SBI Digital Rupee – স্টেট ব্যাংক সকল গ্রাহকদের গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাচ্ছে!! কি লেখা আছে জানুন।

ভারতীয় স্টেট ব্যাংক এর তরফে SBI Digital Rupee নিয়ে তাদের কোটি কোটি গ্রাহকদের মোবাইলে এক মেসেজ বা বার্তা পাঠানো হচ্ছে। কিন্তু সেই বার্তাতে কি লেখা আছে সেই নিয়ে অনেকেই ঠিক বুঝে উঠতে পারছেন না। বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমের দিক থেকে ভারতবর্ষ বিশ্বের দেশগুলির মধ্যে অনেকটাই উচ্চস্থানে রয়েছে। ভারতের ডিজিটাল মাধ্যমকে আরও শক্ত করে গড়ে তোলার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল রুপি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। এই ডিজিটাল রুপি (SBI Digital Rupee) ফিজিক্যাল রুপি থেকে কোনো অংশে কম নয়।

SBI Digital Rupee Wallet Benefits Details.

২০২১ সালে রিজার্ভ ব্যাংক (RBI) ঘোষণা করেছিল দেশের প্রথম ডিজিটাল মুদ্রা ই-রুপি চালু করার ব্যাপারে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের পাইলট প্রজেক্টর অধীনে ডিজিটাল রুপি বা ই-রুপি (SBI Digital Rupee) টেস্টিং প্রজেক্ট শুরু করেছিল। প্রথমে ভারতীয় স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ও ফেডারেল ব্যাঙ্ক এই চারটি ব্যাংককে ই-রুপি ইস্যু করার অধিকার দেওয়া হয়েছিল।

প্রথমদিকে মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মতো বড় বড় শহর গুলিতে এই ডিজিটাল রুপি (SBI Digital Rupee) ব্যবহারের ব্যবস্থা করা হয়। তবে বড় বড় শহরগুলির পর সমস্ত ভারতবর্ষে এই রূপী ব্যবহারের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাংক। আর এই ডিজিটাল রুপি ব্যবহারের জন্য গ্রাহকদের উৎসাহ দান করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার সমস্ত গ্রাহকদের মেইল এবং এসএমএস পাঠাতে শুরু করে।

সমস্ত মানুষ যেমন তাদের টাকা ওয়ালেট বা মানিব্যাগে রাখেন, ঠিক তেমনভাবেই নিরাপদে থাকবে এই রুপি (SBI Digital Rupee) প্রতিটি ব্যাঙ্কের ডিজিটাল ওয়ালেটে। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি নামে একটি প্রকল্প চালু করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পরে স্টেট ব্যাংক দীপাবলির আগে এই রুপি চালু করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। এই কাজের জন্য এসবিআই তার গ্রাহকদের যে মেইলটি পাঠিয়েছে ওই মেইলের মাধ্যমে IOS ও Google Play Store থেকে eRupee by SBI অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক রয়েছে।

Job Vacancy (পশ্চিমবঙ্গে কর্মখালি)

এই লিংকটি ওপেন করে গ্রাহকরা খুব সহজেই স্টেট ব্যাংকের (SBI Digital Rupee) ওই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। তবে ওই লিংক এর পাশাপাশি আবার কিউআর কোডও দিয়েছে স্টেট ব্যাংক। কিউ আর কোড স্ক্যান করে গ্রাহকরা চাইলে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। E-Rupee এর সুবিধা – এখন অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এর আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল মাধ্যমে লেনদেন করার জন্য ইউপিআই আইডি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল।

JK Lakshmi Vidya Scholarship – এই নতুন স্কলারশিপে আবেদন করে পেয়ে যান ৪০ হাজার!! স্কুল কলেজ পড়ুয়াদের জন্য।

কিন্তু UPI থাকতে ই-রুপি ব্যবহারের সিদ্ধান্ত কেন নিচ্ছে? এর উত্তরে বলা যেতে পারে ই-রুপি হল ফিজিক্যাল রুপির সমমূল্য। ইউপিআই আইডির মাধ্যমে টাকা লেনদেন করতে গেলে ব্যাংকের একটা প্রত্যক্ষ ভূমিকা থাকছে। কিন্তু ডিজিটাল ই-রুপির (SBI Digital Rupee) মাধ্যমে আপনি যদি লেনদেন করেন তবে সেখানে ব্যাংক নজরদারি চালাবে না। এই নতুন সুবিধা সকল ব্যাংক গ্রাহকদের জন্য প্রযোজ্য।
Written By Nupur Chattopadhyay.

WB Health Recruitment 2023 – রাজ্যের স্বাস্থ্য বিভাগে প্রচুর কর্মী নিয়োগ। চাকরি হবে নিজের

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment