পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এর তরফে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আদেশ মেনে বিগত কিছু বছরের ৫৮ হাজার প্রাথমিক শিক্ষকদের তালিকা প্রকাশ করা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। এর আগেই আমরা শুনেছিলাম প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ। কিছুদিন আগে আমরা শুনেছিলাম চার শিক্ষককে বেআইনিভাবে টাকা দিয়ে নিয়োগ হওয়ার জন্য গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত। রায় দিতে গিয়ে বিচারপতি বলেছিলেন এরাই সেই লোক, যাঁরা টাকা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষের মতো লোকেদের কাছে গিয়েছিল।
WBBPE Publish 58 Thousand Teacher List.
এদের জন্যই এত গুলি মানুষ ভুগছে। এবার ওই ৫৮ হাজার শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৬ এবং ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) জন্য প্যানেল প্রকাশের নির্দেশ বহাল রাখা হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই নিয়োগের সম্পূর্ণ মেধা তালিকা পর্ষদকে (WBBPE) প্রকাশিত করতে হবে। সম্পূর্ণ ৫৮ হাজার শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশের শেষ দিনটি বেঁধে দিয়েছে ৩রা নভেম্বর।
বেশ কিছুদিন আগে বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল থেকে ৯৪ জনকে চিহ্নিত করে তাদের চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই ৯৪ জন শিক্ষক টেট পাশ (TET Exam) না করে অনিয়মের উপর ভিত্তি করে চাকরি পেয়েছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এবং সিবিআই এর সমস্ত রিপোর্ট বিবেচনা করে বিচারপতি ওই ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন।
সিবিআই এর তদন্তে ধরা পড়ে ৯৬ জন শিক্ষক নিয়ম না মেনে প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন। এরপর আদালত ওই শিক্ষকদের প্রাথমিক শিক্ষক পর্ষদের (WBBPE) অফিসে টেট পাস করার প্রমাণপত্র জমা দেয়ার নির্দেশ দেয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে আদালতকে জানানো হয় যে ৯৪ জন শিক্ষক কোনো টেটের প্রমাণপত্র জমা দিতে পারেননি বোর্ডের অফিসে। প্রমাণপত্র জমা না দেওয়ার জন্য আদালত এই শিক্ষকদের চাকরি বাতিল করে দেয়। এর সাথে আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে (WBBPE) ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে।
বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে (WBBPE) আরো একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ৫৮ হাজার প্রার্থীর মেধা তালিকা প্রকাশের দিনক্ষণ বেঁধে দিয়েছে ৩রা নভেম্বরের মধ্যে। এমনকি পর্ষদকে জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুসারে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন ওয়েবসাইটের মাধ্যমে প্যানেলটি প্রকাশিত হয়েছে।
Indian Currency – 500 টাকার নোটে স্টার থাকলেই বাতিল!!! RBI এর বড় ঘোষণা।
প্যানেলটি দেখার জন্য প্রার্থীদের প্রথম www.wbbpeprimaryeducation.org এই ওয়েবসাইটে যেতে হবে। ওই ওয়েবসাইটের নোটিশ সেকশনে প্যানেলটি প্রকাশিত হবে। আর এই ওয়েবসাইটে গিয়ে সকলে নিজেদের নামের তালিকা দেখে নিতে পারবেন। এবারে দেখার অপেক্ষা যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই তালিকা প্রকাশ নিয়ে কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং কোর্টের তরফে পরবর্তী কি নির্দেশ দেওয়া হবে।
Written By Nupur Chakraborty.
Gold Rate – সোনার দামে বিরাট পতন। আপনার শহরে রূপো ও সোনার দাম কত জেনে নিন।