ছাত্র ছাত্রীদের কাছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) হল জীবনের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এই পরীক্ষা নিয়ে অনেকের মনে প্রচণ্ড ভয় থাকে। এছাড়াও প্রত্যেকেই কোন না কোন বিষয়ে কমজোর হওয়ার জন্য একটু চিন্তাতেই থাকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে এবার একটা বড় খবর। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দামামা বেজে গেল। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE). গত বছরের থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা ২১ দিন এগিয়ে এলো।
Know Madhyamik Exam 2024 Date And Time.
৯০ এর দশকে দেখা যেত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতো মার্চ মাসের দিকে। কিন্তু এখন সেই পরীক্ষা এগোতে এগোতে ফেব্রুয়ারি মাসে পৌঁছে গেছে। এই বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের একদম প্রথমের দিকেই। চলতি বছরের মে মাসে যখন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন তখন একই সঙ্গে তিনি ঘোষণা করেন আগামী বছরের পরীক্ষা শুরুর তারিখ।
গত বছর অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক পরীক্ষা (WBBSE Madhyamik Exam) অনুষ্ঠিত হয়েছিল ২৩ শে ফেব্রুয়ারি থেকে। কিন্তু এই বছর এগিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ২ রা ফেব্রুয়ারি ২০২৪ সালে। ১০ দিন ধরে পরীক্ষা চলবে। শেষ হবে ১২ ফেব্রুয়ারি সোমবার। ১১ টা ৪৫ থেকে দুপুর ৩ টে পর্যন্ত চলবে পরীক্ষার সময়সূচি রয়েছে। অতিরিক্ত ১৫ মিনিট ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে প্রশ্নপত্র খুঁটিয়ে পড়ে নেওয়ার জন্য।
প্রথম দিন প্রথম ভাষা দিয়ে পরীক্ষার শুভরাম্ভ হবে শেষ হবে ঐচ্ছিক বিষয় দিয়ে। যত তাড়াতাড়ি Madhyamik Exam বা মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়ে যায় ততই ভালো বলে অনেকেই মনে করছেন। কারণ এমনিতেই সকল পরীক্ষার্থীরা পরীক্ষার ভয়ে বা চিন্তায় খুবই চাপে থাকে আর এই কারণের জন্য সকলেই মনে করছেন তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেলে এই সকল শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে।
Madhyamik Exam এর সময়সূচিঃ-
২রা ফেব্রুয়ারি, শুক্রবার বাংলা (Bengali).
৩রা ফেব্রুয়ারি, শনিবার ইংরেজি (English).
৫ই ফেব্রুয়ারি, সোমবার ইতিহাস (History).
৬ই ফেব্রুয়ারি, মঙ্গলবার ভূগোল (Geography).
৮ ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার গণিত (Math).
৯ই ফেব্রুয়ারি, শুক্রবার জীবন বিজ্ঞান (Life Science).
১০ ই ফেব্রুয়ারি, শনিবার ভৌত বিজ্ঞান (Physical Science).
১১ই ফেব্রুয়ারি, সোমবার ঐচ্ছিক বিষয় (Additional Subject).
প্রথম ভাষায় রয়েছে বাংলা, ইংরেজি, হিন্দি, সাঁওতালি, গুজরাটি, নেপালি, উড়িয়া, তেলেগু, তামিল, মডার্ন টিবেটান, গুড়মুখী (পাঞ্জাবি)। দ্বিতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি বা নেপালি ভাষা। প্রসঙ্গত বলা যেতে পারে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কারণে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik Exam) গত বছরের তুলনায় ২১ দিন এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার রুটিনের বিজ্ঞপ্তি পাওয়ার পর থেকেই পরীক্ষার্থীদের কপালে হয়েছে চিন্তার ভাঁজ।
LIC Policy – এই LIC পলিসিতে ১০ গুন রিটার্ন নিশ্চিত!! শুধু এই পদ্ধতি জানতে হবে সবাইকে।
তবে বেশ কিছুদিন আগে দিনক্ষণ জানার ফলে শিক্ষার্থীদের এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে অনেকটাই সহজ হয়েছে। আর এই Madhyamik Exam বা মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসার জন্য সকলের উচিত এখন থেকেই এর প্রস্তুতি নিয়ে নেওয়া। কারণ দুর্গাপুজোর পর এখন কালীপুজো নিয়ে সকলেই মজা করছে। কিন্তু মজার জন্য যেন পড়াশোনার কোন ক্ষতি না হয় সেই সম্পর্কে সকলের সচেতন থাকা উচিত।
Written By Nupur Chattopadhyay.
Recruitment Scam – পশ্চিমবঙ্গের SSC এবং TET সমস্ত মামলা থেকে হাত তুলে নিল সুপ্রিম