Aadhaar Card এর সাথে রেশন কার্ডের লিংক করার ফলে একজন ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে রেশনের সুবিধা উপভোগ করতে পারবেন। এবার এই আধার কার্ডের আপডেটের (Aadhaar Card Update) প্রয়োজন। বেশ কিছুদিন আগে UIDAI কর্তৃপক্ষ থেকে ঘোষণা করেছে যে সব ব্যক্তির আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি হয়ে গেছে তাদেরকে এই আধার কার্ডের আপডেট (Aadhaar Card Update) করাতে হবে।
আধার কার্ডের আপডেট বা Aadhaar Card Update করার শেষ সময়সীমা দেওয়া হয়েছে ১৪ ডিসেম্বর। এছাড়াও UIDAI (Unique Identification Authority Of India) কর্তৃপক্ষ থেকে এই আধার কার্ডের আপডেট করবার জন্য ৫০ টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের ১৪ তারিখের মধ্যে যে সমস্ত ভারতবাসীর আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি হয়ে গেছে তাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল আইডি অনলাইন পোর্টালের মাধ্যমে সংশোধন করার সুযোগ রয়েছে।
এই প্রক্রিয়াটি করতে গেলে প্রথমে আধার কেন্দ্রে যেতে হবে। আধার কেন্দ্রে গিয়ে ব্যাক্তিটির বায়োমেট্রিক আপডেটের (Biometric Aadhaar Card Update) জন্য আঙ্গুলের ছাপ, আইরিস প্যাটার্ন এবং অন্যান্য বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন হবে। এইসব ডেটা স্ক্যান করার জন্য আধার কেন্দ্র গুলিতে বিশেষ সরঞ্জাম ব্যবহার করার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত ভাবে বায়োমেট্রিক আপডেট এর ফলে আধার কার্ড জালিয়াতির (Aadhaar Card Fraud) হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব।
অনেক সময় আমরা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবাস করি, বিবাহের পরে মহিলাদের নাম পরিবর্তন প্রভৃতি কারণে Aadhaar Card Update করার প্রয়োজন হয়। আবার আধার কার্ড যদি হ্যাকারদের হাতে চলে আসে তবে হ্যাকাররা সেই আধার কার্ডের নম্বর নিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা লুট করতে পারে। এই সমস্ত কারণে UIDAI কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি ১০ বছর অন্তর ব্যক্তিদের আধার কার্ড আপডেট (Aadhaar Card Update Mandatory) করা বাধ্যতামূলক রয়েছে।
২০০৯ সালে ভারত সরকারের উদ্যোগে UIDAI Aadhaar Card শুরু করা হয় দেশের সকল মানুষের এক পরিচয় পত্র বানানোর উদ্দেশ্যে। আর বর্তমানে 137 কোটি 90 লক্ষ মানুষের আধার কার্ড আছে এবং এই সকল Aadhaar Card Update করাতে হবে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত এই আধার কার্ড আপডেট করতে গেলে ৫০ টাকা মূল্য ছাড়া অতিরিক্ত কোনো মূল্য ব্যক্তিদের পেমেন্ট করতে হবে না।
JIO Phone – কম দামে ভারতীয় বাজারে মোবাইল ফোন আনল JIO. দুর্দান্ত ফিচার্সের সঙ্গে আরও আকর্ষণীয় অফার।
কিন্তু আপনারা যদি Aadhaar Card Update নিজেদের কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করেন তাহলেই এই খরচ আপনাদের লাগবে না। আর নইলে যদি কোন দোকানে গিয়ে আপনারা কাজ করেন তাহলে আপনাদের কিছু খরচা করতে হবে। তাই আপনারাও আগামী ১৪ ই ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করে ফেলুন। নইলে এরপর নিয়ম আরও কঠিন হতে পারে বলে মনে করছেন অনেকে।
Written by Nupur Chattopadhyay.
Bank Holidays – ডিসেম্বর মাসে মোট 18 দিন ব্যাংক বন্ধ থাকবে। চলেছে! কোন কোন দিন ছুটি