PNB Update: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের জন্য দুর্দান্ত পরিষেবা লঞ্চ করেছে। ক্রমবর্ধিত পরিবর্তনের কথা মাথায় রেখে এই নতুন পরিষেবা বাজারে এনেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।পিএনবি-র নতুন এই পরিষেবায় বিশেষ সুবিধা মিলবে গ্রাহকদের। তাই আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একজন গ্রাহক হন, তাহলে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন এবং পিএনবি-র নতুন পরিষেবা সম্পর্কে অবগত হন।
ডিজিটালাইজেশনের হাত ধরে লেনদেনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ পেমেন্টের মাধ্যম হিসেবে ইউপিআই(UPI)-কে বেঁচে নিচ্ছে। এর ফলে মানুষ নগদ নিয়ে আর বাইরে বের হচ্ছে না। ব্যাংক থেকে শুরু করে অফিস, দোকান, মল সব জায়গায় অনলাইন মোডেই চলছে লেনদেন। ইউপিআই-কে কাজে লাগিয়ে একটা ক্লিকেই হয়ে যাচ্ছে লেনদেন। গত কয়েক বছরে ইউপিআই-এর ব্যবহার ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আগামী দিনে পেমেন্টের মাধ্যম হিসেবে যে ইউপিআই রাজ করবে তা বলাই যায়।
বর্তমানে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রেও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বিভিন্ন অফিস ও সংস্থাগুলি। এবার গ্রাহকদের কথা মাথায় রেখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও নতুন পেমেন্ট অ্যাপ লঞ্চ করলো। আর এই অ্যাপের নাম হলো পিএনবি ডিজিটাল রূপে অ্যাপ(PNB Digital Rupee App)। এবার থেকে পিএনবি-গ্রাহকদের আর নগদ অর্থ বয়ে বেড়ানোর প্রয়োজন পড়বে না। ডিজিটাল রূপে অ্যাপ স্ক্যান করেই করা যাবে লেনদেন। এবার থেকে ফোনপে(Phone Pay), গুগল পে(Google pay)কিংবা অন্য কোনো পেমেন্ট অ্যাপ ব্যাবহারের প্রয়োজন পড়বে না পিএনবি-র গ্রাহকদের।
আরোও পড়ুন » Credit Card – ক্রেডিট কার্ড থাকলে বাড়তি খরচ এড়াতে এই বিষয়গুলি অবশ্যই নজরে রাখুন
এর আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোনো অফিসিয়াল পেমেন্ট অ্যাপ ছিল না। এই প্রথম গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই ডিজিটাল রূপে অ্যাপ আনলো পিএনবি ব্যাংক। পিএনবি(PNB)-র গ্রাহকরাই কেবল এই অ্যাপের সুবিধা নিতে পারবে। গুগল প্লেস্টোর এবং অ্যাপল স্টোর থেকে মিলবে এই ডিজিটাল রূপে অ্যাপ। সেখান থেকেই ডাউনলোড করে নিতে হবে গ্রাহকদের। তারপর রেজিস্ট্রেশন করলেই এই বিশেষ অ্যাপের সুবিধা ভোগ করা যাবে। এবার থেকে ডিজিটাল রূপে অ্যাপের ইউপিআই কিউআর কোড স্ক্যান করেই লেনদেন করতে পারবে।
কীভাবে ডিজিটাল রূপে অ্যাপ রেজিস্ট্রেশন করতে হবে?(PNB Digital Rupee App)
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে PNB Digital Rupay অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপে ক্লিক করে ওপেন করতে হবে।
- এবার আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, সেটি দিতে হবে এবং সাইন ইন করতে হবে।
- এরপর সেট আপ পিন এ ক্লিক করে পিন সেট করে নিতে হবে।
- পিন সেট করার পর চুজ ওয়ালেটে ক্লিক করে আপনার পিএনবি অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।
- অ্যাকাউন্ট লিঙ্ক করার পর ওই অ্যাকাউন্টের ডেবিট কার্ডের সম্পূর্ন বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে এই অ্যাপ ব্যাবহার করে লেনদেন করা যাবে।
আরোও পড়ুন » Bank Privatisation – বিক্রি হচ্ছে দেশের এই নামকরা সরকারি ব্যাংক। মহা চিন্তায় কোটি গ্রাহক।