করোনা আবহে দীর্ঘদিন ধরেই রাজ্যে ব্যাংক পরিষেবা কার্যত নিয়ম মেনে ৫০% কর্মী কিম্বা হাফ বেলা করে চলছে। কিন্তু এবার বাঙ্কের ভিড় কমাতে এবং উৎসবের আগে বাঙ্কিং পরিষেবা সচল করতে পুনরায় আগের সূচী বহাল করলো রাজ্য সরকার। রাজ্যে বিকাল ৫টা পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হল। যদিও শিয়রে দাঁড়িয়ে আছে করোনার তৃতীয় ঢেউ। এরকম পরিস্থিতিতে রাজ্যের ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ভিড় কমাতে পরিষেবা স্বাভাবিক করছে সরকার। এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, আগামীকাল থেকে রাজ্যে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।