শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য টাটা স্কলারশিপ বা Tata Scholarship নিয়ে আসা হল দেশের নামকরা বেসরকারি সংস্থা টাটা গ্রুপের (Tata Group) এর পক্ষ থেকে। এর মাধ্যমে দেশের সকল রাজ্যের পড়ুয়ারা আবেদন করতে পারবে। উচ্চশিক্ষা স্বপ্ন থাকে কম-বেশী সকলেরই। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় যে যথেষ্ট পরিমাণে অর্থ না থাকার জন্য খুব বেশিদূর পড়তে পারে না বহু মেধাবী পড়ুয়া। এমনকি বহু ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনার কথাও প্রকাশ্যে আসে।
Tata Scholarship Programme 2023.
তবে যদি স্কলারশিপ বা ফেলোশিপ প্রোগ্রামের সুযোগ পেলে তাহলে বহু ক্ষেত্রে পড়ুয়াদের আর্থিক দিক থেকে পড়াশোনা এগিয়ে নিয়ে যাবার কিছুটা সুযোগ হয়। ভারতে এমন বহু সংস্থা রয়েছে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদেরকে শিক্ষার জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করে দেয়। এবার টাটার পক্ষ থেকে পড়ুয়াদের জন্য Tata Scholarship নিয়ে এসে আর্থিক সাহায্যে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, যে সকল পড়ুয়ারা অর্থের জন্য পড়াশোনা করতে পারছেন না টাটা ক্যাপিটাল (Tata Capital Scholarship) লিমিটেডের বিশেষ বৃত্তি টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপের Tata Scholarship মাধ্যমে তারা আর্থিক দিক থেকে সুবিধা পাবে। সূত্রের খবর, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং ডিপ্লোমা ও স্নাতকের পড়ুয়াদেরকে দেওয়া হচ্ছে এই স্কলারশিপের টাকা।
Tata Scholarship এর টাকা পাওয়ার জন্য প্রার্থীর মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের পরিমাণ অবশ্যই হতে হবে নূন্যতম ৬০ শতাংশ। এই স্কলারশিপ প্রোগ্রামটির মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত পড়ুয়াদের ১২০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। এই স্কলারশিপের সুবিধা পেতে হলে প্রার্থীকে প্রথমে www.Buddy4Study.Com ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
তার পরের কাজ হচ্ছে মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলা। এরপর লগইন করে Tata Scholarship অপশনে ক্লিক করতে হবে। ‘Tata Capital Pankh Scholarship Programme’ অপশন সিলেক্ট করতে হবে। আবেদন করার জন্য কিন্তু প্রয়োজন বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি নিয়ে আলোচনা করা হল। পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ডের পাশাপাশি দরকার দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষার রেজাল্ট।
এছাড়াও, জমা করতে হবে স্কুল বা কলেজে ভর্তির প্রমাণপত্র, স্কুল কিংবা ডিগ্রি কোর্সে ভর্তির সময় প্রাপ্ত ফি এর রশিদ, ব্যাংকের ডিটেলস, বার্ষিক আয়ের সার্টিফিকেটের কপি, কাস্ট সার্টিফিকেট। আর এই সকল প্রমাণপত্র দিয়ে আবেদন করলে আপনাদের এই Tata Scholarship এ আবেদন নিশ্চিত হবে এবং আপনাদের নাম সিলেক্ট হলে আপনাদের ব্যাংকে এই টাকা পৌঁছে দেওয়া হবে। বার্ষিক সর্বচ্চো ১২ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।
Ayushman Card – এই কার্ড করলেই পাবেন 5 লাখ টাকার সুবিধা। সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে মোদী