এবার পোস্ট অফিসেই মিলবে সহজ শর্তে গৃহঋণ

ধীরে ধীরে বাড়ছে ডাকঘরের কর্ম পরিধি। এবার ডাকঘরে মিলবে গৃহঋণের সুবিধাও। পোস্টাল পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে বাড়ি তৈরির লোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সূত্রে মউ স্বাক্ষর হয়েছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের সঙ্গে। দ্রুততার সঙ্গে বাড়ি তৈরির লোন দেওয়ার কাজ শুরু করতে ডাক বিভাগেও জোর তৎপরতা শুরু হয়েছে। আধিকারিকদের দাবি, এই নতুন উদ্যোগের ফলে গ্রামাঞ্চলের মানুষ খুব সহজে স্বল্প সুদে বাড়ি তৈরির জন্য ঋণ নেওয়ার সুযোগ পাবেন। ডাক বিভাগ সূত্রে খবর, আইপিপিবির মাধ্যমে খুব সহজে গ্রামীণ এলাকার বাড়ির দরজায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে অনেক আগেই। গ্রামীণ ডাক সেবকদের মাধ্যমে ডোমেস্টিক মানি ট্রান্সফার, ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদান, জেনারেল ও লাইফ ইনসিওরেন্স করা, একাধিক বেসরকারি কোম্পানির গাড়ির ইনসিওরেন্স, আধার আপডেটের মতো নানান কাজ চালু হওয়ায় গ্রামের সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। এবার এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের (এলআইসিএইচএফএল) সঙ্গে গাঁটছড়া বেঁধে গ্রামের মানুষকে সহজে বাড়ি তৈরির লোন দেওয়ার পরিকল্পনা নিয়েছে ডাক বিভাগ। এর ফলে বাড়ি তৈরির জন্য এলআইসিএইচএফএলের বিভিন্ন ধরনের ঋণ পোস্ট অফিস থেকেই মিলবে। এই সংস্থা বাড়ি তৈরির জন্য বেতন অনুযায়ী ৫০ লক্ষ টাকা পর্যন্ত ৬.৬৬ শতাংশ সুদে হোম লোন দেয়। ওই লোন গ্রামীণ ভারতের মানুষ খুব সহজে নিতে পারবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment