Salary Hike – পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের বেতন বাড়ছে। মন্ত্রীসভায় সিদ্ধান্ত।

এবার বাড়তে চলেছে (Salary Hike) রাজ্যের স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের বেতন। আকাশে বাতাসে খুশির মেজাজ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। কাদের বেতন বৃদ্ধি হচ্ছে, কবে থেকে বাড়তে পারে, মন্ত্রী সভায় কি জানানো হয়েছে? এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, এক নজরে দেখে নিন।

Salary Hike for West Bengal School Teacher

পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এল বড়সড় এক সুখবর। সম্প্রতি রাজ্য সরকার কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করার। নতুন এক শিক্ষানীতি (West Bengal Education Policy) চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই অনুযায়ী এবার এক ধাক্কায় প্রচুর পরিমাণে বাড়তে পারে শিক্ষক শিক্ষিকাদের বেতন।

কবে বেতন বাড়বে?

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কথা উঠে এসেছে বলে জানা গেছে। এছাড়াও বলা হয়েছে যে এরপর থেকে শিক্ষক শিক্ষিকাদের ক্লাসে পারফরম্যান্স অনুযায়ী অর্থাৎ পড়ানোর দক্ষতা বিচার করে তাদের পদোন্নতি ঘটানো হবে এবং সেই সঙ্গে বেতনও বৃদ্ধি পাবে। এছাড়া সূত্র মারফত খবর পাওয়া গেছে যে পুজোর আগেই নাকি এই বেতন বৃদ্ধির (Salary Hike) সম্ভাবনা দিয়েছে মন্ত্রী মহল। যার ফলে এখন খুশির মেজাজে সকল শিক্ষক শিক্ষিকাদের মন।

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, যে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছিল, তাতে অনেক ছেলেমেয়েই পড়াশোনা শিখে শিক্ষক শিক্ষিকা হবার স্বপ্ন হারাতে বসে। অবশেষে আইনের সহায়তায় অপরাধীদের শাস্তি এবং যোগ্য প্রার্থীদের ন্যায় বিচার লাভে কিছুটা আশাবাদী হয় তারা। তবে শুধু চাকরি প্রার্থীরাই নয়, এই অন্যায়ের কারণে যারা পুরনো শিক্ষক শিক্ষিকা তারাও যথেষ্ট অসম্মানিত বোধ করেছেন। তারা এতদিন ধরে চাকরি করে এসেছেন কিন্তু এরূপ অন্যায়ের সম্মুখীন কোনদিন হননি।

পোষ্ট অফিসের সঞ্চয় প্রকল্প (Post Office Scheme)

আর তাই এই ঘটনা তাদের অত্যন্ত ব্যথিত করেছে। কিন্তু রাজ্য সরকারের নতুন এই ঘোষণা তাদের মুখে ফুটিয়ে তুলেছে চওড়া হাসি। এখন অনেকটাই স্বাচ্ছন্দ ফিরে পেয়েছেন তারা।
সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্ত মারফত সুবিধা কিন্তু সকল শিক্ষক শিক্ষিকারা পেতে নাও পারেন। আসলে এই সিদ্ধান্ত (Salary Hike) নেওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

কোন শিক্ষকদের বেতন বাড়ছে?

অনেকদিন ধরে রাজ্যের বিভিন্ন স্কুলের পার্শ্ব শিক্ষকরা (Para Teacher Salary) তাদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে আন্দোলন করে আসছেন। এতদিন অবশ্য সরকার তাদের কথায় কর্ণপাত না করলেও এখন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই কারণেই এই ঘোষণা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই নতুন শিক্ষানীতি এবং তার সুবিধা বরাদ্দ হতে চলেছে কেবলমাত্র স্কুলগুলির পার্শ্ব শিক্ষকদের জন্যই।

আরও পড়ুন, রাজ্যের স্কুল কলেজ সরকারি অফিস ফের ছুটি ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ।

তবে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধির পর সকলের বেতন এক হয়ে যাওয়ায় যে বেতন বিভ্রাটের সৃষ্টি হয়েছিলো, সেই ব্যাপারে নোশোনাল ইফেক্ট চালু করার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যদি এই দাবী রাজ্য মেনে নেয় এতেও সিনিয়র শিক্ষকদের বেতন বেশ খানিকটা বাড়বে। অন্যদিকে গ্রাজুয়েট শিক্ষকদের TGT Scale নিয়ে মামলা ও হাইকোর্টে বিচারাধীন।

উল্লেখিত রাজ্যের এই নতুন শিক্ষানীতি অনুযায়ী স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের জন্য চালু হতে চলেছে এক বিশেষ নিয়ম। এখন থেকে প্রত্যেক পার্শ্ব শিক্ষকের ক্লাসে পড়ানোর দক্ষতা যাচাই করার জন্য চালু হতে চলেছে পারফরম্যান্স ইন্ডিকেটর ব্যবস্থা। যেটির দ্বারা তাদের পড়ানোর ক্ষমতা নির্দিষ্ট কর্তৃপক্ষ মারফত সঠিকভাবে যাচাই বাছাই করে তাদের পদোন্নতি ঘটানো হবে। সেই সঙ্গে ঘটবে তাদের বেতন বৃদ্ধি (Salary Hike) এবং অন্যান্য সুবিধার সংযোজন।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের স্কুলে প্রত্যেক শনিবার হাফ ছুটি বাতিল। চালু হলো নতুন নিয়ম। শিক্ষক ও ছাত্র ছাত্রীদের

ফলে আর কোন অভিযোগ থাকবে না পার্শ্বশিক্ষকদের। যথাযথ ন্যায় বিচার পাবেন তারা। রাজ্য সরকারের এরূপ সিদ্ধান্তকে বিশেষভাবে সমর্থন করেছেন বিশেষজ্ঞরা এবং সাধুবাদ ও জানিয়েছেন। এখন দেখা যাক কবে চালু হয় এই নতুন নিয়ম (Salary Hike) এবং তার দ্বারা কতটা পরিমাণ লাভ হয় পার্শ্বশিক্ষকদের।
আপডেট পেতে EK24 News ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment