Top Five Banks are giving Bumper RD Interest Rate: রেকারিং ডিপোজিট ব্যবস্থার মাধ্যমে সাধারণত কোনো গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা বিনিয়োগ করলে, সুদ হিসেবে মাসে ভালো পরিমাণ টাকা রিটার্ন পেতে পারবে। এটি ফিক্সড ডিপোজিট ব্যবস্থার বিপরীত ব্যবস্থা যেখানে গ্রাহক মাসিক বিনিয়োগ অনুমতি এর মাধ্যমে স্বল্পমেয়াদি দরকারের ফান্ড তৈরী করতে পারবে। বর্তমানে কয়েকটি ব্যাংক তার গ্রাহকদের রেকারিং ডিপোজিটে বিপুল পরিমাণ ইন্টারেস্ট রেট(RD Interest Rate) প্রদান করছে।
জনপ্রিয় ৫ ব্যাংকের রেকারিং ডিপোজিটে সুদের পরিমাণ (Top 5 Banks RD Interest Rate)
প্রচুর মানুষ রেকারিং ডিপোজিট ব্যবস্থাকে বেছে নিয়েছেন নিজেদের স্বল্পমেয়াদি বিনিয়োগের জন্য। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের অঙ্কের পরিমাণ বেশি হওয়ায় জন্য, প্রচুর মানুষ রেকারিং ডিপোজিট ব্যবস্থাকে বেছে নিচ্ছেন।
তবে, গ্রাহককে এই বৃহত্তম ব্যবস্থার আওতায় থাকতে হলে, প্রত্যেক মাসের তহবিলে পর্যাপ্ত পরিমাণ অর্থ রাখতে হবে। তবে সর্বদা একটি কথা মনে রাখতে হবে গ্রাহকদের, যে রেকারিং ব্যবস্থায় বিনিয়োগ করযুক্ত। অর্জিত সুদ এবং নিয়োজিত সুদের উভয়ের ওপরেই কর আরোপিত হয় সংজ্ঞায়িত স্ল্যাব এর ওপর ভিত্তি করে।
সেইসুত্রেই, রেকারিং ডিপোজিটে বিনিয়োগকারীদের সহায়তার জন্য নির্দিষ্ট কিছু ব্যাংক 5 বছরের জন্য বাড়িয়ে দিয়েছে রেকারিং ডিপোজিটে সুদের হার(RD Interest Rate)। 2023 এর আর্থিক বছরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা উল্লেখিত ছয়টি রেপো রেট বৃদ্ধির পরে এই বর্ধিত সুদের মাত্রা তৈরি হয়েছে। এই নির্দিষ্ট ব্যাংকগুলি তাই 5 বছরের মেয়াদে রেকারিং ডিপোজিট এ সুদের হার 8 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে।
আরোও পড়ুন » Safest Bank List in India – ভারতের 6টি নিরাপদ ব্যাংকের তালিকা প্রকাশ। এই ব্যাংকে টাকা রাখলে জীবনেও মার যাবেনা।
কোন কোন ব্যাংক রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে(Which bank has increased RD Interest Rate)
বন্ধন ব্যাংক: বন্ধন ব্যাংক রেকারিং ডিপোজিটে প্রায় 6.50 শতাংশ থেকে 7.60 শতাংশ পর্যন্ত সুদের হার বৃদ্ধি করেছে , প্ল্যানের ম্যাচুরিটি এর ওপর নির্ভর করে। প্রবীণ নাগরিকেরা পাবেন 8 শতাংশ অবধি সুদের পরিমাণ। বন্ধন ব্যাংক তাদের বিনিয়োগকারীদের 1 টাকা থেকে 100 টাকার মধ্যে যেকোনো সুদের হার বেছে নিতে সাহায্য করছে।
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: ৫.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদের পরিমাণ নির্ধারিত করেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, তাদের বিনিয়োগকারীদের রেকারিং ডিপোজিটে। সেই সঙ্গে, প্রবীণ নাগরিক দের জন্য সুদের সীমা নির্ধারিত হয়েছে ৬.২৫ শতাংশ থেকে ৭.৭৫। বর্তমানে প্ল্যানের নির্বাচিত মেয়াদের ওপর ভিত্তি করে এই ব্যাঙ্কটি সুদ নির্ধারিত করছে।
ডয়েশ ব্যাঙ্ক: সাধারন গ্রাহকদের জন্য ৬ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ সুদের হার নির্ধারিত করেছে ডয়েশ ব্যাঙ্ক। প্রবীণ গ্রাহকরা ৬.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন তাদের রেকারিং ডিপোজিটে এই ব্যাংক থেকে।
আইডিবিআই ব্যাংক(IDBI Bank): সাধারন গ্রাহকদের জন্য রেকারিং ডিপোজিটে ৬.৫১ শতাংশ থেকে ৬.৮৬ শতাংশ সুদের হার নির্ধারিত করেছে আইডিবিআই ব্যাংক(IDBI Bank)। এবং প্রবীণ গ্রাহকদের জন্য এই ব্যাংক রেকারিং ডিপোজিটে ৭.০১ শতাংশ থেকে ৭.৩৬ শতাংশ হারে সুদ নির্ধারিত করেছেন।
ইক্যুইটি স্মল ফাইন্যান্স ব্যাংক(Equitas Small Finance Bank): সাধারন গ্রাহকদের জন্য রেকারিং ডিপোজিটে ৬.২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ সুদের হার নির্ধারিত করেছে ইক্যুইটি স্মল ফাইন্যান্স ব্যাংক। এবং প্রবীণ গ্রাহকদের জন্য এই ব্যাংক রেকারিং ডিপোজিটে ৬.৭৫ শতাংশ থেকে ৭.০০ শতাংশ হারে সুদ নির্ধারিত করেছেন।
আরোও পড়ুন » SBI Banking – স্টেট ব্যাংক গ্রাহকদের বাড়িতে মারাত্মক উপহার পাঠাচ্ছে ব্যাংক কতৃপক্ষ। পেয়েছেন?