অক্টোবর মাস শুরু হতে না হতেই বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম (LPG Gas Price)। বর্তমানে প্রায় সকলেই LPG গ্যাসে বাড়িতে রান্না করে এখন বিভিন্ন রেস্তোরাঁ বা হোটেলে LPG গ্যাস দ্বারায় রান্না করা হয়। কিন্তু অক্টোবর মাস শুরু হতে না হতেই সকলের মাথায় হাত অক্টোবর মাসের শুরুতেই বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। এই পূজার মাস থেকেই সকলকে অতিরিক্ত টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে। অক্টোবর মাস থেকে সিলিন্ডার প্রতি ২০০ টাকা বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। এই অতিরিক্ত ২০০ টাকার রান্নার গ্যাসে প্রায় ১ মাস চলে যেতো।
কতটা বৃদ্ধি পাচ্ছে গ্যাসের দাম (LPG Gas Price)
কলকাতার যে সকল ভর্তুকিবিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার রয়েছে যার ওজন ১৯ কেজি সেই সব গ্যাস সিলিন্ডারের মূল্য (LPG Gas Price) অক্টোবর মাস থেকে ২০৩ টাকা বৃদ্ধি পাচ্ছে। অক্টোবর মাস শুরু হওয়ার আগে অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার গুলির দাম ছিল ১,৬৩৬ টাকা কিন্তু অক্টোবর মাস থেকে ভর্তুকিবিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার গুলির দাম পড়বে ১,৮৩৯.৫ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার গুলো রেস্তোরাঁ এবং বড় বড় হোটেলে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয়।
কিন্তু বাড়িতে যে সকল গ্যাস সিলিন্ডার বলে রান্নার কাজে ব্যবহার করা হয় যার ওজন ১৪.২ কেজি সেই গ্যাস সিলিন্ডার গুলোর দামের (LPG Gas Price) কোন পরিবর্তন হয়নি। অর্থাৎ ১ই অক্টোবর থেকে এই গ্যাস সিলেন্ডার গুলোর দাম অপরিবর্তিত থাকবে। কলকাতায় ১৪.২ কেজি সেই গ্যাস সিলিন্ডার গুলোর দাম পড়বে ৯২৯ টাকা।
কলকাতা সহ অন্যান্য মেট্রো শহর গুলিতেও ১৪.২ কেজি সেই গ্যাস সিলিন্ডার গুলোর দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ১ অক্টোবর থেকে দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৯০৩ টাকা। মুম্বই এবং চেন্নাইয়ে যথাক্রমে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৯০২.৫ টাকা এবং ৯১৮.৫ টাকা।
সেপ্টেম্বর মাসেও ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। ২৯ শে আগস্ট কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য ২০০ টাকা কমে যাচ্ছে। সেই ২০০ টাকা দাম কমার পরেও ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।