কড়া বার্তা এবার গুগলের তরফ থেকে । সদ্য সমাপ্তি হওয়া বিধানসভার এক বৈঠকে ফাঁস করা হয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রীর কল রেকর্ডিং । তার সাথে আবার তৃনমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর ও একই অভিযোগ । তাই এবার কল রেকর্ডিং নিয়ে কড়া নিয়ম গুগলের তরফ থেকে । যা সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতা সবাইকেই বিপদ থেকে বাঁচাবে । গুগল জানিয়েছে এবার থেকে যেসমস্ত গুগল কিংবা অ্যান্ড্রয়েড ফোন মার্কেটে আসবে সবের মধ্যে একটা যান্ত্রিক স্বর থাকবে । যা কেউ আপনার কল রেকর্ড করলে সরাসরি জানিয়ে দেবে আপনাকে । আবার অন্যদিকের ব্যাক্তির কল যদি আপনি রেকর্ড করেন তাকেও একই নিয়ম মারফত জানিয়ে দেওয়া হবে বলে কড়া ঘোষনা গুগলের । ইউরোপে এই নিয়ম চালু থাকায় সেখানে কারোর বিনা অনুমতিতে কল রেকর্ড করলে সেটা দন্ডনীয় অপরাধ বলে ধার্য্য করা হয় । গুগল জানিয়েছে এবার থেকে একই পথে হাঁটবে তারাও । এবার থেকে পৃথিবীর সব দেশেই এই টেকনোলজি ব্যাবহার করা হবে ।