বিনামূল্যে রেশনের মাধ্যমে অতিরিক্ত সুবিধা পাবেন রাজ‍্যবাসী, চিনি, ময়দা সহ আর কি কি পাবেন জেনে নিন।

রেশনিং সিস্টেম এর মাধ্যমে রাজ্যবাসী নির্দিষ্ট মূল্যে এবং বিনামূল্যে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। রেশন ব্যবস্থায় যেকোনো ধর্মীয় সম্প্রদায়ের উৎসবের সময় রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট ধর্মাবলম্বীদের উৎসব পালনের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বাংলায় সমস্ত ধর্মের মানুষ তার উৎসবের সময় বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে এই সুবিধা পেয়ে থাকেন।

খাদ্য সুরক্ষা যোজনায় রাজ্যের প্রায় ৯ কোটি মানুষ বিনামূল্যে রেশন কার্ডের মাধ্যমে চাল, গম সহ খাদ্য সামগ্রী পান। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ সরকার এবার অতিরিক্ত খাদ্য সামগ্রী দেবেন। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চলছে। টানা ১ মাস ধরে রাজ্য সরকারের তরফে এই অতিরিক্ত খাদ্য সামগ্রী রেশনের মাধ্যমে দেওয়া হবে।

তবে যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষদের রমজান মাস চলছে, তাই তাদের জন্যই এই খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৩ মার্চ থেকেই রেশনের মাধ্যমে এই অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়ার নিয়ম চালু হয়েছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এই অতিরিক্ত খাদ্য সামগ্রী শুধুমাত্র রমজান মাসেই দেওয়া হবে। এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট রেশন কার্ড হোল্ডারদের সামান্য কিছু টাকা খরচ করতে হবে।

বিনামূল্যে রেশন সামগ্রীর তালিকাঃ

আর তাতেই চাল, গম, চিনি, কাঁচা ছোলা এবং ময়দা পাওয়া যাবে। রেশন কার্ডের ক্যাটাগরি (Ration Card Category) অনুযায়ী বিভিন্নভাবে রাজ্য সরকার সেই সুবিধা দিয়ে থাকে।
AAY ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডাররা ২১ কিলো চাল এবং ১৩ কিলো গম বিনামূল্যে রেশন পাবেন।
SPHH রেশন গ্রাহকরা ৩ কিলো করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম করে আটা পাবেন। আটার পরিবর্তে গম নিলে ২ কিলো পাবেন।

মহিলা সম্মান – এপ্রিল থেকে মহিলাদের জন্য নতুন প্রকল্প, কি কি সুবিধা পাবেন জেনে নিন।

PHH রেশন কার্ড থাকলে ৩ কেজি চাল পাওয়া যাবে। ১ কেজি ৯০০ গ্রাম আটা পাওয়া যাবে। আটার পরিবর্তে ২ কেজি গম পাওয়া যাবে।
RKSY 1 রেশন কার্ড থাকলে ৫ কেজি চাল বিনামূল্যে রেশন পাওয়া যাবে।
RKSY 2 রেশন কার্ড থাকলে ২ কেজি চাল পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গ খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে বিনামূল্যে রেশন কার্ডের মাধ্যমে রমজান মাস উপলক্ষে অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রতিটি রেশন ডিলার সরকারের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট গ্রাহকদের এই সুবিধা দেবেন। প্রতিটি রেশন দোকান থেকেই এই অতিরিক্ত খাদ্য সামগ্রী পাওয়া যাবে। যদি রেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, তাহলে এই হেল্পলাইন নম্বরে জানাতে পারবেন– 1967 , 18003455505
Whatsapp Chatbot No. 9903055505

এই ব্যবসা শুরু করলেই মাসে আয় লাখ টাকা! গল্প নয়, সত্যি দেখুন প্রমাণ সহ।

এবার জেনে নেওয়া যাক রেশন কার্ড হোল্ডাররা কত টাকা দিয়ে নির্দিষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী নিতে পারবেন:
ময়দা ১ কেজির জন্য ৩০ টাকা দিতে হবে।
চিনি ১ কেজির জন্য ৩০ থেকে ৩২ টাকা দিতে হবে।
ছোলা ১ কেজির জন্য ৪৯ টাকা দিতে হবে।
এই নির্ধারিত মূল্য AAY এবং SPHH রেশন কার্ড হোল্ডারদের জন্য ধার্য হয়েছে।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment