Scholarship 2023 – মাধ্যমিক পাশ করলেই পাবেন ২৪ হাজার টাকা, কিভাবে আবেদন করবেন, দেখুন।
পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরেও অনেক সময় দেখা যায় বহু ছাত্র-ছাত্রীর অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না (Scholarship 2023). আর সেইদিকে লক্ষ্য রেখেই পশ্চিমবঙ্গ সরকারের তরফেও একাধিক স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন শুধু রেজাল্ট প্রকাশ হওয়ার পালা। জানা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। এবার মাধ্যমিক পরীক্ষায় যারা ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হবেন, তারা ২৪ হাজার টাকার আর্থিক সহায়তা পেয়ে যাবেন।
ফলে মাধ্যমিকের পরবর্তী উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দুটি শ্রেণীতে পড়ার জন্য ২ বছরে ২৪ হাজার টাকার সহায়তা ভাবে তারা। মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেয়ে পাস করলেই পড়ুয়ারা ২৪ হাজার টাকার স্কলারশিপ পেতে চলেছেন। সেই স্কলারশিপ এর নাম হলো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2023). স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হলো পচিমবঙ্গ একটি উল্লেখযোগ্য স্কলারশিপ।
তার কারণ এই স্কলারশিপের মাধ্যমে আবেদন করলে ছাত্র ছাত্রীরা মাধ্যমিকের পরেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ার জন্য ২ বছরে ২৪ হাজার টাকা পেয়ে থাকেন। তবে অনেক সময় দেখা যায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Scholarship 2023) আবেদন করার পরেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হন পড়ুয়ারা যাতে সেই সমস্যা তৈরি না হয়, সেই কারণে এখানে কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে, সেই বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
কি কি ডকুমেন্ট লাগবে?”
বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস:
আবেদনকারীর ছবি পারিবারিক ইনকাম সার্টিফিকেট
আবেদনকারীর স্বাক্ষর
মাধ্যমিকের মার্কশীট
ভর্তির রশিদ
আধার কার্ডের স্ক্যান কপি
ব্যাংক একাউন্টের স্ক্যান কপি
আবেদনের পদ্ধতি:
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
এরপর হোম পেজে How to Apply বাটনে ক্লিক করে যে নতুন পেজ আসবে তার নিচের দিকে Proceed for Registration বাটনে ক্লিক করতে হবে।
যে নতুন পেজ আসবে সেখানে Directorate of School Education (DSE) Studying it Higher Secondary Schools অপশনে Apply for Fresh Application অপশনে ক্লিক করে করতে হবে।
রেজিস্ট্রেশন এর জন্য যে ফর্মটি আসবে সেখানে মাধ্যমিক পরীক্ষার যাবতীয় তথ্য দিতে হবে। কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, কত শতাংশ নম্বর পেয়েছেন, কোন বোর্ডের আওতায় মাধ্যমিক দিয়েছেন, মাধ্যমিকের রোল নম্বর, সমস্ত তথ্য জমা দিতে হবে (Scholarship 2023). তার জন্য মাধ্যমিক অপশনটি বেছে নিতে হবে। বর্তমানে যে কোর্সে ভর্তি হয়েছেন, তার সম্পূর্ণ তথ্য, ফোন নম্বর এবং ইমেইল আইডি দিতে হবে। একটি Password নির্বাচন করে Registration Option ক্লিক করতে হবে।
এরপরেই নির্দিষ্ট মোবাইল নম্বরে OTP আসবে। সেই OTP নির্দিষ্ট জায়গায় লিখে Verify অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশনের কপিটি সঙ্গে রেখে দিতে হবে। পরবর্তীতে রেজিস্ট্রেশনের এই তথ্য ডাউনলোড করা যাবে।
এরপর ওয়েবসাইটে Applicant Login অপশনে ক্লিক করে Applicant ID, Password এবং Security Code সঠিকভাবে লিখে Login বাটনে ক্লিক করতে হবে Scholarship 2023.
উচ্চ মাধ্যমিক রেজাল্টের দিন ঘোষণা, কিভাবে রেজাল্ট দেখবেন জেনে নিন।
এবার যে পেজটি আসবে সেখানে Dashboard-এ Edit Application অপশনে ক্লিক করে সেই পেজে সমস্ত নথি আপলোড করে Save and Continue অপশনে ক্লিক করতে হবে।
এরপরই সামনে যে ফর্মটি আসবে, তাতে নাম, পিতামাতার নাম, অভিভাবকের নাম, ঠিকানা, অভিভাবকের পেশা, জন্ম তারিখ, আধার নম্বর সমস্ত কিছু উল্লেখ করতে হবে (Scholarship)।
নিজের ঠিকানা এবং ব্যাংক একাউন্টের পাশ বই সহ নথি আপলোড করে Save and Continue Option-এ ক্লিক করতে হবে। সমস্ত নথি আপলোড করার পরে চেকবক্সে Save and Continue অপশনে ক্লিক করতে হবে।
এরপরেই সামনে একটি Preview চলে আসবে। সেখানে সমস্ত তথ্য ঠিক থাকলে Submit Application অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে।