জনপ্রিয় এই ব্যাংক Fixed Deposit -এ 9 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে গ্রাহকদের, একাউন্ট না থাকলে এখনই খুলুন।

মানুষ নিজের ভবিষৎ সুরক্ষা করার জন্য অনেক জায়গায় বিনিয়োগ করে। তবে তার মধ্যে Fixed deposit এ টাকা জমানো একটি ভালো উপায়। এবার RBL ব্যাঙ্ক তাদের গ্রাহক দের জন্য দারুন খবর নিয়ে এলো। ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের উপর ব্যাপক সুদের হার বৃদ্ধি করল RBL ব্যাঙ্ক। চলুন জেনে নেই RBL ব্যাঙ্ক-এর ফিক্সড ডিপোজিটে (FD) রেট।

ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (FD )-এর জন্য 3.50 শতাংশ থেকে 8.30 শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এখন গ্রহকদের সর্বোচ্চ 8.30 শতাংশ সুদের হার অফার করছে। RBL ব্যাঙ্ক-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট (FD )-এর নতুন রেট 16 অক্টোবর 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে৷ ব্যাংক যদি ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ সুদ দিয়ে থাকে গ্রাহকদের তাহলে Rule of 72 আনুযায়ী (৭২÷৯) = ৮ বছরে আপনার জমানো টাকা দ্বিগুণ হবে।

RBL Bank Increased Fixed Deposit Interest Rate

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের (এফডি)-এর উপর 7 দিন থেকে 14 দিনের জন্য 3.50 শতাংশ সুদের হার অফার করছে। এবং 15 দিন থেকে 45 দিনের ফিক্সড ডিপোজিটের (FD )-এর উপর 4.00 শতাংশ সুদের হার অফার করছে।

46 দিন থেকে 90 দিনের ফিক্সড ডিপোজিটের (FD )-এর উপর 4.50 শতাংশ সুদের হার অফার করছে। এবং 91 দিন থেকে 180 দিনের ফিক্সড ডিপোজিটের (FD )-এর উপর 4.75 শতাংশ সুদের হার অফার করছে।

New LIC policy

181 দিন থেকে 240 দিনের ফিক্সড ডিপোজিটের (FD )-এর উপর 5.50 শতাংশ সুদের হার অফার করছে। এবং 241 দিন থেকে 364 দিনের ফিক্সড ডিপোজিটের (FD)-এর উপর 6.05 শতাংশ সুদের হার অফার করছে।

365 দিন থেকে 452 দিনের ফিক্সড ডিপোজিটের (FD)-এর উপর 7.00 শতাংশ সুদের হার অফার করছে। এবং 453 দিন থেকে 2 বছরের ফিক্সড ডিপোজিটের (FD)-এর উপর 7.80 শতাংশ সুদের হার অফার করছে।

2 বছর থেকে 3 বছরের ফিক্সড ডিপোজিটের (FD)-এর উপর 7.50 শতাংশ সুদের হার অফার করছে। 3 বছর থেকে 5 বছরের ফিক্সড ডিপোজিটের (FD)-এর উপর 7.10 শতাংশ সুদের হার অফার করছে। 5 বছর থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর 7.00 শতাংশ সুদের হার অফার করছে।

অবশ্যই পড়ুন » Jan Dhan Yojana – জনধন একাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা। কিভাবে পাবেন জেনে নিন।

RBL ব্যাঙ্ক তার অফার করা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) স্কিমে সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিক গ্রাহকদের জন্য 50 বেসিস পয়েন্ট (bps) বেশি সুদ দেয়। Written by ananya Chakraborty

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment