শুনানির জেরে পিছিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া, উচ্চ প্রাথমিক নিয়োগে নতুন জট তৈরী হয়েছে এবার। ইন্টারভিউ তালিকা প্রকাশিত হওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় কাট-অফ স্কোরের উপরে নম্বর থাকা সত্ত্বেও বহু প্রার্থীর তালিকায় নাম নেই বলে অভিযোগ উঠেছিল। সেই কারণে তাদের অনলাইন ভেরিফিকেশন ডকুমেন্টস আপলোড রিজেক্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এছাড়াও বহু চাকরিপ্রার্থী অভিযোগ করেছেন ভেরিফিকেশন করার পরেও ওয়েবসাইটে প্রকাশিত কোনও তালিকাতেই তাঁদের নাম নেই। সেই কারণে চাকরি প্রার্থীদের অভিযোগ জানানোর সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু এত অভিযোগ জমা পড়ে যা স্ক্রুটিনি করে আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে নিয়োগ তালিকা প্রকাশ করা সম্ভব নয় বলে জানাচ্ছে কমিশন সূত্র। সূত্রের দাবি সব অভিযোগ খতিয়ে দেখে নিয়োগপত্র প্রকাশে কমপক্ষে ৩ মাস সময় লাগবে। কমিশন সূত্রে খবর, অভিযোগ যাচাই চলাকালীন গত ১০ আগস্ট থেকে শুরু হয় শুনানি প্রক্রিয়া। গত ১০ থেকে ২৪ আগস্ট পর্যন্ত প্রায় ৩ হাজার ১১৫ জন প্রার্থীর অভিযোগের শুনানি হয়। বুধবার থেকে শুরু হয়েছে আরও ৩ হাজার ৪৮৪ জন প্রার্থীর শুনানি পর্ব। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। হবু শিক্ষকদের জন্যে খারাপ খবর টি হল, অফলাইন ও অনলাইন মিলিয়ে প্রায় ২৬ হাজার অভিযোগ জমা পড়েছে। আদালতের নির্দেশর প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে কমিশনের অফিসে। যার ভিত্তিতে আবার অভিযোগকারীদের আলাদা আলাদা করে নাম তুলতে হবে আলাদা পোর্টালে। এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে তৈরি মেধাতালিকা হাই কোর্টে পেশ করতে হবে।