Post Office Scheme – পোস্ট অফিসের কোন স্কিমে টাকা রাখলে করলে বেশি রিটার্ন পাবেন, বিনিয়োগ করার আগে অবশ্যই জেনেনিন।

বর্তমানে অনেকেই পোস্ট অফিসের স্কিমগুলিতে (Post Office Scheme) বিনিয়োগ করতে চান কারণ পোস্ট অফিসের স্কিমগুলি খুব ভালো রিটার্ন দেয় এবং সম্পূর্ণ ঝুঁকি হীন। ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে। অক্টোবর মাসে পোস্ট অফিসের স্কিমগুলোতে ইন্টারেস্ট রেটে পরিবর্তন করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটে ইন্টারেস্ট রেটে ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭ শতাংশ করা হয়েছে, কিন্তু পোস্ট অফিসের বাকি যে জনপ্রিয় স্কিমগুলি রয়েছে সেগুলোর ইন্টারেস্ট রেট অপরিবর্তিত রাখা হয়েছে।

পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প

সরকার স্বীকৃত পোস্ট অফিসে যেসকল অর্থ বিনিয়োগ এবং অর্থ সঞ্চয়ের স্কিম রয়েছে সেগুলোকে একত্রে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বলা হয়। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিকে ৩ ভাগে ভাগ করা হয়।

নংক্ষুদ্র সঞ্চয় প্রকল্পপোস্ট অফিসের স্কিম
১)সঞ্চয় আমানতফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং কিষাণ বিকাশ পত্র এই বিভাগের অন্তর্গত।
২)সামাজিক সুরক্ষা স্কিমপিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই বিভাগের অন্তর্গত।
৩)মাসিক আয় পরিকল্পনামাসিক আয় পরিকল্পনা এই বিভাগের অন্তর্গত।
New LIC policy

Post Office Scheme Interest Rate October to December

এবার দেখে নেওয়া যাক অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে পোস্ট অফিসের কোন স্কিমে কত শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

No.Post Office SchemeInterest Rate
১)পোস্ট অফিস সেভিংস স্কিম (POSB)৪ শতাংশ
২)সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)৮ শতাংশ
৩)পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম (MIS)৭.৪ শতাংশ
৪)ফিক্সড ডিপোজিট (FD)★ ১ বছরের FD তে সুদের পরিমাণ ৬.৯ শতাংশ।
★ ২ বছর এবং ৩ বছরের FD তে সুদের পরিমাণ ৭.০ শতাংশ।
★ ৫ বছরের FD তে সুদের পরিমাণ ৭.৫ শতাংশ।
৫)রেকারিং ডিপোজিট (RD)৬.৭ শতাংশ
৬)কিষান বিকাশ পত্র (KVP)৭.৫ শতাংশ
৭)সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)৮.২ শতাংশ
৮)মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC)৭.৫ শতাংশ
৯)পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)৭.১ শতাংশ
১০)ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)৭.৭ শতাংশ

আরোও পড়ুন » Post office scheme – পুজো উপলক্ষ্যে পোস্ট অফিসের এই প্রকল্পে পাবেন সর্বোচ্চ সুদ। রকেট গতিতে বাড়বে মূলধন।

বর্তমানে মুদ্রাস্ফীতি হার

ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমান অনুযায়ী চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে জুলাই মাসে মুদ্রাস্ফীতি হার ছিল ৭.৪৪ শতাংশ যা আগস্ট মাসে কমে গিয়ে দাঁড়িয়েছিল ৬.৮৩ শতাংশে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছেন দেশজুড়ে খাদ্য দ্রব্য এবং অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারণেই মুদ্রাস্ফীতির হার এতটা বৃদ্ধি পেয়েছে।

অবশ্যই পড়ুন » Lakshmir Bhandar – লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা। মা বোনেদের পুজোর বোনাস। কবে পাবেন টাকা?

পোস্ট অফিসের কোন স্কিমে টাকা রাখলে বেশি লাভবান হবেন

পোস্ট অফিসের যেসকল স্কিমগুলির (Post Office Scheme) ইন্টারেস্টের পরিমাণ মুদ্রাস্ফীতির হারের তুলনায় বেশি সেই সকল স্কিমগুলোতে অর্থ বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাবেন। উপরোক্ত পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটের তালিকা থেকে বুঝতে পারবেন কোন স্কিমে বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment