Recharge Plans – ১০০ টাকার মধ্যে সেরা রিচার্জ প্ল্যান, Jio, Airtel না VI কোনটিতে পাবেন অতিরিক্ত সুবিধা

Best Recharge Plans under 100 rupees: সময়ের সাথে সাথে দেশে বেশকিছু পরিবর্তন এসেছে। বিশেষত পরিবর্তন এসেছে ভারতীয় টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানে। ইদানিং এই সংস্থাগুলি মোবাইল রিচার্জের দাম বাড়িয়েই চলেছে। আর সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমনিতেই মুদ্রাস্ফীতির বাজারে সংসার চালানো মুশকিল, উপরন্তু মোবাইল রিচার্জ করতে গিয়ে পকেটে টান পড়ার জোগাড়। আর এখন মোবাইল রিচার্জ মানুষের‌ প্রাথমিক চাহিদার মধ্যেই পড়ে গেছে।

এখন তো ছোটো থেকে বড়ো সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে। তা সে সোশ্যাল মিডিয়ায় চ্যাট করা হোক বা ভিডিও দেখা কিংবা পড়াশোনা। সবেতেই এখন ইন্টারনেট লাগে। এক্ষেত্রে অতিরিক্ত ডেটার প্রয়োজন পড়ে। কিন্তু রিচার্জ করা আজকাল সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্যার সমাধানই রয়েছে আজকের প্রতিবেদনে। ১০০ টাকার কমে রয়েছে দুর্দান্ত রিচার্জ প্ল্যান। জেনে নিন বিস্তারিত।

VI -তে ১০০ টাকার কমের রিচার্জ প্ল্যান(VI Recharge Plans under 100 rupees)

রিচার্জ প্ল্যানসুবিধা
১৬ টাকাএই রিচার্জ প্ল্যানে ২৪ ঘন্টার জন্য ১ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও VI অ্যাপের অ্যাক্সেস পাওয়া যায়।
১৯ টাকা২ দিনের জন্য ২০০ MB ডেটা আর আনলিমিটেড টক-টাইম পাওয়া যায়।
৩৯ টাকা২৮ দিনের জন্য আনলিমিটেড টক-টাইম আর ১০০ MB ডেটা পাওয়া যায়।
৪৮ টাকা২৮ দিনের জন্য ৩ GB ডেটা পাওয়া যায়। তবে ফোন বা ওয়েব অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে অতিরিক্ত ২০০ MB ডেটা পাওয়া যায়।
৪৯ টাকা২৮ দিনের জন্য ৩০০ MB ডেটা পাওয়া যায়।
৭৯ টাকা৬৪ দিনের জন্য ৪০০ MB ডেটার সাথে আনলিমিটেড টক-টাইম পাওয়া যায়। তবে ফোন বা ওয়েব অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে অতিরিক্ত ২০০ MB ডেটা পাওয়া যায়।
৯৮ টাকা২৮ দিনের জন্য ১২ GB ডেটা পাওয়া যায়।

Jio -র ১০০ টাকার কমে রিচার্জ প্ল্যান(Jio Recharge Plans under 100 rupees)

রিচার্জ প্ল্যানসুবিধা
১০ টাকা ১ জিবি ডেটা সহ ১২৪ IUC মিনিট পাওয়া যায়।
২০ টাকা২ জিবি কমপ্লিমেন্টারি ডেটা সহ ২৪৯ IUC মিনিটের টক-টাইম পাওয়া যায়।
৫০ টাকা ৫ জিবি ডেটা সহ ৬৫৬ IUC মিনিটের টক-টাইম পাওয়া যায়।
১০০ টাকা১০ জিবি কমপ্লিমেন্টারি ডেটা সহ ১৩৬২ IUC মিনিটের টক-টাইম পাওয়া যায়।
Five valuable jio Recharge Plans

Airtel এর ১০০ টাকার কমে রিচার্জ প্ল্যান(Airtel Recharge Plans under 100 rupees)

রিচির্জ প্ল্যানসুবিধা
১৯ টাকা ২ দিনের জন্য ২০০ MB ডেটা পাওয়া যায়।
৪৮ টাকা২৮ দিনের জন্য ৩ GB ডেটা পাওয়া যায়।
৪৯ টাকা২৮ দিনের জন্য আনলিমিটেড টক-টাইম আর ১০০ MB ডেটা পাওয়া যায়।
৭৯ টাকা২৮ দিনের জন্য আনলিমিটেড টক-টাইম আর ২০০ MB ডেটা পাওয়া যায়।

আরোও পড়ুন » Free Ration – পশ্চিমবঙ্গে রেশন কার্ড নিয়ে চালু নতুন নিয়ম। খুশি হলো 9 কোটি রেশন গ্রাহক।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment