বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে শাসিত দল হিসাবে আবার প্রতিষ্ঠা পেয়েছে তৃনমূল তা তো আমরা সবাই জানি । কিন্তু নির্বাচনে ওভারঅল জিতলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারেননি তার এলাকা নন্দীগ্রামে । তাই নিয়ম অনুযায়ী ৬মাসের মধ্যে উপনির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীকে জিততে হবে সেরকমই কথা ছিলো । সামনের ৩০এ সেপ্টেম্বর এই উপনির্বাচন । তবে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এর চোখে চোখ রাখার মতো কোনো প্রার্থীর নাম এখনো ঠিক করতে পারেনি বিপক্ষ দল বিজেপি । আপাতত যতটা জানা গেছে তা হলো তারা মোট ছয়জনের নাম পাঠিয়েছে । তাদের মধ্যে রয়েছে বিশ্বজিৎ সরকার , অর্ণিবান গঙ্গোপাধ্যায় , তথাগত রায় , রুদ্রনীল ঘোষ , প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল ও সবশেষে প্রতাপ বন্দোপাধ্যায় । এদের মধ্যেই একজনকে তৃনমূলের বিরুদ্ধে প্রার্থী হিসাবে বাছাই করা হবে । এছাড়া বিজেপি আরো জানিয়েছে তারা ভবানীপুরে পর্যবেক্ষক হিসাবে পাঠিয়েছে তাদের দলের সাংসদ অর্জুন সিং , জোর্তিময় সিং মাহাতো , এবং সঞ্জয় সিংকে । তাদের মাথার ওপরে থাকবে দুজন সংসদ । আজ চেতালায় মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রথম কর্মীসভায় যোগ দেওয়ার পরেই আওড়েছেন চরম হুঁশিয়ারি তার বিরোধী দলকে ইঙ্গিত করে ।