Madhyamik HS Exam – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরি খবর! ৩ মাস আগেই জেনে নিন।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বা Madhyamik HS Exam 2024 আর মাত্র কিছু দিনের অপেক্ষা। ২ রা ফেব্রুয়ারি থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মাধ্যমিক পরীক্ষা ২০২৪ (Madhyamik Exam 2024) এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024) ১৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর এই দুই পরীক্ষা মিলিয়ে কয়েক লক্ষ পরীক্ষার্থীরা এই পরীক্ষায় নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বসতে চলেছে।

Madhyamik HS Exam 2024.

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হল একজন ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ জীবন গড়ার মূল ধাপ। এক্ষেত্রে অনেক সময় শোনা যায় তাদের আশানুরূপ পরীক্ষার ফলে ফলে বাঁধা হতে দেখা যায়। পরীক্ষার ফল খারাপ হলেও অনেক সময়ই রিভিউ করে নাম্বার বারে। এই কারণের জন্য শিক্ষক বা শিক্ষিকাদের Madhyamik HS Exam 2024 দুটি খাতা দেখার জন্যে যথেষ্ট মূল্যায়ন না করতে পারার কারনটিকে উল্লেখ করা যেতে পারে। সম্প্রতি এই সমস্যার সমাধান ঘটতে চলেছে।

এতদিন পর্যন্ত আমরা অনেক সময় দেখে এসেছি একজন শিক্ষক বা শিক্ষিকাকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি স্তরের খাতা দেখার দায়িত্ব দেওয়া হয়। এখন Madhyamik HS Exam মধ্যে ব্যবধান মাত্র কয়েকটা দিনের থাকে। আর একজন শিক্ষকের পক্ষে দুটি স্তরের খাতা দেখা নম্বর দেওয়া আবার অপরদিকে নিজের শিক্ষকতার কাজ এই সমস্ত বিষয় গুলি একসঙ্গে করা একজন মানুষের পক্ষে খুব সমস্যার কাজ হয়ে দাঁড়ায়।

সেই কারণে এবার শিক্ষানুরাগীদের ঐক্য মঞ্চ চিঠি পাঠালো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গাঙ্গুলী এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি মাননীয় চিরঞ্জিব ভট্টাচার্যকে। ওই মঞ্চের প্রার্থীদের বক্তব্য হল যে, সামনেই অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। অনেক সময় দেখা যায় যে যে কোনো কোনো শিক্ষক বা শিক্ষিকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার (Madhyamik HS Exam) মধ্যে একটি পরীক্ষার খাতা দেখার দায়িত্ব পান না।

আবার অপরদিকে দেখা যায় বহু শিক্ষক বা শিক্ষিকা আছেন যাদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর মত দুটো পরীক্ষার খাতা দেখার দায়িত্ব পরে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষার খাতা এক সঙ্গে দেখা হলে সেই শিক্ষকের ক্ষেত্রে যথেষ্ট মূল্যায়ন করা কষ্টসাধ্য হয়ে ওঠে। এক্ষেত্রে ছাত্রছাত্রীর খাতার উপরও তার এফেক্ট পড়ে। সেই জন্য একই শিক্ষক বা শিক্ষিকাকে Madhyamik HS Exam এর খাতা দেখার দায়িত্ব না দেওয়ার আর্জি জানিয়েছে ওই শিক্ষা অনুরাগীদের দলটি।

SSC GD Recruitment (এসএসসি জিডি কর্মী নিয়োগ)

এক্ষেত্রে তারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বোর্ডের সাথে সমন্বয় সাধনের কথা বলেছে। বিষয়ে শিক্ষা আনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন আমরা ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) সভাপতি রামানুজ গাঙ্গুলী এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council For Higher Secondary Education) সভাপতি মাননীয় চিরঞ্জিব ভট্টাচার্যকে চিঠি পাঠিয়েছি। তবে শুধু চিঠিতেই থেমে থাকেনি মেলের মাধ্যমেও আবেদন জানানো হয়েছে।

Bangla Krishi Sech Yojana – রাজ্যের কৃষকদের বিনামূল্যে সেচ যন্ত্র দিচ্ছে সরকার!! কিভাবে আবেদন করবেন?

এছাড়াও আগামী বছরের Madhyamik HS Exam বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে ঠিক ও সঠিকভাবে এই পরীক্ষাটা দিতে পারে সেই জন্য সংসদ ও পর্ষদের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকবারের থেকে এই বারে আরও অনেক বেশি সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। আর সকল পরীক্ষার্থীরা ভালো করে এইবারের পরীক্ষা দিন যাতে আপনাদের এবং দেশের ভবিষ্যৎ সুরক্ষিত হয়।
Written By Nupur Chattopadhyay.

Primary TET – শিক্ষক নিয়োগ মামলায় রায় ঘোষণা। জাস্টিস গাঙ্গুলীর সিদ্ধান্ত জেনে নিন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment