SBI Recruitment 2023 – স্টেট ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। উচ্চ বেতন ও দ্রুত নিয়োগ।

SBI Recruitment 2023: ব্যাঙ্কিং সেক্টরে চাকরির জন্য বহু চাকরি প্রার্থী প্রস্তুতি নিচ্ছেন। সেইসব প্রার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে। দেশের বৃহত্তম ব্যাংক SBI নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। SBI এর PO ( প্রবেশনারি অফিসার) পদে নিয়োগের খবর প্রকাশিত হয়েছে অনেক আগেই। সেই পদে আবেদন প্রক্রিয়া এখনও চলছে। সম্প্রতি আবারোও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

SBI এর PO ( প্রবেশনারি অফিসার) পদে আবেদন প্রক্রিয়া চলাকালীনই, SBI এর তরফ থেকে পুনরায় কর্মী নিয়োগের(SBI Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্পেশালিস্ট ক্যাডার অফিসার(SBI Specialist Cadre Officer requirement 2023) পদে কর্মী নিয়োগ করতে চলেছে এবার SBI।

স্টেট ব্যাংকে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে কর্মী নিয়োগ(SBI Recruitment 2023)

ব্যাংক সূত্রে খবর, আপাতত মোট 442 টি শূন্যপদের ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। আবেদনের ফি হিসেবে 750 টাকা জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে, ডেবিট, অনলাইন, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা ব্যবহার করে ফি জমা দিতে পারবে প্রার্থীরা। কিন্তু, উপজাতি বা জনজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের কোনো প্রকার আবেদন ফি জমা করতে হবে না।

আবেদন প্রক্রিয়া(Application Process)

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in গিয়ে আবেদন করতে পারবে।

প্রাইমারী টেট পরীক্ষা - Primary TET 2023 Exam

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ(Application Last Date)

গত 16 সেপ্টেম্বর থেকে স্পেশাল ক্যাডালিস্ট পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, SBI তে। আগামী 6 অক্টোবর পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া জারি থাকবে। অর্থাৎ, ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট তারিখের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পরীক্ষার তারিখ (Exam Date)

সূত্রের খবর, চলতি বছর 2023 এর ডিসেম্বর অথবা 2024 এর জানুয়ারি মাসে এই পদে নিয়োগের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা হবে অনলাইন মাধ্যমে। তবে, পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেও, কিছু পদের ক্ষেত্রে নিয়োগের আগে ইন্টারভিউ দিতে হবে প্রার্থীদের।

আরোও পড়ুন » ICDS Anganwadi Recruitment – নতুন করে আরও 36 হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। রাজ্য জুড়ে ছেলে মেয়ে আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment