রান্নার গ্যাসে ভর্তুকি (LPG Gas Cylinder) বিগত কিছু মাসে সরকারের তরফে বৃদ্ধি করা হয়েছে। আর এই ভর্তুকির টাকা সকলের লিঙ্ক করা ব্যাংক একাউন্টে ঢোকার কথা। কিন্তু কিছু কারণের জন্য অনেকেরই এই টাকা ঢুকছে না বা ঢুকতে দেরি হচ্ছে। কিন্তু আপনারা সেটা জানবেন কি করে? আজকের এই প্রতিবেদনে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত সকল তথ্য জানিয়ে দিতে চলেছি। এবার থেকে অনলাইনেই চেক করা যাবে গ্যাসের ভর্তুকি। মূলত দেশের সাধারণ জনগণের ব্যাঙ্ক একাউন্টে গ্যাসের ভর্তুকি ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, সে বিষয়ে নজর রাখতেই সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে নতুন পোর্টাল জারি করা হলো।
How To Check LPG Gas Cylinder Subsidy Amount.
বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ১২টি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি (LPG Gas Cylinder) দিয়ে থাকে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) অধীনে কেন্দ্রীয় সরকার সরাসরি বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে প্রতি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি হিসাবে সুবিধাভোগীদের দিয়ে থাকে। তবে, সরকার কর্তৃক ভর্তুকির সুবিধা নিতে, গ্রাহকদের আধার এবং এলপিজি সংযোগ লিঙ্ক থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছিল আগেই।
কিন্তু এক্ষেত্রে আধার এবং এলপিজি সংযোগ (LPG Gas Cylinder) করার পরেও অনেক সময় গ্রাহকেরা অভিযোগ করেন যে ভর্তুকির টাকা তাদের একাউন্টে এসেছে কিনা তা তারা জানেন না। গ্রাহকদের এই সমস্যা দূরীকরণে কেন্দ্রীয় সরকারের তরফে নতুন অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। যার মাধ্যমে ভর্তুকি একাউন্টে গেছে কিনা সেটি চেক করতে পারবেন গ্রাহকেরা। অনলাইনে ভর্তুকি চেক করার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বনের প্রয়োজন রয়েছে। সেই পদ্ধতি গুলি নিম্নরূপ।
1) ভর্তুকির (LPG Gas Cylinder) স্ট্যাটাস চেক করতে প্রথমে www.mylpg.in এই ওয়েবসাইটটিতে যেতে হবে।
2) এরপর, এখানে গ্রাহককে তার এলপিজি পরিষেবা সরবরাহকারী নির্বাচন করতে ‘জিবিটি জয়েন’ বিকল্পটিতে ক্লিক করতে হবে।
3) গ্রাহকের যদি আধার নম্বর না থাকে, তাহলে ডিবিটিএল অপশনে ক্লিক করতে হবে।
4) এরপরে, LPG Gas Cylinder সরবরাহকারীর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
5) এবার এই ওয়েবসাইটে একটি অভিযোগ বাক্স খুলবে যেখানে গ্রাহক তার ভর্তুকি স্টেটাস পরীক্ষা করতে পারবেন।
6) এরপরে, একটি ডায়ালগ বাক্স খুলবে যাতে গ্রাহককে তার আধার নম্বর এবং নিবন্ধিত মোবাইল নম্বর লিখতে হবে।
7) এবার ডান দিকের একটি জায়গায় ১৭ নম্বর LPG Gas Cylinder লিখতে হবে।
8) এরপর গ্রাহকের দেওয়া মোবাইল নম্বারে একটি ওটিপি যাবে।
9) তারপর, সেই ওটিপি দিয়ে গ্রাহককে তার রেজিস্ট্রেশন LPG Gas Cylinder ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখতে হবে।
10) এরপর, এই ওয়েবসাইটের লিংক গ্রাহকের মেইল আইডিতে প্রদর্শিত হবে যার উপর গ্রাহককে ক্লিক করতে হবে।
11) এই লিঙ্কে ক্লিক করার পরেই গ্রাহকের একাউন্ট সক্রিয় হবে।
12) এবার www.mylpg.in এই ওয়েবসাইটে একাউন্টে লগইন করতে হবে।
Job Vacancy – চলতি মাসে যেই সমস্ত চাকরির ফর্ম ফিলাপ চলছে, বেতন ও আবেদনের পদ্ধতি দেখে নিন।
13) লগইন করা হয়ে গেলে বুকিং হিস্ট্রি এবং ভর্তুকি বিকল্পে ক্লিক করতে হবে।
14) শেষে এই বুকিং হিস্ট্রি এবং ভর্তুকি বিকল্পে ক্লিক করেই গ্রাহক LPG Gas Cylinder ভর্তুকি পেয়েছেন কিনা সেটি জানতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের তরফে গৃহীত নতুন এই পদক্ষেপটি দেশের মানুষকে বিশেষভাবে সহায়তা করবে বলেই আশা করছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা।
Written by Sampriti Bose.
কমপক্ষে 2 বছরের পুরনো আধার কার্ড থাকলেই, বিরাট সুবিধা দিচ্ছে মোদী সরকার।