SBI Clerk Notification – স্টেট ব্যাংকে ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ। বিজ্ঞপ্তি, বেতন, যোগ্যতা, সিলেবাস ও প্রশ্নের ধরণ জেনে নিন।

ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকটিতে বর্তমানে বিভিন্ন ক্লার্ক পদে নিয়োগের (SBI Clerk Notification) বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তেমনই, এবার SBI তে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার বেশ কিছু শূন্য পদে প্রার্থী নিয়োগ করবে SBI। গতবছরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসে। যে সকল চাকরী প্রার্থীরা ব্যাঙ্কিং সেক্টরে নিজেদের ভবিষ্যৎ গড়বার কথা ভাবছেন, তাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে SBI।

SBI Clerk Notification

শিক্ষাগত যোগ্যতা

প্রধান যোগ্যতা হিসেবে আবেদন প্রার্থীকে অবশ্যই কোনো একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট পাশ হয়ে থাকতে হবে।

বয়সের সময়সীমা

গতবছরের তথ্য অনুযায়ী, 20 থেকে 28 বছর বয়সের মধ্যের প্রার্থীরা SBI তে ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই বছরের বয়সের কাট অফ এর বিষয়ে এখনও পর্যন্ত কিছু নোটিফিকেশনে জানানো হয়নি। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

West Bengal Civic Volunteer Recruitment

আবেদন পদ্ধতি

স্টেট ব্যাংকে ক্লার্ক পদে (SBI Clerk Notification) আবেদনের জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।

  • প্রথমে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে – sbi.co.in/web/careers
  • এরপর ক্লিক করুন কারেন্ট ওপেনিং অপশানে।
  • এরপর SBI Clerk ওপেনিং পেজটিতে প্রবেশ করা যাবে।
  • প্রথমে রেজিষ্টার পদ্ধতি সম্পন্ন করুন এবং সেই আইডি পাসওয়ার্ড সহ লগ ইন করুন ওয়েবসাইটে।
  • অ্যাপ্লিকেশন ফর্মটি যথাযথ ভাবে পূরণ করুন।
  • ফর্ম ফিল আপ হয়ে গেলে,উল্লেখিত ডকুমেন্টস গুলো জমা করুন, পেমেন্ট সম্পন্ন করুন।
  • এরপর ফর্ম সাবমিশন সম্পূর্ণ হবে। ফর্মটির কনফার্মেশন পেজটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

SBI এর ক্লার্ক পদে নিয়োগের সম্পূর্ণ পদ্ধতিটি তিনটি ধাপে সম্পন্ন হবে। 100 নম্বরের প্রিলিমিনারী পরীক্ষায়, কোনো উত্তর ভুল হলে নেগেটিভ মার্কিং থাকবে 0.25 করে। প্রথমে আবেদনকারীকে প্রিলিমিনারী পরীক্ষার পাশ করতে হবে। তারপর মেইন্স পরীক্ষায় পাশ করতে হবে প্রার্থীকে। মেইন্স পরীক্ষার জন্যও নেগেটিভ মার্কিং এর ধরন প্রিলিমিনারী পরীক্ষার মতোই হবে। এরপরে, লোকাল ল্যাঙ্গুয়েজের একটি পরীক্ষা হবে,সেখানে পাশ করতে হবে পরীক্ষার্থীকে।

আরোও পড়ুন » WBPDCL Recruitment 2023 – পুজোর আগেই রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ। প্রচুর ভ্যাকেন্সি। দ্রুত আবেদন ও জয়েনিং।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment