SVMCM Scholarship – শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া! দেখেনিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

সম্প্রতি শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM) আবেদন প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের ২১ শতাংশ মানুষ আজও দরিদ্র সীমার নিচে বসবাস। তাদের কাছে পড়াশোনা বিলাসিতার সমান। মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে আর্থিক কারণে উচ্চশিক্ষা লাভের থেকে বঞ্চিত না হয়ে যায় সেই কারণে একাধিক স্কলারশিপ চালু আছে পশ্চিমবঙ্গে। সেগুলির মধ্যে থেকেই অন্যতম হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপেরই অপর নাম বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন? কত টাকা করে পাওয়া যাবে স্কলারশিপ থেকে? কিভাবে আবেদন করবেন? এই সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের প্রতিবেদনে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM SCHOLARSHIP 2023)

রাজ্যের পড়ুয়াদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপ পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের জন্য চালু করেছে। যাতে টাকার অভাবে কোন পড়ুয়াকে মাঝপথে পড়াশোনা ছাড়তে না হয় সেই কারণ এই স্কলারশিপের সূচনা। উচ্চশিক্ষার তহবিল থেকে এই স্কলারশিপের খরচ চালানো হয়।

স্বামী বিবেকানন্দ(SVMCM) স্কলারশিপে আবেদন করার যোগ্যতা

পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক স্তর অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের যেকোনো পড়ুয়া এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এর সমস্ত পড়ুয়া এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বেশ কিছু যোগ্যতার প্রয়োজন।

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে শেষ পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ মার্কস পেতে হবে।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে।

কত টাকা করে পাবে এই স্কলারশিপ থেকে?

এবার দেখে নেওয়া যাক যোগ্য ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM SCHOLARSHIP) থেকে প্রতি বছর কত টাকা পাবে।

  • একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বার্ষিক ১২ হাজার টাকা করে পাবেন।
  • স্নাতক স্তরের কলা বিভাগের ও বাণিজ্য বিভাগের পড়ুয়ারা বার্ষিক ১২ হাজার টাকা করে পাবেন।
  • স্নাতক স্তরের বিজ্ঞান বিভাগ সহ BCA ও BBA কোর্সের পড়ুয়ারা বার্ষিক ১৮ হাজার টাকা করে পাবেন।
  • বিশ্ববিদ্যালয় স্তরের কলা বিভাগ ও বাণিজ্য বিভাগের পড়ুয়ারা বার্ষিক ২৪ হাজার টাকা করে পাবেন।
  • বিশ্ববিদ্যালয়ের স্তরের বিজ্ঞান বিভাগ সহ অন্যান্য কোর্সের পড়ুয়ারা বার্ষিক ৩০ হাজার টাকা করে পাবেন।
  • পলিটেকনিকের পড়ুয়ারা বার্ষিক ১৮ হাজার টাকা করে পাবেন।
  • মেডিকেল কোর্স, B.Sc নার্সিং আর ফার্মাসি কোর্সের পড়ুয়ারা বার্ষিক ৬০ হাজার টাকা করে পাবেন।
  • এছাড়াও ইঞ্জিনিয়ারিং কোর্সের পড়ুয়ারা বার্ষিক ৬০ হাজার টাকা করে পাবেন।
  • GNM নার্সিং, D.pharma ও ডিপ্লোমা প্যারামেডিকেলের পড়ুয়ারা বার্ষিক ১৮ হাজার টাকা করে পাবেন।
Government Will Make 9 Lacks Aadhaar Card for Students

আবেদন পদ্ধতি

SVMCM স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘নিউ রেজিস্ট্রেশন’ অপশন থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে ইমেইল আইডি ও মোবাইল নম্বর লাগবে। তারপর একটি ‘এপ্লিকেশন আইডি’ তৈরি করতে হবে।এরপর রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা লিখে লগইন করতে হবে। আপনার সামনে এবার একটি ফর্ম চলে আসবে। সেটি সম্পূর্ণ ফিলাপ করার পর নিজস্ব স্বাক্ষর আর রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।তারপর যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেগুলির কপি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর ফর্মটি ভালোভাবে চেক করে নিতে হবে। তারপর ‘ফাইনাল সাবমিট এপ্লিকেশন’ বোতামে টিপে ফর্মটি জমা করতে হবে।

প্রয়োজনীয় নথি

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ( SVMCM) আবেদন করার জন্য পড়ুয়াদের যে সকল ডকুমেন্টসের প্রয়োজন সেগুলি হল-

  • শেষ পরীক্ষার মার্কশিট।
  • ভর্তির রশিদ।
  • বৈধ ইমেইল আইডি।
  • বৈধ মোবাইল নম্বর।
  • ব্যাংক একাউন্টের তথ্য।
  • বার্ষিক আয়ের শংসাপত্র।
  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজের ফটো
  • শিক্ষার্থীর স্বাক্ষর।

আরোও পড়ুন » Education Policy – আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের জন্য দারুন ঘোষণা। উপকার হবে কোটি কোটি পড়ুয়ার।

আবেদনের সময়সীমা

চলতি শিক্ষা বর্ষ অর্থাৎ ২০২৩-২৪ স্বামী বিবেকানন্দের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলবে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment