শিক্ষা জীবনে ছাত্র-ছাত্রীদের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা বা Madhyamik Pariksha. আর এই WBBSE Madhyamik Exam এর ওপর মূলত নির্ভর করে ভবিষ্যৎ জীবনের রাস্তা। তাই শিক্ষার্থীদের সব সময় খেয়াল রাখতে হবে যাতে কোনভাবেই কোন কারনে এই পরীক্ষা খারাপ না হয়। সঠিক পরিকল্পনা, অধ্যাবসায়, প্রয়োজনীয় বই পত্র অবশ্যই জরুরি। কিন্তু তার আগেও যেটা বেশি দরকার সেটা হলো সিলেবাস সঠিকভাবে জানা। পরীক্ষায় প্রশ্ন কি আসবে সে বিষয়েই যদি জ্ঞান না থাকলো, তাহলে হাজার পড়েও তো কোন লাভ নেই।
New Syllabus For WBBSE Madhyamik Exam 2025.
কেন হঠাৎ করে এরকম কথা বলছি? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) মারফত এমনই একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। শোনা যাচ্ছে মাধ্যমিকের সিলেবাসে (Madhyamik Syllabus) নাকি বড়সড় সংশোধন আনা হয়েছে। এই বিষয়ে পর্ষদ কয়েকদিন আগেই একটি ঘোষণা করেছে। নিচে দেওয়ান দেখে নেওয়া যাক এ সম্পর্কে সব কিছু বিস্তারিতভাবে।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা আসন্ন। আর মাত্র দু মাস বাদেই হচ্ছে পরীক্ষা। যদিও এবছর গরমের ছুটি, দুর্গোৎসব এবং কালীপুজোর ছুটি ইত্যাদি কারণে স্কুল গুলি অনেকদিন ধরে বন্ধ থাকায় পড়াশোনায় বেশ ক্ষতি হয়েছে বলে শোনাচ্ছেন শিক্ষকরা। এখন হাতে সময় বড়ই কম। তাই তড়িঘড়ি সিলেবাস শেষ করতে চাইছেন তারা। এক্ষেত্রে অতিরিক্ত ক্লাস করানোর ব্যাপারেও জোর দেওয়া হয়েছে (Madhyamik Pariksha 2025).
যাই হোক এত হল ২০২৩ – ২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের কথা। কিন্তু পর্ষদ মারফত যে ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সিলেবাসের পরিবর্তন জারি হচ্ছে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪ – ২৫ বা Madhyamik 2025 বর্ষের ছাত্রছাত্রীদের সময় থেকে। পর্ষদ জানিয়েছে, অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক বিনামূল্যে দেয় সরকার। নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি এবং অঙ্ক বই দেওয়া হয় বিনামূল্যে। বাংলা ব্যাকরণ (Bengali), জীবনবিজ্ঞান (Lifescience), ভৌতবিজ্ঞান (Physical Science), ইতিহাস (History) ও ভূগোল (Geography) বই পড়ুয়াদের বাজার থেকে কিনতে হয়।
এই বই গুলো বেসরকারি সংস্থা প্রকাশ করে। ২০১৭ সালের পরে এই বই গুলোর রিভিউ হয়নি। ফলে, বইয়ের কিছু কিছু অংশ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। গত বছর একটি স্কুলের টেস্টের প্রশ্নে ‘আজাদ কাশ্মীর’ শব্দ বন্ধনী ব্যবহার নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। শিক্ষকরা জানিয়েছিলেন যে পাঠ্যবইতে নাকি ওই কথাই লেখা ছিল। এই রকম ছোটখাটো ভুল গুলিকে সংশোধন করার ব্যাপারে পর্ষদ (WBBSE Madhyamik 2025) জোর দিয়েছে এবারে।
ইতিমধ্যেই প্রকাশকদের কাছে ওই পাঁচটি বিষয়ের বিভিন্ন প্রকাশনীর ১৫০টি পুরনো বই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) প্রয়োজনীয় পরিমর্জনার নির্দেশ দিয়ে নতুন টেক্সট বুক বা টিবি নম্বর দিয়েছে। এই মাসের শেষে বাকি ১০০ টি বইয়েরও পরিমর্জনার কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ দেখা যাচ্ছে ক্ষেত্রে সিলেবাস (Madhyamik Syllabus) পরিবর্তিত হয়নি। তবে সিলেবাসে থাকা কিছু ছোটখাটো জিনিসকে Madhyamik 2025 এর আগেই সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে WBBSE পর্ষদ।
আগে যে পুরনো বই গুলি ছিল সে গুলিকে সরিয়ে সম্পূর্ণ সংশোধিত সংস্করণ পুনরায় প্রকাশ করা হবে এবং সেই বইগুলি ছাড়ার পর কিনবে প্রত্যেক ছাত্র-ছাত্রী, এমনটা জানিয়েছে পর্ষদ। নতুন এই সমস্ত বই গুলি প্রকাশিত হবে ২০২৪ থেকে ২৫ শিক্ষাবর্ষের থেকে। এব্যাপারে সভাপতি শ্রী রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, “কোন কোন জায়গায় সংশোধন প্রয়োজন সে বিষয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়ে গেছে, খুব শীঘ্রই Madhyamik 2025 এর আগে নতুন বই প্রকাশিত হবে।
JIO Phone – কম দামে ভারতীয় বাজারে মোবাইল ফোন আনল JIO. দুর্দান্ত ফিচার্সের সঙ্গে আরও আকর্ষণীয় অফার।
কিন্তু এই Madhyamik 2025 এর আগে যেই সকল বই প্রকাশিত করা হবে, সেই বইয়ের মধ্যে নতুন কি কি বিষয় নিয়ে আসা হবে সেই নিয়ে এখনো কিছু সঠিকভাবে জানানো হয়নি। কিন্তু এবারে দেখার অপেক্ষা যে এই বই সকল পরীক্ষার্থীরা কবে নিজেদের স্কুল থেকে পেতে চলেছে। কিন্তু অনেকেই মনে করছেন Madhyamik 2025 এর প্রস্তুতি ২০২৪ থেকেই শুরু হয়ে যাবে এবং এই জন্য খুব শীঘ্রই এই বই দিয়ে দেওয়া হবে।
পিছিয়ে যাবে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা! টেস্ট পরীক্ষার মধ্যেই বড় খবর।