Pay Hike – পশ্চিমবঙ্গে ফের মাইনে বাড়ালেন মুখ্যমন্ত্রী। কাদের কত টাকা বাড়লো।

বেতন ভাতা নিয়ে আবারো বড় ঘোষণা মমতার। পুজোর আগে মাইনে বাড়ানোর (Pay Hike) ঘোষণা। তবে প্রশ্ন হল, কাদের কাদের মাইনে বাড়ছে? আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব।

Pay Hike বা ভাতা বাড়লো বিধায়কদের

মহামারী পরবর্তী সময়ে ব্যবসায়ী থেকে চাকুরীজীবী সকলেরই আর্থিক টানা পরণে সময় কাটছে। এমতাবস্থায় সবাই নিজের আর্থিক সুরক্ষার বিষয় নিয়ে সন্দিগ্ধ। এই অবস্থায় মাননীয়ার Pay Hike এর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আজ বিধানসভায় বাংলা দিবসের প্রস্তাবনা পাশের পরেই মাননীয়া রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের মাসিক বেতন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। প্রত্যেকেরই নাকি চল্লিশ হাজার টাকা করে বেতন বৃদ্ধি হচ্ছে।

কত টাকা বাড়ছে?

যে সমস্ত বিধায়করা ১০ হাজার টাকা মাইনে পেতেন, তাদের বেতন বেড়ে হয়েছে (১০০০০+৪০০০০)= ৫০,০০০ টাকা।
যে সমস্ত প্রতিমন্ত্রীরা আগে ১০,৯০০ টাকা পেতেন তাদের মাইনে বেড়ে হয়েছে, (১০,৯০০+৪০,০০০) = ৫০, ৯০০টাকা।
যে সমস্ত মন্ত্রীরা আগে মাসিক বেতন হিসাবে ১১ হাজার টাকা পেতেন, তাদের Pay Hike বেতন বেড়ে হয়েছে (১১,০০০+৪০,০০০) = ৫১,০০০ টাকা।

এদিকে বাঙালির বাঙালিয়ানাকে তার মর্যাদার শিখরে নিয়ে যেতে এক অনন্য পদক্ষেপ গ্রহণ করা হলো আজকে। আজকের এই শুভদিনেই পয়লা বৈশাখকে আনুষ্ঠানিকভাবে ” বাংলা দিবস ” ও পহেলা বৈশাখ কে ” রাজ্য সংগীত “ করার জন্য বিধানসভায় প্রস্তাব পাশ করেছে রাজ্য সরকার। তবে এবিষয়ে প্রস্তাব পাস করানো হলেও তা রাজ্যপালের অনুমোদন পাবে না বলে দাবি করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।

Bank Vs Post Office - ব্যাংক ও পোষ্ট অফিস সুদের হার

মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, “অন্য রাজ্যে ও রাজ্য সংগীত আছে। আমি নবান্নে বিশিষ্টদের সঙ্গে কথা বলেছি। এতদিন করা হয়নি কারণ ২০ জুন দিনটি ও পালন করা হয়নি। কুড়ি জুন কেউই জানত না, কেউ শুনেনি যে ওই দিনটি বাংলার প্রতিষ্ঠা দিবস। রাজ্য সরকার কোন নোটিফিকেশন করেনি। কেন্দ্র করেছিল। ২০ জুন বাংলার সঙ্গে কোন সম্পর্ক নেই।”

আরও পড়ুন, ব্যাংক বন্ধ হয়ে গেলে আপনার টাকার কি হবে ? কিভাবে ও কত টাকা ফেরত পাবেন।

এরপর তিনি আরও বলেন, ” একটা রাজনৈতিক দলের মাথায় বলে দিলাম করে দিলাম, এটা চলবে না। সবকিছু চাপিয়ে দিলে সহ্য করব না। বিরোধীদলের নেতা বলেছেন রাজ্যপাল সই করবেন না। আমি বলছি রাজ্যপাল সই না করলেও কিছু যায় আসে না। আমরা পালন করব। দেখবো কার শক্তি বেশি, কার জোর বেশি। রাজ্যপাল পালন না করলে রাজ্য সরকার করবে।

আরও পড়ুন, DA বৃদ্ধি নিয়ে বড় খবর, সরকারের এই সিদ্ধান্তে খুশি সকলে।

এ বিষয়ে আপনাদের কোন প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম আরো খবর পেতে আমাদের পোর্টালটি ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment