নিজে ব্যবসা করুন আর Business Ideas শেয়ার করুন।
চাকরির বাজার খারাপ। আর সেই কারণেই অধিকাংশ মানুষ ছোটখাটো ব্যবসা (Business Ideas) করে দিন যাপনের চেষ্টা করছেন। কিন্তু ব্যবসা করার ইচ্ছা থাকলেই তো হবে না। কি ব্যবসা করবেন, কোথা থেকে মূলধন জোগাড় হবে, বাজারে সেই ব্যবসার চাহিদা কতখানি, লাভের পরিমাণ কি হবে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য না জেনে কোনো ব্যবসায় নেমে পড়া সহজ নয়। তাই ব্যবসা করার চিন্তা ভাবনা থাকলে প্রথমেই ব্যবসা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন।
কোন ব্যবসা (Business Ideas) করলে বর্তমান বাজারে তার চাহিদা থাকবে সবসময়। এই মুহূর্তে বহু ব্যবসা রয়েছে, কিন্তু এমন একটি ব্যবসা সম্বন্ধে এখানে জানানো হবে, যে ব্যবসায় একবার বিনিয়োগ করলেই সারা জীবন ধরে সেই ব্যবসা থেকে প্রচুর পরিমাণে টাকা আয় করা সম্ভব। আবার এই ব্যবসা করার জন্য মূলধনের চিন্তা করতে হবে না। ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করলেই সরকারের তরফে লোন পাওয়া যাবে।
কি ব্যবসা করবেন?
এবার জেনে নেওয়া যাক Business Ideas টি বা কিসের ব্যবসা? যে ব্যবসার কথা বলা হচ্ছে, তা হলো কাটলারি ব্যবসা (Cutlery Business Ideas). সহজ ভাষায় বিভিন্ন ডিজাইনের চামচ তৈরী করার ব্যবসা। এই ব্যবসায় প্রতিযোগিতা যেমন কম, তেমনি লাভের পরিমান বেশি। এই ব্যবসায় বারে বারে বিনিয়োগ করার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় সুবিধা হল একবার বিনিয়োগ করে যেমন সারা জীবন ধরে উপার্জন করা যাবে, ঠিক তেমনি ব্যবসা শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের মুদ্রা প্রকল্পের অধীনে ঋণ পাওয়া যাবে। এবার জেনে নেওয়া যাক, কাটলারি ব্যবসা শুরু করতে গেলে কত বিনিয়োগ, কি কি প্রয়োজন রয়েছে:
মূলধন, যন্ত্রপাতি ও লোকবলঃ
কাটলারি ব্যবসা (Cutlery Business Ideas) শুরু করতে গেলে প্রায় ২১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তবে চিন্তা করবেন না, এই ব্যবসায় কম সুদে সরকার ঋণ দিয়ে থাকে। এই ব্যবসা শুরু করতে গেলে বেশ কিছু শ্রমিকের প্রয়োজন হবে। সেক্ষেত্রে প্রথম ধাপে, ১৫ জন লোক লাগবে। শুধু তাই নয়, কাটলারি ব্যবসা শুরুর জন্য বেশ কিছু যন্ত্রপাতির প্রয়োজন। এছাড়াও থাকছে নির্দিষ্ট জমি, ফার্নিচার, উদ্ভিদ এবং কার্যকরী মূলধন। যন্ত্রপাতির মধ্যে লাগবে ইলেকট্রোপ্লেটিং মেশিন, পলিসিং মেশিন, বাফিং মেশিন এবং অন্যান্য বেশ কিছু সরঞ্জাম।
ব্যবসায় কত লাভ হতে পারে?
কাটলারি ব্যবসায় বছরে প্রায় ১.২২ কোটি টাকার বিক্রি হতে পারে। এবার সাধারণ হিসাবে যদি উৎপাদন খরচ ৯৫ লক্ষ টাকা হয়, তাহলে প্রায় ২৮ লক্ষ টাকার মতো নিট মুনাফা হতে পারে। সমস্ত খরচ করার পরে হিসাব করলে দেখা যাবে বছরে প্রায় ১২ লক্ষ টাকার মতো লাভ হবে। তাহলে এই ব্যবসা থেকে প্রতি মাসে কম বেশি ১ লক্ষ টাকা আয় করতে পারবেন।
কিভাবে ঋণ পাওয়া যাবে?
কাটলারি ব্যবসা শুরু করতে গেলে আগেই বলা হয়েছে সরকারের তরফে লোন মিলবে। সেক্ষেত্রে মোদি সরকারের মুদ্রা প্রকল্পের অধীনে ঋণ পাওয়া যাবে। ব্যবসা শুরু করলে সেই ঋণের টাকা ধীরে ধীরে শোধ করে দিতে পারবেন। এছাড়া বিভিন্ন ব্যাংক লোন দিয়ে থাকে, তবে সেখত্রে সুদের হার বেশি।
এই ব্যবসা এবং আইডিয়া সম্মন্ধে আরও জানতে এখানে ক্লিক করুন।
Written by Rajib Ghosh.
5 টাকার পুরনো নোট বিক্রয় করে লক্ষ টাকা আয়ের সঠিক পদ্ধতি দেখে রাখুন, ভাগ্য বদলে যাবে।