এবার প্যান কার্ড (PAN Card) নিয়ে কেন্দ্র সরকারের নয়া নির্দেশ। যার ফলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, শুধু তাই নয়। এই নিয়মের ফলে সমস্যায় পড়তে পারেন বেতনভোগী তথা চাকরিজীবীরা। আর সরকারি কর্মীদের বেতন যেহেতু ট্রেজারি থেকে দেওয়া হয়। তাই তাদের বেতনের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা আরও বেশি। কি নিয়ম এসেছে, জেনে নিন।
PAN Card rules in India
আমরা জানি, অন্যান্য নথির মতন PAN Card ও একটি গুরুত্বপূর্ন নথি।এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা চাকরির মাহিনা সংক্রান্ত ব্যপারে এটি অত্যাবশ্যক। আর গত কয়ে মাস ধরেই PAN Card Aadhaar Link নিয়ে সারা দেশ সাইবার ক্যাফেতে ছুটেছে, লিংক করানোর জন্য। অনেক কেই ১০০০ টাকা জরিমানা দিতে হয়েছে। এখনও PAN Card Aadhaar Card Link করা যাচ্ছে, তবে সেক্ষেত্রেও জরিমানা দিতে হচ্ছে।
PAN Card নিয়ে নয়া নির্দেশ
সম্প্রতি আয়কর বিভাগ (Income Tax of India) জানিয়েছেন, যারা প্যান কার্ডের সাথে আঁধার কার্ড লিংক করান নি তারা খুব শীঘ্রই সেটি করে নিন। নতুবা অনেক বড়ো বিপদে পড়তে হতে পারে ।সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় বলে গণ্য করা হবে।
PAN Card নিস্ক্রিয় হলে কি কি অসুবিধা হবে?
- ৫০০০০ টাকা তার বেশি টাকার লেনদেন করা যাবে না।
- নিজস্ব সম্পত্তি, জমি, বাড়ি, ফ্লাট কেনা যাবে না।
- ইনকাম ট্যাক্স এর আওতায় বেতন বা আয় হলে PAN Card আবশ্যক।
- বছরে ২৫০০০০ টাকার বেশি বেতন বা আয় হলে PAN Card আবশ্যক।
- PAN Card আধার লিংক না থাকলে বেতন আটকে যাবে।
আরও পড়ুন, সমস্ত পেনশন ভোগীদের জন্য জরুরী ঘোষণা। পেনশন চালু রাখতে অবশ্যই জেনে নিন।
কি কি করতে হবে?
আবার যারা নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন বলে মনে করছেন তাদের ও এই কাজটি করে রাখতে হবে তবেই আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে।
আয়কর দপ্তর সর্বশেষ লিংক করার জন্য যে তারিখ টি দিয়েছিল সেই তারিখের মধ্যে যারা লিংক করান নি ।অবলীলায় তাদের প্যান কার্ড টি নিষ্ক্রিয় বলে গণ্য হবে।
এখন প্রশ্ন উঠছে যাদের প্যান আধার লিংক নেই, তারা কি আদৌ বেতন পাবেন? কিংবা তাদের বেতন ট্রান্সফার হবে কি ব্যাংক অ্যাকাউন্টে।
বিশেষজ্ঞরা বলছেন প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সেক্ষেত্রে আপনার বেতনের টাকা ট্রান্সফার বিলম্বিত হতে পারে। ফলে আপনি সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই সময় করে আজই এই কাজটি সেরে ফেলুন।যাতে নিষ্ক্রিয় প্যান কার্ড টি পুনরায় সক্রিয় হয়ে যায়।
আরও পড়ুন, আবার নোট বাতিল! আরেকটি ভারতীয় মুদ্রা বাতিল করলো RBI, আপনার কাছে আছে কি?
তাই আজই সহজ তথ্য মিত্র কেন্দ্র, সাইবার ক্যাফে বা কোনও ইন্টারনেট পরিষেবা দেয় এমন কোনও দোকানে বা অফিসে চলে যান। জরিমানা হিসেবে ১০০০ টাকা দিতে হবে। আর বাকি কাজ তারাই করে দেবেন। আবেদন করার ৩০ দিন পর পুনরায় আপনার প্যান কার্ড টি সক্রিয় হয়ে যাবে। আর বেতনভোগীরা অবশ্যই এই কাজটি গুরুত্ব দিয়ে করবেন, নইলে বেতন আটকে গেলে আখেরে সমস্যা আপনার ই হবে। আপনার প্যান আধার লিংক আছে কিনা সেটা দেখতে এখানে ক্লিক করুন।