এখনকার দিনে কোন মানুষ এটিএম কার্ডের পিন ভুলে (Forgot ATM PIN) গেলে তাকে অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এখন আর কেউই এমন নেই যে লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে চান না বা কারোর কাছে এত সময় নেই আর এই জন্যই আমাদের সকলের পিন ভুলে গেলেও কিভাবে টাকা অন্য পদ্ধতিতে তোলা যায় সেই নিয়ে আজকে আমরা জেনে নিতে চলেছি। আগে জনসাধারণকে টাকা তুলতে গেলে ব্যাংকের বড় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হত। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে এটিএম মেশিন (ATM Machine) চালু হওয়ার পর আর কেউই ব্যাংকের লাইনে দাঁড়াতে চান না।
How To Generate Forgot ATM PIN.
এখন সবাই চান র্নিবিঘ্নে কাজটি শেষ করতে। আর এই কাজের জন্য এটিএম মেশিনকে তারা বেছে নেন। আমরা অনেক সময়ই এটিএম এর পিন নম্বর ভুলে (Forgot ATM PIN) যাই। এটিএম এর পিন নম্বর ভুলে গেলে কিভাবে তা জেনারেট করা হবে এই বিষয়গুলি জানতেই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। এটিএম থেকে টাকা তুলতে গেলে প্রথমে এটিএম মেশিনের মধ্যে এটিএমটিকে প্রবেশ করিয়ে এটিএম পিন জেনারেট করতে হতো।
কিন্তু প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে আরও সুবিধা হয়েছে। আর আপনারা নিজেদের ভুলে যাওয়া পিন (Forgot ATM PIN) কিভাবে নতুন করে সঙ্গে সঙ্গে বানিয়ে নেবেন। এটিএম পিন জেনারেট (ATM PIN Generate) করতে আপনাকে আর এটিএমে যেতে হবে না এই কাজটি এবার থেকে আপনি বাড়িতে বসেই করতে পারবেন। ATM মেশিন থেকে কীভাবে পিন জেনারেট (Forgot ATM PIN Generate) করা হয়?
- আপনাকে একটি এটিএম মেশিনের কাছে যেতে হবে।
- এরপর এটিএম মেশিনের মধ্যে আপনার এটিএমটিকে প্রবেশ করান।
- মেনু অপশনে গিয়ে Forgot ATM PIN অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার কাছে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে আপনার ব্যাংকের সাথে লিংক করা মোবাইল নম্বরটি রেজিস্টার করতে হবে।
- আপনার ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি নির্ভুল ভাবে ইনপুট করুন।
- এরপর আপনার সামনে নিউ পিন জেনারেট বলে একটি অপশন আসবে।
আ্যপ থেকে কিভাবে পিন জেনারেট করা হয়? ব্যাংকের নিজস্ব অ্যাপ ডাউনলোড করেও আপনি পিন জেনারেট করতে পারবেন। প্রথমে ব্যাংকের নিজস্ব অ্যাপের মাধ্যমে এটিএম অপশনে যান। এরপর আপনার এটিএম কার্ডের সমস্ত তথ্য ইনপুট করুন। এরপর এটিএম পিন অপশনে (Forgot ATM PIN) গিয়ে নতুন পিন জেনারেট করবেন। ওয়েবসাইট থেকে কিভাবে পিন জেনারেট করা যায়?
Swasthya Sathi Card – স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও এবার এই চিকিৎসা পাবেন না। নতুন নিয়ম জেনে নিন।
১) ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে লগইন করুন।
২) এরপর এটিএম পিন অপশনে যান। এটিএম পিন অপশনে গিয়ে আপনার এটিএম কার্ডের (Forgot ATM PIN) সমস্ত তথ্য ইনপুট করুন।
৩) এরপর আপনার ব্যাংকের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরটি ইনপুট করুন।
৪) মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওই ওটিপিটি সঠিকভাবে ইনপুট করে পিন জেনারেট করে নিন।
DA Case Update – পশ্চিমবঙ্গের কর্মীদের ডিএ মামলার বড় আপডেট। বকেয়া DA নিয়ে সুপ্রীম