Government Will Make 9 Lacks Aadhaar Card for Students: এখন আধার কার্ড প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। কিন্তু তা সত্বেও রাজ্যের প্রায় ৯ লক্ষ পড়ুয়ার কাছে নেই আধার কার্ড। এবার এইসব পড়ুয়াদের আধার কার্ড তৈরি করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা নথি কেন রাজ্যের পড়ুয়াদের কাছে নেই?
৯ লাখেরও বেশি পড়ুয়াদের বিনামূল্যে আধার কার্ড(Aadhaar Card) করে দেওয়ার নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের
বর্তমান সময় দাঁড়িয়ে আধার কার্ড ছাড়া যে কোন রকম অফিসিয়াল কাজ করা ভারতবর্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও রাজ্যের প্রায় ৯ লক্ষ পড়ুয়ার কাছে নেই আধার কার্ড। এই পড়ুয়াদের আধার কার্ড(Aadhaar Card) তৈরি করতে এবার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে শিক্ষা দপ্তর এই সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করে ফেলেছে। বিজ্ঞপ্তি তো জানানো হয়েছে, বুধবার অর্থাৎ ২০ শে সেপ্টেম্বর থেকে রাজ্যের ছাত্র-ছাত্রীদের আধার কার্ড তৈরির কাজ শুরু হয়ে যাবে।
আধার কার্ড(Aadhaar Card) তৈরি করার জন্য প্রতিটি ব্লকে কম করে ২ টি জায়গায় শিবির তৈরি করা হবে। আর এই শিবির গুলিতেই চলবে আধার কার্ড তৈরির কাজ। তবে এই শিবির গুলিতে কেবলমাত্র রাজ্যের প্রাথমিক বিভাগ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের আধার কার্ড তৈরি করা হবে। এই কাজে প্রতিটি মহাকুমা শাসক বিডিও -দের সাহায্য করার কথা বলা হয়েছে।
তবে এই মুহূর্তে যে সমস্ত জায়গায় শিবিরের আয়োজন করা সম্ভব নয়, সেই স্থানগুলোতে যত দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে শিবির আয়োজন করার কথা বলে দিয়েছে শিক্ষা দপ্তর। এই মুহূর্তে দাঁড়িয়ে আধার কার্ড(Aadhaar Card) তৈরির কাজ যত দ্রুত শুরু করা যায় ততই মঙ্গল। তবে আনন্দের কথা হল এই শিবির গুলিতে শুধুমাত্র সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরাই আধার কার্ড তৈরি করতে পারবেনা। পাশাপাশি তৈরি করাতে পারবে বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরাও।
শিবির চলাকালীন যাতে পরিস্থিতি সুশৃংখল থাকে আর কাউকে কোন অসুবিধায় পড়তে না হয় সেই দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের। এই শিবির গুলিতে আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত থাকবেন তাঁরা। আর যে সমস্ত কর্মীরা শিবিরে কাজ করবেন তাঁদের আগে থেকেই পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোথায় কতগুলো শিবিরের আয়োজন করা হয়েছে
আলিপুরদুয়ার জেলায় ৮ টি, মালদহে ১৪ টি, মুর্শিদাবাদে ২১ টি, পূর্ব বর্ধমানে ১৬ টি, পশ্চিম বর্ধমানে ১ টি, বাঁকুড়ায় ১২ টি, বীরভূমে ৮ টি, ব্যারাকপুরে ২ টি, হুগলিতে ৬ টি, হাওড়ায় ২০ টি, কোচবিহারে ৭ টি, শিলিগুড়িতে ১ টি, ঝাড়গ্রামে ১০ টি, কালিম্পং এ ৪ টি, উত্তর দিনাজপুরে ৪ টি, দক্ষিণ দিনাজপুরের ১৬ টি, দার্জিলিং ও জলপাইগুড়িতে ২ টি, নদিয়ায় ১১ টি, উত্তর ২৪ পরগনায় ২৩ টি আর দক্ষিণ ২৪ পরগনায় ১২ টি, পূর্ব মেদিনীপুরে ৩৫ টি আর পশ্চিম মেদিনীপুরে ২৫ টি এবং পুরুলিয়ার ১৭টি শিবিরের আয়োজন করা হবে।