Legrand Scholarship 2023 – পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ। আবেদন করলেই মিলবে নগদ টাকা।

ছাত্র ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে Legrand Scholarship 2023 চালু হয়েছে। Legrand স্কলারশিপের মাধ্যমে নূন্যতম মাধ্যমিক পাস থেকে সকল শিক্ষার্থীদের দেওয়া হবে সর্বোচ্চ ৬০০০০ টাকা। কারা আবেদন করতে পারবেন, কি কি শর্তাবলী রয়েছে, আবেদনের তারিখ সমস্ত কিজে জেনে নিয়ে যোগ্য হলে এক্ষুনি আবেদন করে ফেলুন।

Legrand Scholarship 2023

পড়াশোনা শিখে নিজেদের একটা ভালো কেরিয়ার গড়া প্রতিটি ছাত্রছাত্রীদের লক্ষ্য থাকে। ছোটোবেলা থেকেই তারা বুকে এই স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে যে বড়ো হয়ে কি হবে। তবে অনেক ক্ষেত্রেই তাদের এই স্বপ্ন হারিয়ে যায়। কারণ অসহায় দরিদ্র মানুষদের পক্ষে তাদের সন্তানদের লেখাপড়ার বিশাল খরচ চালিয়ে ওঠা সম্ভব হয় না। এইসকল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা অনেক ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।

Private Scholarship in India

যেমন শিক্ষার্থীদের পড়াশোনার খরচ খরচায় সহায়তার জন্য বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপ সরকার চালু করেছে। অন্যদিকে আবার বেসরকারি কয়েকটি সংস্থা যেমন রিলায়েন্স, টাটা, আদিত্য বিড়লা, মাহিন্দ্রা ইত্যাদিরাও এ ব্যাপারে তাদের সাহায্য করতে উচ্চমূল্যের অনেকরকম স্কলারশিপ প্রদান করে থাকে ছাত্রছাত্রীদের। আজ আমরা এরকমই একটি স্কলারশিপের কথা জানাতে চলেছি আপনাদের। Legrand কোম্পানির নাম আপনারা সকলেই শুনেছেন।

এটি মূলত একটি বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি। এবার দুস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সহায়তায় হাত বাড়ানোর জন্য এগিয়ে এসেছে এই কোম্পানি। সম্প্রতি এই কোম্পানি Buddy4Study এর সঙ্গে যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ স্কলারশিপ চালু করতে চলেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্র-ছাত্রীরা যারা এরপর কোন কর্মমুখী প্রশিক্ষণ অনুসরণ করতে ইচ্ছুক তাদের সকলকে এই স্কলারশিপ দেওয়া হবে। কর্তৃপক্ষ মারফত জানা গেছে স্কলারশিপ এর মাধ্যমে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে বছরে।

How to apply

স্কলারশিপে আবেদন করার পদ্ধতিঃ
Legrand Scholarship 2023 স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইন মারফত এর জন্য প্রথমে,
১. www.legrandscholarship.co.in বা www.buddy4study.com যেকোনো একটি ওয়েবসাইটে যেতে হবে।
২. তারপর Legrand Scholarship Empowering Program 2023-24 লিংকে ক্লিক করে Apply Now বাটনে ক্লিক করতে হবে।

৩. তারপর Legrand Scholarship 2023 Start Application বাটনে ক্লিক করে স্ক্রিনে আসা আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৪. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৫. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়ার কাজ শেষ। এরপর আবেদনকারীরা তাদের আবেদন পত্র এবং দরকারি রিসিপ্ট গুলির প্রিন্ট নিয়ে নিন।

Top 5 Government scholarship 2023 (পশ্চিমবঙ্গের সরকারি স্কলারশিপ ২০২৩)

Documents Required

প্রয়োজনীয় নথি সমূহঃ
১. আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার।
২. আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি যে কোন একটা পরিচয়পত্র।
৩. মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট।
৪. বর্তমান কোর্সে ভর্তির রিসিপ্ট কপি।
৫. বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
৬. পরিবারের বার্ষিক আয়ের একটি ইনকাম সার্টিফিকেট।

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করতে এখানে ক্লিক করুন।

Legrand Scholarship Eligibility

আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সমূহঃ
১. এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোন বোর্ডের অধীনে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য কোন পরীক্ষায় অন্তত ৭০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
২. এরপর ছাত্র-ছাত্রীদের অবশ্যই B.Tech, B.E, B.Com, B.Sc, B.B.A ইত্যাদির মধ্যে যে কোন একটি কোর্স অনুসরণ করতে হবে।
৩. তাদের পরিবারের বার্ষিক আয় অবশ্যই 5 লক্ষ টাকার নিচে হতে হবে।
৪. যেহেতু এই বছরই এই স্কলারশিপ চালু হয়েছে তাই ২০২২ থেকে ২৩ সালের উত্তীর্ণ পরীক্ষার্থীদেরই এই স্কলারশিপ প্রদান করা হবে। অন্যদের নয়।

আরও পড়ুন, কত নম্বর পেলে কোন স্কলারশিপ পাওয়া যায়, কত টাকাই বা দেওয়া হয়

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখঃ
এই স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া শুরু হবার বা শেষ হবার কোন তারিখ এখনো পর্যন্ত জানানো হয়নি। আগ্রহী শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে এ ব্যাপারে বিশদে জানার জন্য নিয়মিতভাবে কর্তৃপক্ষের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment