সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের ছুটি থাকবে ১২ দিন। ব্যাঙ্কের এইসব ছুটির মধ্যে রয়েছে সপ্তাহের ছুটি এবং উৎসবের দিন। আরবিআই-এর তরফে এই ছুটির দিনের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সাতদিন রয়েছে বিভিন্ন রাজ্যে ছুটির দিন হিসেবে, যার মধ্যে রয়েছে ধর্মীয় অনুষ্ঠান কিংবা উৎসব। এছাড়া বাকিগুলি সপ্তাহ শেষের ছুটি। তবে সব ছুটি কিন্তু সারা দেশে এইসঙ্গে হয় না একমাত্র সপ্তাহ শেষের দিনগুলি বাদ দিয়ে। ৫ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু, দিনটি রবিবার। ৮ সেপ্টেম্বর গুয়াহাটিতে ছুটি, শ্রীমন্ত শঙ্করদেবের তিথি, সামনের মাসে একটিই বড় ছুটির দিন রয়েছে, যা বেশিরভাগ রাজ্য এবং শহরে পালন করা হয়ে থাকে। সেটি হল ১০ সেপ্টেম্বর, শুক্রবার গণেশ চতুর্থী। যে নটি শহরে ওইদিন ছুটি রয়েছে, সেগুলি হল আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর এবং পানাজি। পরের দিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর রাজ্য ভিত্তিক ছুটির দিন পাশাপাশি সপ্তাহ শেষের ছুটির দিন। ১২ সেপ্টেম্বর রবিবার, তবে আরবিআই-এর ছুটির দিন হিসেবে সেপ্টেম্বরের প্রথম দিনটি হল ৮ তারিখ। আরবিআই-এর ছুটি শেষ হচ্ছে ২১ সেপ্টেম্বর। দিনটি হল শ্রীনারায়ণ গুরু সমাধি দিবস। কোচি ও তিরুবনন্তপুরমে পালন করা হয় এই উৎসব। যদিও সেপ্টেম্বরের ২৫ ও ২৬ তারিখ দুটি আরও ছুটির দিন রয়েছে। তা হল চতুর্থ শনিবার ও রবিবার। আঞ্ছলিক ছুটি গুলো হল, ৯ সেপ্টেম্বর (গ্যাংটক) তেজা (হরিতলিকা), ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী, ১৭ সেপ্টেম্বর কর্মা পুজো (রাঁচি), ২০ সেপ্টেম্বর (গ্যাংটক) ইন্দ্রযাত্রা, ২১ সেপ্টেম্বর কোচি ও তিরুবনন্তপুরমে শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস।